'খাদান'-এর সাফল্যের পর এই মুহূর্তে বক্স অফিসে শুধুই দেবের জয়জয়কার। তবে এরই মাঝে নানান বিতর্কও দানা বেঁধেছে। সম্প্রতি দেব অনুরাগীদের কুরুচিকর আক্রমণের মুখে পড়েন পরিচালক-প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। প্রতিবাদ করলে অশালীন আক্রমণের মুখে পড়েন শিবপ্রসাদের স্ত্রী জিনিয়া সেন। এমনকি তাঁকে নিয়ে কুরুচিকর, যৌনগন্ধী মিমও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়।
এই ঘটনার পরপরই শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও জিনিয়া সেন মঙ্গলবার রাতে রাজ্য পুলিশের গোয়েন্দা দফতর ভবানী ভবনে ঊর্ধ্বতন পুলিশকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। আর এরপরই ফের শিবপ্রসাদ-পত্নীর ‘অর্ধনগ্ন-বিকৃত’ ছবি ছড়ানো হয়। এরপর বুধবার স্ত্রীকে নিয়ে ফের থানায় যান শিবপ্রসাদ।
এদিকে দেব অনুরাগীদের এধরনের অশালীন আক্রমণের পরও দেব কেন চুপ? এনিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। জিনিয়ার উপর হওয়া এহেন আক্রমণে মুখ খুলেছেন ঋতাভরী চক্রবর্তী, রানা সরকার, রুদ্রনীল ঘোষের মতো ব্যক্তিত্বরা। তবে দেব তারপরও চুপই ছিলেন। অবশেষে মুখ খুললেন সুপারস্টার।
আরও পড়ুন-রাজনীতিতে আসতে ইচ্ছুক! কী জবাব দিলেন ঋত্বিক চক্রবর্তী?
আনন্দবাজার অনলাইনে নিজের কলমে দেব লেখেন, ‘শুনছি, আমার অনুরাগীরা নাকি কটাক্ষ করছেন। প্রথমেই বলি, দেব এই বিষয়টিকে একেবারেই সমর্থন করে না। আমি কাউকে কটাক্ষ করার ঘোর বিরোধী।’
দেব সাফ জানান, এই ঘটনার সঙ্গে 'খাদান' টিমের কোনও সদস্যই যুক্ত নন। কোনও ব্যক্তি বা তাঁর পরিবারকে আক্রমণ করা তাঁর ভীষণ অপছন্জের বলেও জানিয়ে দেন সুপাস্টার। তাঁর কথায়, তাঁর কাছের মানুষরা বেশ ভালো করেই জানেন দেব এতদিন পর্যন্ত যা যা করেছেন নিজের জোরেই করেছেন। কাউকে কখনও ব্যবহার করেননি। তাঁর কথায়, তিনি ও তাঁর টিম সারাদিন খাটছেন, পরিশ্রম করছেন, যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায়। দর্শক যাতে আরও বেশি করে সিনেমাহলে আসেন।
দেব বলেন, 'যদি আমায় জিজ্ঞাসা করেন, এই কটাক্ষ নিয়ে কিছু বলার আছে কিনা, তাহলে বলব— আমি নিজেই ছোটবেলা থেকে কটাক্ষের শিকার। একটা সময় আমারও খুব খারাপ লাগত। আজকাল দেখছি, সোশ্যাল মিডিয়ার যুগে এটাই নাকি রীতি! আমি অবশ্য এগুলো এড়িয়ে যাই। ব্লক করি না, শুধুই এড়িয়ে যাই। ট্রোলের জবাব কাজ দিয়ে দিই। ইস্টবেঙ্গল-মোহনবাগান অনুরাগীদের মারপিট কীভাবে আটকাবেন?'
সুপারস্টারের অনুরোধ, যাঁরা তাঁর ভক্ত, তাঁর ছবি দেখেন, তাঁদের উদ্দেশ্যে তিনি বলতে চান, দয়া করে কাউকে কটাক্ষ করবেন না।