'খাদান' মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে শুধুই দেবের জয়জয়কার। তবে একই সঙ্গে ছবিটি নিয়ে শুরু থেকেই বিতর্কও তৈরি হয়েছে। মুক্তির সময় থেকেই ‘খাদান’ বনাম 'সন্তান', একটা লড়াই তৈরি হয়েছিল। 'খাদান'-এর প্রচার নিয়ে একসময় ‘সন্তান’ পরিচালক রাজ চক্রবর্তীর বিরুদ্ধে কটাক্ষের অভিযোগ ওঠে। যদিও পরে পরে পুরো বিষয়টিই ভুল বোঝাবুঝি বলে উড়িয়ে দেন রাজ। আবার দেবকে আক্রমণের অভিযোগ উঠেছিল অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর বিরুদ্ধেও। এক্ষেত্রেও পরে ঋত্বিক বলেন, তিনি আসলে ‘ফেসবুক বোদ্ধা’দের উদ্দেশ্য কথাটা লিখেছিলেন, কাউকে আক্রমণ করে নয়। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় নানান ট্রোলিং, আক্রমণ-পাল্টা আক্রমণের ঘটনা লেগেই ছিল।
অবশেষে এই ঘটনায় মুখ খুললেন সুপারস্টার দেব। আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে দেব বলেন, ‘আমাকে নিয়ে বলা হয়েছিল, খারাপ ছবি হলে সবথেকে বেশি প্রমোশন লাগে। আমারই বন্ধু পরিচালক বলেছিলেন কথাটা। তখনও আমার কাছে বিষয়টি নিয়ে জিগ্গেস করেছিলেন আপনারা, আমি কিছু বলিনি। তবে কাজই তো সব জবাব দেবে। তো কে ট্রোল করছে, কী করছে আমি সেখানে মাথা ঘামাই না। সবসময় বিশ্বাস করি, আমার কাজ আমার জবাব দেবে। আর আমি তাই করে এসেছি। যাঁরা একটা সময় আমায় ট্রোল করত, তারা টিকিট কেটে প্রথমদিন গিয়ে আমার ছবি দেখে। তো এটাই তো পাওয়া।’
এখানেই শেষ নয়। সম্প্রতি 'বহুরূপী' নির্মাতা ও অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী জিনিয়া সেনকে উদ্দেশ্য করে দেব অনুরাগীদের বিরুদ্ধে অশালীন আক্রমণে অভিযোগ উঠেছে। এমনকি জিনিয়া সেনকে নিয়ে কিছু কুরুচিকর, যৌনগন্ধী মিমও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়। যে সব কাণ্ডের অভিযোগ ওঠে দেব অনুরাগীদের দিকে। এপ্রসঙ্গে সুপারস্টার দেব আনন্দবাজারকে বলেন, ‘এখানে আমার, আমার ছবির বা আমার টিমের কোনও অবদান নেই। আমি চাই না কেউ কাউকে ট্রোল করুক। তবে যেভাবে সোশ্যাল মিডিয়া এগোচ্ছে, সেখানে সকলেই ট্রোল হয়। প্রতিটা মানুষ ট্রোল হয়। তবে এখানে স্পেশালে আমাকে ট্যাগ করা হচ্ছে। সত্যি কথা বলতে আমি এগুলোকে উৎসাহ দিই না।’
এদিকে দেব অনুরাগীদের বিরুদ্ধে ইতিমধ্যেই শিবপ্রসাদ-পত্নীর ‘অর্ধনগ্ন-বিকৃত’ ছবি ছড়ানো হয়। যে ঘটনায় বুধবার স্ত্রীকে নিয়ে ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এমনকি এধরনের অশালীন আক্রমণ নিয়ে সরব হয়েছিলেন প্রযোজক রানা সরকার, রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।