বাংলা সিনেমার বক্স অফিসে 'রাজার রাজা' হয়ে ফিরেছেন দেব। মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে দাপিয়ে ব্যবসা করছে দেবের 'খাদান'। রিপোর্ট বলছে ইতিমধ্যেই ৩ কোটির দুয়ারে পৌঁছে গিয়েছে 'খাদান'। যে প্রসঙ্গ ধরে যিশু সেনগুপ্ত তাই বলছেন, ‘বাংলার হলে হলে খাদান আগুন লেগেছে।’
বলাই বাহুল্য বক্স অফিসে কয়লা খনির গল্প আর শ্যাম-মোহনের গল্প পর্দার হিট। আর তাই এবার কালীঘাটে পুজো দিতে গেলেন সুপারস্টার দেব। নীল জিন্স আর অফ হোয়াইট রঙের শোয়েট শার্ট পরে আর কপালে তিলক কেটে মন্দিরে ঢুকতে দেখা যায় দেবকে। মন্দিরে ঢোকার সময়ও অনুরাগীদের ভিড়ের মাঝে পড়েন তিনি। অনেকের সঙ্গেই হাত মেলাতে দেখা যায় সুপারস্টারকে। এদিন কালীঘাটে দেবের সঙ্গী ছিলেন নায়িকা ইধিকা পালকে। তবে যিশু কিংবা বরখাদের এদিন দেবের সঙ্গে দেখা যায়নি।
আরও পড়ুন-'তুমি না গেলে আমি আর বাড়ি থেকেই বের হব না…’, শাশুড়িমাকে কেন এমন বলেছিলেন শুভশ্রী?
এদিকে 'খাদান'-এর সাফল্য ঘিরে বাংলা সিনেমার সু'দিন ফেরার আশা দেখছেন ফিল্ম বিশেষজ্ঞরা। অনেকেরই দাবি, সুপারস্টার দেবের হাত ধরেই বহুদিন পর বাংলা বাণিজ্যিক ছবির সুদিন ফিরছে। তবে খাদান'কে শুধু দেবের একার ছবি বললেও ভুল হবে। এই ছবিতে দেবের মতোই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যিশুরও।
জানা যাচ্ছে, 'খাদান' তৈরিতে খরচ হয়েছে ৬ কোটি। আর মুক্তির প্রথমদিনেই ৩ কোটি ঘরে তুলেছেন ছবির প্রযোজকরা। আর তাই 'খাদান' অশ্বমেধ ঘোড়া হতে চলেছে বলে মনে করছেন সিনেপ্রেমী ও বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, খাদান ছবিটির পরিচালনা করছেন সুজিত দত্ত রিনো। প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড এবং সুরিন্দর ফিল্ম।
তবে বক্স অফিস রিপোর্ট বলছে, শুধু 'খাদান' নয় 'সন্তান'-এর আয়ও প্রতিদিন দ্বিগুন হচ্ছে। 'সন্তান'-এ অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অনসূয়া মজুমদার, অহনা দত্তরা। পাশাপাশি অন্য আরও দুই ছবির মধ্যে প্রতীম ডি গুপ্তার 'চালচ্চিত্র', মানসী সিনহার ‘৫ নং স্বপ্নময় লেন’ নিয়েও দর্শকদের থেকে বেশ ভালোই প্রতিক্রিয়া আসছে। চালচিত্র-তে অভিনয় করেছেন ‘টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী, ইন্দ্রজিৎ বসু, রাইমা সেন, স্বস্তিকা দত্ত, তানিকা বসু।’ অন্যদিকে, ‘৫ নং স্বপ্নময় লেন’-এ রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, চন্দন সেন, অর্জুন চক্রবর্তী, অন্বেষা হাজরা, পায়েল মুখোপাধ্যায়, সহ এক ঝাঁত নতুন মুখ।