সোনি টিভির সুপারস্টার সিঙ্গার সিজন ৩-র সুবাদে এখন সবার নয়নের মণি শিলিগুড়ির ছেলে শুভ সূত্রধর। এই কিশোরের মায়াবী কন্ঠে বুঁদ আট থেকে আশি। অভিজিৎ ভট্টাচার্য থেকে অনুরাধা পাড়োয়াল, সকলে শুভকে ভরিয়েছেন প্রশংসায়। আরও পড়ুন-অরিজিৎ সিং ২.০! শিলিগুড়ির শুভ ডুয়েট গাইল বনগাঁর গর্ব অরুণিতার সঙ্গে, মুগ্ধ নেহা কক্কর
শুরু থেকেই অরিজিৎ সিং-এর সঙ্গে শুভর তুলনা চলে আসছে। নেটপাড়ায় শুভ ফেমাস ‘অরিজিৎ সিং ২.০’ কিংবা ‘খুদে অরিজিৎ’ নামে। ওদিকে বনগাঁর মেয়ে অরুণিতা মিউজিক রিয়ালিটি শো-এর মঞ্চে আগেই বাংলার নাম উজ্জ্বল করেছে। সোনি টিভির এই মিউজিক রিয়ালিটি শো-এ ক্যাপ্টেনের আসনে রয়েছেন তিনি। শুভ এবং তাঁর ক্যাপ্টেনের যুগলবন্দি সবসময়ই সুপারহিট।
দিন কয়েক আগেই সুপারস্টার সিঙ্গারের মঞ্চে হাজির হয়েছিলেন নব্বইয়ের দশকে ঝড় তোলা নায়িকা মীনাক্ষী শেষাদ্রি। তাঁর সামনেই বাংলা গান গেয়ে চমকে দিল অরুণিতা ও শুভর জুটি। এদিন মঞ্চে ‘দামিনী’ ছবির ‘চান্দ তারে গওয়াহ হ্যায়’র পাশাপাশি ‘মনটা রে’ গাইলেন ক্যাপ্টেন ও তাঁর সাগরেদ।
‘লুটেরা’ ছবির জন্য বাংলার বাউল গানের অনুপ্রেরণায় অমিত ত্রিবেদী তৈরি করেছিলেন ‘মনটা রে’। যাতে মিলেমিশে আছে, ‘পিরিত বড় জ্বালারে’। সেই গানই গাইলেন অরুণিতা-শুভ।
কমেন্ট বক্সে একজন লিখেছে, ‘শুভ যতবারই গায় অরিজিৎ সিং-এর কথা মনে পড়ে’। আরেক নেটিজেন লেখেন, ‘শিলিগুড়ির গর্ব শুভ, সত্যিই আরেক অরিজিৎ সিং’। কিছুদিন আগেই শুভকে নিয়ে অনুরাধা পাড়োয়ালের মতো কিংবদন্তি শিল্পী বলেন, ‘প্রত্যেক জেনারেশনে একজন হিরোর ভয়েস থাকে। এই সময় সেটা অরিজিৎ সিং, আমার মনে হয় এরপর সেটা শুভর হবে’।
সুপার সিঙ্গারের ফাইনাল অডিশনে গিটার হাতে ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’র ‘ভে কমলেয়া’ গেয়ে নজর কেড়েছিলেন শুভ। সেই পারফরম্যান্স মন ছুঁয়ে যায় খোদ প্রীতম, করণ জোহরের। শুভর কন্ঠে ভে কমলেয়া শুনে এতটাই মুগ্ধ প্রীতম, যে অরিজিতের ‘কেশরিয়া’ শুভর গলায় শুনতে চেয়েছেন প্রীতম। এরপর সুপারস্টার সিঙ্গারের মঞ্চে অরিজিতের অজস্র গান গেয়েছেন শুভ, তবে কুমার শানু, অভিজিৎ ভট্টাচার্যদের গানও কম পারফেকশনের সঙ্গে গায় না এই খুদে তারকা।
সুপার সিঙ্গারের মঞ্চে চলতি সিজনে ক্যাপ্টেনের আসনে রয়েছেন অরুণিতা কাঞ্জিলাল, পবনদীপ রাজন, মহম্মদ দানিশ, সলমন আলি এবং সায়ালি কাম্বলে। শো সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন হর্ষ লিম্বোচিয়া। ইন্ডিয়ান আইডলের ট্রফি পরপর দু-বার হাতছাড়া হয়েছে বাংলার, তবে শুভকে ঘিরে নতুন স্বপ্ন দেখছে বাংলার সঙ্গীতপ্রেমীরা।