বাংলা নিউজ > বায়োস্কোপ > Superstar Singer 3 Winner: ফের বঞ্চিত বাংলা! যুগ্ম বিজয়ী, তবু জায়গা হল না শুভর, অরিজিতের সঙ্গে তুলনাই কাল হল?

Superstar Singer 3 Winner: ফের বঞ্চিত বাংলা! যুগ্ম বিজয়ী, তবু জায়গা হল না শুভর, অরিজিতের সঙ্গে তুলনাই কাল হল?

ফের বঞ্চিত বাংলা! যুগ্ম বিজয়ী, তবু জায়গা হল না শুভর, ‘খুদে অরিজিৎ’ তকমাই কাল হল?

Superstar Singer 3 Winner: যৌথভাবে সুপারস্টার সিঙ্গার সিজন ৩-র ট্রফি জিতলেন অর্থব এবং আর্বিভাব। খালি হাতেই ফিরছেন শুভ। 

দীর্ঘ পাঁচ মাসের সফর শেষ। ৪২তম পর্বে এসে ইতি পড়ল সুপারস্টার সিঙ্গারের সফরে। আবারও একবার জাতীয় স্তরের রিয়ালিটি শো-তে বঞ্চিত হল বাংলা। ইন্ডিয়ান আইডলে হারের মুখ দেখেছিল শুভদীপ, সেই ধাক্কা কাটিয়ে উঠবার ৫ মাস পরেই আবারও মন খারাপ বাংলার।

এই বছর সোনি টিভির সুপারস্টার সিঙ্গারের মঞ্চে নজর কেড়েছিলেন শিলিগুড়ির শুভ সূত্রধর। শুধু দর্শক নন, করণ জোহরের মতো এ-লিস্টার প্রযোজক-পরিচালকের নজর কেড়েছেন শুভ। তবুও শিকে ছিঁড়ল না। রবিবার গ্র্যান্ড ফিনালেতে হারের মুখ দেখলেন শিলিগুড়ির ১৫ বছরের কিশোর। এদিন এক নয়, দুজনের হাতে উঠল সুপারস্টার সিঙ্গার সিজন ৩-র ট্রফি। জনপ্রিয়তার বিচারে অর্থাৎ দর্শকদের ভোটে উইনার হলেন আর্বিভাব এস। একফোঁটাও হিন্দি জানে না সে, তা সত্ত্বেও এই খুদের গান মন ছুঁয়েছে সবার। পিহু-আবির্ভাবের বন্ধুত্ব ছিল এই শো-এর টিআরপির অন্যতম হাতিয়ার। অন্যদিকে বিচারকদের চুরচেরা বিশ্লেষণের পর সেরা নির্বাচিত হল অর্থব বক্সী।

২০২৪ সালের মার্চ মাসে ১৫ জন প্রতিযোগী নিয়ে শুরু হয়েছিল সুপারস্টার সিঙ্গারের মূল পর্ব। এরপর একাধিক এলিমিনেশনের পর অবশেষে সামনে আসে টপ ৯-এর নাম। অথর্ব, আর্বিভাব, শুভ ছাড়াও ফাইনালে জায়গা করে নিয়েছিলেন লাইসেল রাই, পিহু শর্মা, ক্ষিতিজ সাক্সেনা, মাস্টার আরিয়ান, দেবনশ্রীয়া এবং খুশি নগর।

ঝাড়খণ্ডের হাজারিবাগের ছেলে অর্থব। এর আগে সারেগামাপা লিটল চ্যাম্পসের মঞ্চও মাতিয়েছে সে। ১২ বছর বয়সী অর্থব যোগ্য হিসাবেই এই ট্রফি জিতেছে। ওদিকে জনপ্রিয়তার বিচারে আর্বিভাব ও শুভর মধ্যে ছিল কড়া টক্কর। এদিন চ্যানেলের তরফে ফার্স্ট কিংবা সেকেন্ড রানার-আপ নামও ঘোষণা করা হয়নি। দুই বিজয়ী ট্রফি ছাড়াও পেয়েছে ১০ লাখ টাকার নগদ পুরস্কার।

গ্র্যান্ড ফিনালে-তেও শুভ তাঁর গানের মূর্ছনায় মুগ্ধ করেছে সকলকে। এদিন সাগর ছবির ‘চেহরা হ্যায় ইয়া চান্দ খিলা হ্যায়’ এবং ‘পহলা নশা’ গাইলেন শুভ। শেষ পর্যন্ত ট্রফি না জিতলেও ফ্যানেদের চোখে সেরা শুভ।

শুরু থেকেই ‘ভে কমলেয়া’, ‘কেশরিয়া’, ‘চন্না মেরেয়া’, ‘হর কিসি কো নেহি মিলতা’, ‘ও মাহি’-র মতো অরিজিতের গান গাইতে শোনা গিয়েছে শুভকে। এর জেরেই নেটপাড়ায় খুদে অরিজিৎ নামে সে পেয়েছে জনপ্রিয়তা। তবে অরিজিৎ-এর সঙ্গে এই তুলনাই কি কাল হল শুভর? 

সুপার জাজ নেহা ৯জন ফাইনালিস্টের হাতেই নিজের তরফে তুলে দেন এক লক্ষ টাকার চেক। খুদেদের নিজের পছন্দমতো জিনিস কিনতেই এই টাকা দিয়েছেন নেহা দিদি। 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

ক্রিকেট সম্প্রচারের ডিল নিয়ে বিবাদের জের, জি-এর থেকে ৭৮৬৮ কোটি চাইল স্টার সিনেমার হিরো নয়, নতুন প্রজন্মের আইডল RG Kar আন্দোলনের কিঞ্জল-অনিকেতরা! এবার আরজি কর কাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করতে CBI অফিসে তলব মীনাক্ষী মুখোপাধ্যায়কে ৫ গুণ টাকা পেতে পারেন সাহারার আমানতকারীরা! ১০ দিনে কেন্দ্র ফেরাবে ১,০০০ কোটি প্রথম ধারাবাহিক হিট, তাও লুক টেস্টের পর রাঙামাটির তীরন্দাজ থেকে সরলেন অভিকা! কেন India B বনাম India D ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? India A বনাম India C ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? 'কেবল আপনার জন্যই…' কেবিসির মঞ্চে অমিতাভকে চমক দিয়ে যুগলবন্দি সোনু-শ্রেয়ার! JEE অ্যাডভান্সে প্রথম ১০০-তে থাকা কোনও পড়ুয়া ভরতি হলেন না IIT খড়গপুরে! টিম বাস থেকে আঙুল তুলে দেখালেন এক অনুরাগীকে, কোহলির আচরণ মন ছুঁল সমর্থকদের-Video

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.