হিন্দিতে এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো হল সুপারস্টার সিঙ্গার ৩। এই রিয়েলিটি শোতে নিজের প্রতিভার গুণে নজর কেড়েছে বাংলার ছেলে শুভ সূত্রধর। বিভিন্ন ধরনের গানে বারবার তিনি সকলকে মোহিত করেছেন। এবার তাঁকে কড়া টক্কর ছুঁড়ে দিল লায়সেল রাই। শেষ পর্যন্ত কার হবে মুগ্ধ হলেন বিচারকরা?
সুপারস্টার সিঙ্গার ৩ এর মঞ্চে মুখোমুখি শুভ-লায়সেল
এদিন সোনি চ্যানেলের তরফে সুপারস্টার সিঙ্গার ৩ এর একটি প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে প্রথমে লায়সেল গান গাইছে। সে দ্য গ্রেট গ্যাম্বলার ছবি থেকে দো লাফজো কী গানটি গেয়ে শোনায়। তার গান গাওয়ার ধরনে মুগ্ধ হয়ে চেঁচিয়ে ওঠেন এদিনের দুই বিশেষ অতিথি টেরেন্স লুইস এবং গীতা মা। বাদ যাননি বিচারক নেহা কক্কর।
আরও পড়ুন: হাসপাতাল থেকে বেরিয়েই সোনাক্ষীর বিয়ে নিয়ে লবকে 'জবাব' শত্রুঘ্নর! বললেন, 'কে মানল না তাতে...'
আরও পড়ুন: কালো গায়ের রং আর দাঁতের জন্য হীনমন্যতায় ভুগতেন মিঠুন! শাবানা বললেন, 'মা ওকে জড়িয়ে ধরে বলতো...'
এরপর লায়সেলকে উত্তর দিতে মঞ্চে ওঠে শুভ। সে জুলি ছবি থেকে দিল কেয়া করে জব কিসি সে গানটি গেয়ে শোনায়। শুভর গান শুনে মুগ্ধ চোখে তাকিয়ে থাকেন নেহা। অন্যদিকে গীতা এবং টেরেন্স দুজনেই উঠে দাঁড়ান। এবং ঘনঘন চিৎকার করতে থাকেন। যদিও শেষ পর্যন্ত বিচারকদের কার গান ভালো লেগেছে সেটা এই ভিডিয়ো থেকে জানা যায়নি। তবে এই প্রোমো প্রকাশ্যে আসার পর দর্শকরা তাঁদের মতামত জানিয়েছেন। অধিকাংশ ব্যক্তির মতেই শুভ সেরা। তারই বিজয়ী হওয়া উচিত।
আরও পড়ুন: '...ভয় তোমায় থামাতে পারবে না', অর্জুনের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝে ফের ইঙ্গিতবহ পোস্ট মালাইকার
সুপারস্টার সিঙ্গার ৩ প্রসঙ্গে
সুপারস্টার সিঙ্গার ৩ শোটি সোনি চ্যানেলে সম্প্রচারিত হয়। এটি প্রতি শনি এবং রবিবার রাত ৮টা নাগাদ সম্প্রচারিত হয়। এখানে বিচারকের আসনে আছেন নেহা কক্কর। অন্যতম মেন্টরের ভূমিকায় দেখা যাচ্ছে অরুণিতাকে ইন্ডিয়ান আইডল শেষ হওয়ার পর এই রিয়েলিটি শোটি শুরু হয়েছে।