অবশেষে হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার অবসান। সুপারস্টার সিঙ্গারের তৃতীয় সিজনের গ্র্যান্ড ফিনালে আজ। প্রথম থেকেই এই মিউজিক রিয়েলিটি শো ছিল চর্চায়। নিজেদের অসাধারণ গায়িকি দিয়ে বাড়িয়েছিল টিআরপি।
সুপারস্টার সিঙ্গারের টপ ৯ প্রতিযোগীর তালিকা
২০২৪ সালের মার্চ মাসে ১৫ জন প্রতিযোগী নিয়ে শুরু হয়েছিল সুপারস্টার সিঙ্গার। এরপর একাধিক এলিমিনেশনের পর অবশেষে সামনে আসে টপ ৯-এর নাম। এই প্রথম কোনও রিয়েলিটি শো-তে এত সংখ্যক প্রতিযোগী মুখোমুখি হবেন ফাইনালে।
অথর্ব বক্সী, লাইসেল রাই, শুভ সূত্রধর, আবীর্ভব এস, পিহু শর্মা, ক্ষিতিজ সাক্সেনা, মাস্টার আরিয়ান, দেবনশ্রীয়া কে এবং খুশি নগর শো-এর ট্রফির জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন দেখার তাদের মধ্যে কে ট্রফিটি তুলে নেয় এবং ১৫ লাখ টাকার নগদ পুরস্কার ঘরে তোলে। রবিবার ৪ অগস্ট আসবে বিজেতার নাম।
চ্যানেলের তরফ থেকে শেয়ার করা প্রোমো-তে দেখা যাচ্ছে গ্র্যান্ড ওয়েলকামের মাধ্যমে ৯ প্রতিযোগীকে স্বাগত জানানো হচ্ছে। সকলেই এই বিশেষ দিনের জন্য বিশেষ সাজে একেবারে ঝাঁ চকচক করছেন। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ গাইলেন বাংলার শুভ সূত্রধর। বিশেষ অতিথি হিসেবে আসা কৈলাশ খের শুভ-র প্রশংসায় বললেন, ‘কেয়া বাত হ্যায়’। এছাড়াও দেখা গেল উপস্থিত থাকবেন মিত ব্রাদারস ও সাধনা সরগম।
আরও পড়ুন: সবচেয়ে মজা মামুর সঙ্গে! অর্পিতার মেয়ের মন পেতে মুখের যা হাল করলেন সলমন
এবারে বাংলার চোখ তাঁদের দুই সন্তান অথর্ব বক্সী ও শুভ সূত্রধরের দিকেই। সকলেই চাইছেন, ফের একবার ঘরে আসুক ট্রফি। শেষ হাসি হাসুক বাংলারই দুই সন্তান। বারংবার অরিজিৎ সিংয়ের গান গেয়ে তাক লাগিয়েছেন শুভ। ‘ভে কমলেয়া’, ‘কেশরিয়া’, ‘চন্না মেরেয়া’, ‘হর কিসি কো নেহি মিলতা’, ‘ও মাহি’ গাইতে শোনা গিয়েছে তাঁকে। সে শিলিগুরির বাসিন্দা। ইতিমধ্যেই নেটপাড়ায় খুদে অরিজিৎ নামে সে পেয়েছে জনপ্রিয়তা।
আরও পড়ুন: আবির-শুভশ্রীর সম্পর্কে তৃতীয় ব্যক্তি সৌরসেনী! বাবলি-কে বড়পর্দায় নিয়ে আসছেন রাজ
সুপার সিঙ্গারের মঞ্চে চলতি সিজনে ক্যাপ্টেনের আসনে রয়েছেন অরুণিতা কাঞ্জিলাল, পবনদীপ রাজন, মহম্মদ দানিশ, সলমন আলি এবং সায়ালি কাম্বলে। শো সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন হর্ষ লিম্বোচিয়া। বিচারকের আসনে নেহা কক্কর। ফাইনালের দিন নিজের হাতে তিলে তিলে গড়ে তোলা এই প্রতিভাদের দেখে বারবার চোখ মুছতেও দেখা গেল তাঁকে প্রোমোতে।