আজকাল যেখানে বাংলা গানের রিয়ালিটি শো-তে হিন্দি গানের রমরমা, সেখানে জাতীয় মঞ্চে বারংবার নিজের ভাষা তথা সংস্কৃতির ঐতিহ্যকে তুলে ধরে প্রশংসা কুড়োচ্ছেন শিলিগুড়ির শুভ সূত্রধর। এই কিশোরের কন্ঠে মুগ্ধ আট থেকে আশি সকলেই। বর্তমানে সোনি টিভির সুপারস্টার সিঙ্গারের মঞ্চে দেখা যাচ্ছে শুভকে।আরও পড়ুন-জাতীয় মঞ্চে ‘খুদে অরিজিৎ’ শুভ ও অরুণিতা গাইলেন বাউল গান,মুগ্ধ হয়ে শুনল নেটপাড়া
রিয়ালিটি শো-এর মঞ্চে গান গেয়ে শুরুতেই ‘খুদে অরিজিৎ সিং’ শিরোপা পেয়েছেন শুভ। অডিশন পর্বেই অরিজিতের গান গেয়ে করণ জোহরের মন জিতে নিয়েছিল শুভ, সময় যত গড়িয়েছে শুভর প্রতি গোটা দেশের ভালোবাসা তত গাঢ় হয়েছে। ক্যাপ্টেন অরুণিতা কাঞ্জিলালের টিমে রয়েছে শুভ। অর্থাৎ বাংলার ছেলে পেয়েছে বাঙালি মেন্টর।
সপ্তাহখানেক আগেই সুপারস্টার সিঙ্গারের মঞ্চে ‘মনটা রে’ গাইতে শোনা গিয়েছিল অরুণিতা-শুভকে। চলতি সপ্তাহান্তে সুপারস্টার সিঙ্গারের মঞ্চে সেলিব্রেট করা হবে লতা মঙ্গেশকর, কিশোর কুমারের এভারগ্রিন গান। বিশেষ অতিথি হিসাবে হাজির থাকবেন ‘এক প্যায়ার কা নগমা হ্যায়' খ্যাত গীতিকার সন্তোষ আনন্দ।
আসন্ন এপিসোডে শুভ-অরুণিতার পারফরম্যান্সের ঝলক সামনে এনেছে চ্যানেল কর্তৃপক্ষ। সঞ্জয় দত্তের ডেবিউ ছবি ‘রকি’র ‘ক্যায়া এহি প্যায়ার হ্যায়’ গানে অরুণিতা-শুভর যুগলবন্দিতে বুঁদ নেহা কক্কর। লতা-কিশোরের এই সুপারহিট গান এদিন শোনা গেল বাংলার এই প্রজন্মের দুই পছন্দের সঙ্গীতশিল্পীর গলায়।
আরডি বর্মণের এই গান বাংলাতেও রেকর্ড করেছিলেন আশা ভোঁসলে। গানের নাম ‘এ কি ভালোবাসা’। হিন্দি-বাংলা, দুটো ভার্সন মিলিয়েই গানটি গাইল অরুণিতা-শুভ। সবচেয়ে উল্লেখ্য হল, গানে গানে এদিন অরুণিতার উদ্দেশে পবনদীপ বলেই দিলেন, ‘হ্যাঁ, এটাই ভালোবাসা’।
অরুণিতা-পবনদীপের সম্পর্ক নিয়ে চর্চা আজকের নয়। ইন্ডিয়ান আইডলের পরেও তাঁদর প্রেমচর্চা জারি রয়েছে। সেই নিয়ে দুই পক্ষেরই লেগ পুলিং চলে পুরোদমে। এদিন ক্যাপ্টেন সলমনকে মজা করতে বলতে শোনা গেল, ‘আবেগে ভেসে আজ পবনদীপ মনের কথা বলেই ফেলল… হ্যাঁ এটাই ভালোবাসা’। সলমনের সুরে সুর মেলান সুপার জাজ নেহা কক্করও। তিনিও বলেন, ‘ঠিক, একদম ঠিক। এটাই হল ভালোবাসা’।
সুপার সিঙ্গার সিজন ৩-র অডিশন পর্বে শুভর গান শুনে কয়েক মিনিটের জন্য় থমকে গিয়েছিল সকলে। গিটার হাতে ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’র ‘ভে কমলেয়া’ গেয়ে চমকে দিয়েছিলেন তিনি। এরপর প্রীতমের অনুরোধে অরিজিৎ সিং-এর ‘কেশরিয়া’ গানটি পারফর্ম করেন শুভ। সময় যতই এগিয়েছে শুভকে নিয়ে দেশজুড়ে উন্মাদনা ততই বেড়েছে। চলতি সিজনে খুব বড় অঘটন না ঘটলে ফাইনালিস্টের দৌড়ে একদম প্রথমেই থাকবে শিলিগুড়ির এই ভূমিপুত্রের নাম।