'মা-বাবার যৌনতা দেখবে সন্তান'! সম্প্রতি ইউটিউব শোয়ে এমন মন্তব্য করে ঘোর বিপাকে ইউটিউবার, কমেডিয়ান রণবীর আহালাবাদিয়া। দেশজুড়ে রণবীরের বিরুদ্ধে জারি হয়েছে একাধিক FIR। চারিদিকে বইছে সমালোচনার ঝড়। এবার সুপ্রিম কোর্টে গিয়েও চরম তিরস্কারের মুখে পড়লেন রণবীর। এবার ইউটিউবারকে অত্যন্ত নোংরা ও বিকৃত মনস্ক বলে তুলোধনা করল শীর্ষ আদালত। আদালত জানায়, বাক্ স্বাধীনতা থাকলেই এধরনের মন্তব্য করা যায় না। এধরনের মন্তব্য ভারতীয় সংস্কৃতিতে গ্রহণযোগ্য নয়।
তবে এদিন বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের বেঞ্চ রণবীরের মন্তব্যের তীব্র নিন্দা করলেও গ্রেফতারি নিয়ে তাঁকে রক্ষাকবজ দেয়। প্রসঙ্গত, এদিন ইউটিউবারের প্রতিনিধিত্ব করার জন্য শীর্ষ আদালতে হাজির ছিলেন আইনজীবী অবনব চন্দ্রচূড়।
তবে আদালত রণবীরকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিলেও আলাহাবাদিয়াকে (আবেদনকারী) সকল মামলার তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে তাঁকে আপাতত অন্য কোনও অনুষ্ঠানে যোগ না দেওয়ার কথা বলেছে।
সংক্ষেপে সুপ্রিম কোর্টের নির্দেশ
রণবীর আলাহাবাদিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআরে তাঁর গ্রেফতার স্থগিত
ইন্ডিয়া গট ট্যালেন্ট-এর অনুষ্ঠান ঘিরে রণবীরের বিরুদ্ধে আর কোনও FIR দায়ের করা হবে না।
তদন্তে যোগদানে বাধাগ্রস্ত হওয়া বা কোনও হুমকির মুখোমুখি হলে জীবন ও স্বাধীনতার সুরক্ষার জন্য আলাহাবাদিয়া মহারাষ্ট্র ও অসমের স্থানীয় পুলিশের দ্বারস্থ হতে পারবেন।
-যদি জয়পুর বা অন্য কোনও জায়গায় এফআইআর নথিভুক্ত হয়, তাহলে সেই এফআইআরেও গ্রেফতার স্থগিত থাকবে।
রণবীর আলাহাবাদিয়া তাঁর পাসপোর্ট থানে পুলিশের কাছে জমা রাখতে হবে।
-সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়া দেশ ছাড়তে তিনি পারবেন না।
রণবীর এবং তাঁর সহযোগীরা আপাতত অন্য কোনও অনুষ্ঠান করবেন না।
রণবীরকে তিরস্কার
এদিন রণবীর আলাহাবাদিয়ার মন্তব্য ও আচরণেরও সমালোচনা করে বেঞ্চ। রণবীরকে শীর্ষ আদালত বলে, ‘আপনি যে শব্দগুলি ব্যবহার করেছেন, তাতে বাবা-মায়েরা লজ্জা পাবেন। মেয়ে ও বোনেরা লজ্জিত হবেন এমনকি পুরো সমাজ লজ্জিত হবে। আপনি এবং আপনার অনুসারীরা বর্তমান সময়ে সমাজের অবক্ষয়ের শিকার। আইনের শাসন-ব্যবস্থা অনুসরণ করতে হবে। তিনি তাঁর বাবা-মায়ের সঙ্গে কী করছেন, সেবিষয়ে তাঁর লজ্জিত হওয়া উচিত। আমরা আইভরি টাওয়ারS (আইভরি টাওয়ার হল বাস্তব জীবনের ব্যবহারিকতা থেকে বিশেষ সুবিধাপ্রাপ্ত নির্জনতার একটি রাষ্ট্র) নেই এবং আমরা জানি যে উনি কীভাবে অস্ট্রেলিয়ান শোয়ের বিষয়বস্তু অনুকরণ করেন। এই ধরনের শোতে সতর্কতা অবলম্বন করতে হবে।’
রণবীরের কোন মন্তব্যে বিতর্ক
'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট'-এ রণবীর মন্তব্য করেছিলেন, ‘আপনি কি সারা জীবন বাবা-মাকে যৌনতায় সামিল হতে দেখতে চান? নাকি তাতে যোগ দিয়ে চিরতরে তা বন্ধ করতে চান?’ সেদিন রণবীরের এমন প্রশ্ন অপ্রস্তুত হয়েছিলেন শোয়ের প্রতিযোগীও। আর তাঁর সেই মন্তব্যের ভিডিয়ো ক্লিপ প্রকাশ্যে আসতেই দেশজুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়।