‘জলসা’য় বিদ্যা বালানের ছেলের চরিত্রে অভিনয় করেছেন সূর্য কাশিভাতলা। সেরিব্রাল পালসিতে আক্রান্ত সূর্য। সম্প্রতি অ্যামাজন প্রাইম ভিডিয়োতে মুক্তিপ্রাপ্ত সুরেশ ত্রিবেণীর ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে অভিনয়ের সময় বিদ্যা তাঁকে যে যে টিপস দিয়েছিলেন সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি।
বিদ্যা বালানের সঙ্গে কাজ করা তাঁর কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। হিন্দুস্তান টাইমসকে একটি ইমেল সাক্ষাত্কারে সূর্য জানিয়েছেন, 'আমার বরাবরই বিদ্যা ম্যামের অভিনয় বেশ পছন্দ। বিদ্যা ম্যামের সঙ্গে কাজ করা অনেকটা স্বপ্নের মতো ছিল। সত্যিই দারুণ আনন্দের। তিনি খুব স্নেহশীল এবং যত্নশীল। তাঁর সঙ্গে কাজ করে অসাধারণ সময় কাটিয়েছি। একজন আত্মপ্রকাশকারী হিসাবে, আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি- বিশেষ করে কীভাবে দৃশ্য অনুসারে সবচেয়ে ভালো ভাবে নিজেকে মেলে ধরা যায়। তিনি সবসময় বলেন অভিনয় মানেই প্রতিক্রিয়া দেখানো। আমি যথাসাধ্য বাস্তবের মতো অভিনয়ের চেষ্টা করেছি। আমার সবথেকে প্রিয় অভিনেত্রী বিদ্য়া ম্যাম। আমি তাকে অনেক ভালোবাসি।'

খুব অল্প বয়স থেকেই অভিনয় করতে চান সূর্য। জানিয়েছেন তাঁর প্রিয় অভিনেতা অক্ষয় কুমার। বলিউডে বিরল আত্মপ্রকাশের মধ্যে অন্যতম সূর্য। সেরিব্রাল পালসিতে আক্রান্ত সে। ছবিতেও সেরিব্রাল পালসিতে আক্রান্তের চরিত্রে অভিনয় করেছেন।
নিজের বলিউডে আত্মপ্রকাশ সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, ‘এটি মূলত একজন অভিনেতা, প্রতিবন্ধী...বরং বিশেষভাবে-অক্ষম... একজনকে ন্যায্য এবং সমান সুযোগ দেওয়ার বিষয়। সামগ্রিকভাবে অন্তর্ভুক্তির দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। বিশেষভাবে-অক্ষম অনেক ব্যক্তিদের তাদের আবেগ অনুসরণ করার জন্য, আত্মবিশ্বাস তৈরিতে সাহায্য করতে পারে। অনুপ্রেরণামূলক পদক্ষেপ যা সুরেশ স্যার এবং অ্যাবন্ড্যান্টিয়া এন্টারটেইনমেন্ট এই ধরনের সুযোগ তৈরি করে দিয়েছে। অ্যামাজন প্রাইম ভিডিয়ো বিশ্বব্যাপী মঞ্চে এটিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও অনুপ্রেরণামূলক পদক্ষেপ।’