বাংলা নিউজ > বায়োস্কোপ > খতিয়ে দেখা হবে সুশান্তের কল রেকর্ড, একটি সিম নথিভুক্ত সিদ্ধার্থ পিঠানির নামে : বিহার পুলিশ

খতিয়ে দেখা হবে সুশান্তের কল রেকর্ড, একটি সিম নথিভুক্ত সিদ্ধার্থ পিঠানির নামে : বিহার পুলিশ

সুশান্ত সিং রাজপুত (ফাইল ছবি, সৌজন্য ইনস্টাগ্রাম sushantsinghrajput)

সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের পরিবারকেও জিজ্ঞাসাবাদ করা হবে।

সুশান্ত সিং রাজপুতের ফোনের কল রেকর্ডস খতিয়ে দেখা হবে। একইসঙ্গে তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের পরিবারকেও জিজ্ঞাসাবাদ করা হবে। এমনটাই জানিয়েছে বিহার পুলিশের একটি দল।

‘দিল বেচারা’-র অভিনেতার মৃত্যু তদন্তে মুম্বইয়ে আসা চার সদস্যের বিহার পুলিশের দলকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, প্রয়াত অভিনেতার কোনও সিম কার্ডই তাঁর নামে নথিভুক্ত ছিল না। পুলিশের দলের এক সদস্য বলেন, ‘একটি সিমকার্ড ওঁনার (সুশান্ত) বন্ধু সিদ্ধার্থ পিঠানির নামে নথিভুক্ত ছিল। আমরা এখন কল রেকর্ড ডিটেলস (সিডিআর) খতিয়ে দেখব।’ একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, সুশান্ত কমপক্ষে ৫০ টি সিম কার্ড ব্যবহার করতেন। যদিও পুলিশের তরফে সে বিষয়ে কিছু জানানো হয়নি। 

এদিকে, সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশার পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে বিহার পুলিশ। গত ১৪ জুন বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে সুশান্তের মৃতদেহ উদ্ধারের দিনকয়েক আগেই মৃত্যু হয়েছিল দিশার। বিহার পুলিশের এক আধিকারিক বলেন, ‘ওঁদের (দিশার পরিজনরা) সঙ্গে ক্রমাগত ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও আমরা ওঁদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি।’

উল্লেখ্য, তদন্তে নেমে ইতিমধ্যে মুম্বইয়ের একাধিক ব্যাঙ্কে গিয়েছে বিহার পুলিশের দলটি। সুশান্তের অ্যাকাউন্ট থেকে কত টাকা লেনদেন হয়েছে, সেই সংক্রান্ত তথ্য জোগাড় করা হচ্ছে। পাশাপাশি সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডে, বন্ধু মহেশ শেট্টি, দিদি মিতু সিং এবং কেশরী চাওড়া, সুশান্তের রাঁধুনি এবং সাফাইকর্মীর বয়ান রেকর্ড করেছে বিহার পুলিশ। মৃত্যুর ঘটনায় আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর।

বায়োস্কোপ খবর

Latest News

শিক্ষকদের ছুটি নিয়ে কড়া অবস্থান নিল স্কুলশিক্ষা দফতর, নির্দেশিকা পৌঁছল সর্বত্র ১৫ BHK বাড়ি, ১ কোটির গাড়ি, সাপের বিষ-কাণ্ডে জড়িত এলভিশ যাদবের সম্পত্তি কত AFG vs IRE T20I: আয়ারল্যান্ডকে ৫৭ রানে হারিয়ে ২-১ সিরিজ জিতল আফগানিস্তান লোকসভার পরই বাড়তে পারে এই রাজ্যের সরকারি কর্মীদের বেতন, অঙ্কে ঘুরবে মাথা! বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলায় অবমাননার দায়ে ‘সুপ্রিম’ নোটিস রামদেব, বালাকৃষ্ণকে আর কত দিন লাগবে? সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের রিপোর্ট চেয়ে CFSLকে ফের চিঠি দিল ED ‘মেসবাড়ি’র গল্প বলবেন খেয়ালী, বিশ্বনাথ, দেবদূতরা! দেখুন শর্ট ফিল্মের ট্রেলার একবার বা দুবার নয়, এমনটা করলেন ৩বার! PSL-এ ব্যাট হাতে ইতিহাস গড়লেন বাবর আজম ধার করে বাসন্তী চট্টোপাধ্যায়ের চিকিৎসা করাচ্ছেন চালক! বিপদে বেপাত্তা ২ সন্তান ভোটের মুখে বড়সড় হামলার ছক, দীর্ঘ লড়াইয়ে ৪ মাওবাদীকে খতম করল পুলিশ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.