অভিনেত্রী-মডেল রিয়া চক্রবর্তী, যিনি উদ্যোক্তা ও ইউটিউবার নিখিল কামাথের সঙ্গে ডেটিং করছেন বলে গুজব রয়েছে, সম্প্রতি কথা বললেন বিয়ে নিয়ে নিজের চিন্তাভাবনা নিয়ে। তিনি গাঁটছড়া বাঁধতে প্রস্তুত কিনা, তা নিয়ে মুখ খুলেছেন। তাঁর বরং উলটো প্রশ্ন, লোক কেন বিয়ে করতে চায়? সঙ্গে ভাগ করে নেন যে, তাঁর বেশিরভাগ বান্ধবীই বিবাহিত। ৪০-এ এসে সন্তান মানুষ করতে ব্যস্ত।
আরও পড়ুন: মমতার প্রসঙ্গ উঠতেই এ কী বলে ফেললেন কঙ্গনা! মায়াবতীর কিন্তু প্রশংসাই করলেন
বিয়ে নিয়ে রিয়ার জবাব
বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে, রিয়ার থেকে জবাব আসে, ‘প্রথমত, বিয়ের কোনও সঠিক বয়স নেই। দ্বিতীয়ত মানসিকভাবে আমি এমন জায়গায় এসে পৌঁছেছি, যেখানে আমার মনে প্রশ্ন ওঠে, বিয়েটা করতেই কেন হবে। কেন এই চাপ শুধু মহিলাদের উপরেই থাকবে? পুরুষদের উপরে নয়? অনেকেই বলবে, এর কারম বায়োলজিক্যাল ক্লক। দুর্দান্ত, আপনি আপনার এগ ফ্রোজেন করতে পারেন। এটি একটু যন্ত্রণাদায়ক। তবে দয়া করে এটি সকলেই করুন। আমার বেশিরভাগ বান্ধবী ৪০ বছর বয়সে এসে বিয়ে করেছে, বা বাচ্চা নিয়েছে।’
আরও পড়ুন: 'চটিচাটা বুদ্ধিজীবী' বলে কটাক্ষ! নাগরিক মিছিলে অপর্ণা বললেন, ‘আঁতাত ভাঙতেই তো সিবিআই…’
‘আমার অনেক বন্ধুই আছে যারা ২০ বা ৩০-এর কোঠায় বিয়ে করেছে। আমি যখন দুই পক্ষের মধ্যে তুলনা করি, তখন দেখি ২০ এবং ৩০-এ এসে যারা বিয়ে করেছে, তারা অনেক বেশি সফল। এক্সেল শিটে হিসেব করলে, ৪০-এর দলটি জিতছে। আমার বয়স ৩২ এবং আমি মনে করি না যে আমার এখন বিয়ে করার দরকার আছে। আমি আমার পেশাদার জীবনে অনেক কিছু করতে চাই। আমি আর কোনও কিছু নিয়ে আালতে যেতে চাই না। নাকি ওখান থেকেই অনুমতি নিতে হবে, কাকে বিয়ে করব? আপনি যখন জীবনের সেই পর্যায়ে পৌঁছে যান, যখন আপনি সমৃদ্ধ হচ্ছেন, তখন মনে হয় না কোনও স্ত্রী বা পুরুষ আপনার জীবনে কোনও খালি জায়গা পূরণ করতে পারে।’, আরও বলেন রিয়া।
আরও পড়ুন: মমতা নিয়ে ‘চুপ’! আরজি কর নিয়ে সোজা মোদীর কাছে শুভশ্রী, ‘স্বচ্ছ ভারতের চেয়ে…’!
সম্প্রতি মুম্বইয়ে নিখিল কামাথের বাইকে দেখা যায় রিয়াকে। ২০২০ সালের ১৪ জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। অভিনেতার মৃত্যুর পর মিডিয়ার জোর নজরদারি শুরু হয় রিয়ার উপরে। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে সুশান্তের মৃত্যুর ঘটনার কয়েক মাস পর মাদক সংক্রান্ত একটি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল। ২০২০ সালের অক্টোবরে তিনি জামিন পান।