বাংলা নিউজ > বায়োস্কোপ > Sushant Singh Rajput: সুশান্ত-কাণ্ডে নয়া তথ্য, মুম্বই পুলিশকে নিয়ে বিস্ফোরক অভিযোগ বিহারের প্রাক্তন ডিজিপির

Sushant Singh Rajput: সুশান্ত-কাণ্ডে নয়া তথ্য, মুম্বই পুলিশকে নিয়ে বিস্ফোরক অভিযোগ বিহারের প্রাক্তন ডিজিপির

মুম্বই পুলিশকে নিয়ে বড়সড় মন্তব্য করলেন বিহার পুলিশের তৎকালীন ডিজি গুপ্তেশ্বর পাণ্ডে।

Sushant Singh Rajput: সুশান্ত সিং রাজপুত মামলার তৎকালীন দায়িত্বপ্রাপ্ত পুলিশকর্তা ছিলেন গুপ্তেশ্বর পাণ্ডে। মামলায় সম্প্রতি মুম্বই পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন বিহার পুলিশের প্রাক্তন ডিজি।

আত্মহত্যা করেছেন নাকি খুন হয়েছেন সুশান্ত সিং রাজপুত? অভিনেতার মৃত্যুর আড়াই বছর পর ফের পুরনো বিতর্ক জেগে উঠেছে। সম্প্রতি এই প্রসঙ্গে মুম্বই পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন বিহার পুলিশের প্রাক্তন ডিজি গুপ্তেশ্বর পাণ্ডে।

সুশান্ত সিং রাজপুত মামলার তৎকালীন দায়িত্বপ্রাপ্ত পুলিশকর্তা ছিলেন গুপ্তেশ্বর পাণ্ডে। তাঁর অভিযোগ, ‘সেই সময় বিহার থেকে যে সব পুলিশ গিয়েছিলেন এই মামলার তদন্ত করতে, তাঁদের প্রতি মুম্বই পুলিশের ব্যবহার খুব একটা ভালো ছিল না। মনে হচ্ছিল, যেন নিয়মের বাইরে গিয়ে কোনও কাজ করছে বিহার পুলিশ। এমনকি, এক আইপিএসকে গৃহবন্দিও করে রাখা হয়েছিল। যদি বিহার পুলিশ ঠিক করে ১৫ দিন সময় পেত, এত দিনে এই মামলার মীমাংসা হয়ে যেত।’

আরও পড়ুন: সুশান্ত-কাণ্ডে চাঞ্চল্যকর মন্তব্য মর্গকর্মীর, ইনস্টায় হেঁয়ালিভরা পোস্ট রিয়ার

গুপ্তেশ্বর পাণ্ডের অভিযোগ, সুশান্তের মৃত্যুর তদন্ত করতে সেই সময় বিহার থেকে যে পুলিশ আধিকারিকের দল পাঠানো হয়েছিল, মুম্বই পুলিশ তাদের কোনও প্রকার সহযোগিতা করেনি। প্রাক্তন এই পুলিশকর্তার দাবি, তিনি চান সত্যিটা সামনে আসুক। মহারাষ্ট্রে সরকার পাল্টেছে। তাই সত্যিটা সামনে আসা নিয়ে আশাবাদী তিনি। বিহার পুলিশের কাছে থেকে কিছু একটা আড়াল করেছে মুম্বই পুলিশ, সেই কথাও সাফ জানান এই প্রাক্তন পুলিশ কর্তা।

২০২০ সালের জুন মাসে মৃত্যু হয়েছে সুশান্ত সিং রাজপুতের। কিন্তু তাঁর মৃত্যুর ঘটনা এখনও দগদগে ঘায়ের মতোই রয়ে গিয়েছে বিনোদন জগতের গায়ে এবং অনুরাগীদের মনে। ময়নাতদন্তের সময়ে উপস্থিত থাকা এক ব্যক্তি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সুশান্ত আত্মহত্যা করেননি। তাঁকে হত্যা করা হয়েছিল। মৃতদেহ দেখেই নাকি তিনি টের পেয়েছিলেন।

মহারাষ্ট্রে সরকার বদল আসায় ভরসা পেয়েছেন মর্গকর্মী রূপকুমার শাহ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর চাঞ্চল্যকর মন্তব্য সাড়া ফেলেছে। ওই মর্গকর্মী জানিয়েছেন, ‘আমি যখন প্রথম সুশান্তের মৃতদেহ দেখি, আমার মনে হয়, এটি মোটেই আত্মহত্যা নয়, ওঁকে খুন করা হয়েছে। আমি সে কথা, আমার উচ্চপদস্থকে জানাইও। তার পরে আর ঊর্ধ্বতন আমায় বলেন, দ্রুত ছবি তুলে কাজ সেরে মৃতদেহ পুলিশকে দিয়ে দিতে। আর তাই শুধুমাত্র রাতেই আমরা ময়নাতদন্ত করতে পেরেছিলাম।’ 

২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়। এর পর থেকেই তাঁর মৃত্যু নিয়ে নানা ধরনের ধোঁয়াশা রয়েছে। যদিও রিপোর্টে এটিকে আত্মহত্যা বলা হলেও সুশান্ত সিং রাজপুতের পরিবারের তরফে সে কথা মেনে নেওয়া হয়নি। বরং তাঁদের তরফে বার বার আঙুল তোলা হয়েছে মহারাষ্ট্রের রাজনীতির সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষের দিকে। বলা হয়েছে, রাজনৈতিক ভাবে সুশান্তের মৃত্যুর তদন্তকে প্রভাবিত করার চেষ্টা হয়েছে। এবং ক্ষমতাশালী লোকেরাই তাঁর মৃত্যুকে আত্মহত্যা বলে ঢাকার চেষ্টা করেছেন।

 

বন্ধ করুন