বাংলা নিউজ > বায়োস্কোপ > Sushant-Rhea: সুশান্তের জন্মবার্ষিকী, প্রয়াত প্রাক্তন প্রেমিককে স্মরণ করে স্মৃতিমেদুর রিয়া

Sushant-Rhea: সুশান্তের জন্মবার্ষিকী, প্রয়াত প্রাক্তন প্রেমিককে স্মরণ করে স্মৃতিমেদুর রিয়া

স্মৃতির পাতা থেকে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ছবি শেয়ার করেছেন রিয়া চক্রবর্তী

Sushant Singh Rajput birth anniversary: প্রয়াত প্রাক্তন প্রেমিক সুশান্ত সিং রাজপুতের জন্মবার্ষিকীতে নেটমাধ্যমের পাতায় দুটি ছবি পোস্ট করেছেন রিয়া চক্রবর্তী। সুশান্ত কাণ্ডের জেরে এখনও আইনি জটিলতায় জর্জরিত ৩০ বছর বয়সী অভিনেত্রী।

আজ প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের জন্মবার্ষিকী। বেঁচে থাকলে ৩৭ বছরে পা দিতেন অভিনেতা। সকাল থেকে নেটমাধ্যমের পাতায় সুশান্তকে নিয়ে স্মৃতিমেদুর পোস্ট করছেন তাঁর ঘনিষ্ঠরা। মৃত্যুর আগে পর্যন্ত সুশান্তের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী।

প্রয়াত প্রাক্তন প্রেমিকের জন্মবার্ষিকীতে নেটমাধ্যমের পাতায় দুটি ছবি পোস্ট করেছেন রিয়া। প্রথম ছবিতে দেখা গিয়েছে, দুটি কাপের পিছনে মুখ লুকিয়ে রয়েছেন সুশান্ত-রিয়া। শুধুমাত্র তাঁদের চোখের অংশটুকু দেখা যাচ্ছে। পরবর্তী ছবিতে দুজনে পাশাপাশি বসে সেলফি তুলেছেন। ক্যাপশনে একটি ইমোজি দিয়ে সঙ্গে ১ যোগ লিখেছেন রিয়া।

রিয়া এবং সুশান্তের ছবিতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। রিয়ার ঘনিষ্ঠ বান্ধবী শিবানী দান্ডেকর ভালোবাসার ইমোজি দিয়েছেন। ইন্টেরিয়র ডিজাইনার সুজান খান লেখেন, ‘লাভ ইউ রে.. মহাবিশ্বের শক্তি তোমার সঙ্গে রয়েছে।’ কৃষ্ণা শ্রফ, সমীক্ষা শেট্টি সহ বলিউডের আরও অনেকে রিয়ার পোস্টে ভালোবাসা উজাড় করেছেন। আরও পড়ুন: ‘ত্রিশূলটা ভেঙে গিয়েছে’, ভাই সুশান্তকে স্মরণ করে আবেগঘন পোস্ট দিদি প্রিয়াঙ্কার

আড়াই বছর আগে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা দেশ। ২০২০ সালের ১৪ জুন দুপুরে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সুশান্তের মৃত্যুর মাত্র ৬ দিন আগে ওই ফ্ল্যাট ছেড়ে নিজের বাড়ি ফিরে গিয়েছিলেন রিয়া। সুশান্তের মৃত্যুর পর তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীকে মাদক যোগে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ২৮ দিন মুম্বইয়ের বাইকুল্লা জেলে ছিলেন বলিউডের উঠতি অভিনেত্রী।

রাতারাতি পাল্টে যায় জীবন। বিতর্ক হয় সঙ্গী। সুশান্তের মৃত্যুর জন্য দায়ী করা হয় রিয়াকে। 'খুনী' তকমা দিয়ে কাঠগড়ায় তুলে দেওয়া হয় তাঁকে। জামিন পাওয়ার পরেও দীর্ঘ দিন নিজেকে চার দেওয়ালের ঘেরাটোপে রেখেছিলেন রিয়া। সময়ের সঙ্গে একটু একটু করে নিজেকে সামলেছেন তিনি। ফিরেছেন কাজে। আপাতত শরীরচর্চা, পরিবার এবং কাছের মানুষদের নিয়ে সময় কাটছে রিয়ার। সুশান্ত সিং রাজপুতের ঘটনার জেরে এখনও আইনি জটিলতায় জর্জরিত ৩০ বছর বয়সী অভিনেত্রী।

শুরু থেকেই সুশান্তের পরিবার ও অনুরাগীরা দাবি করে আসছেন, সুশান্ত আত্মহত্যা করেননি। এই মৃত্যু মামালকে শুরুতে আত্মহত্যা বলেই দাবি করেছিল মুম্বই পুলিশ। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। যদিও আড়াই বছর পরেও এই মৃত্যু মামলার তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

অন্যদিকে, বলিউডে কান পাতলে জোর গুঞ্জন, নতুন করে প্রেমে পড়েছেন বলিউড অভিনেত্রী রিয়া। সীমা সাজদহের ভাই তথা প্রযোজক বান্টি সাজদেহর সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন তিনি। বান্টি পেশায় কেবল প্রযোজক নন, তিনি করনেরস্টোন স্পোর্টস নামক একটি ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সিইও বটে। এই কোম্পানি রিয়া সহ একাধিক বলিউড স্টারের প্রোফাইল সামলায়। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

'ব্রহ্মাস্ত্র ওর ভাবনা, আমি…', জাতীয় পুরস্কারের অনুষ্ঠানে অয়নের তারিফ করণের ২৭ বলে ৬৬ রান উথাপ্পার! বিধ্বংসী ৬০ হাঁকালেন আরও ১ KKR প্রাক্তনী, কাঁপল শিকাগো ধনু-মকর-কুম্ভ-মীনের মহাষষ্ঠী কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মহাষষ্ঠী? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মহাষষ্ঠী? জানুন রাশিফল বৃষ্টি থেকে রেহাই নেই ষষ্ঠীতেও, ৯ জেলায় কিছুটা বেশি বর্ষণ, পুজোর মধ্যেই কমবে? 'ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে', 'পরজীবী' কংগ্রেসকে তুলোধোনা মোদীর ময়নাতদন্তে কারচুপি নেই, RG করের চার্জশিটে বলল CBI, ডাক্তারদের চরম কটাক্ষ কুণালের ত্রিপুরায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ১, শান্তি মিটিং করল প্রশাসন '…তোর বাবা করেছে’, জুনিয়র ডাক্তারদের কটাক্ষ তৃণমূল নেতার, ট্রোলড লেখিকা স্ত্রী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.