বাংলা নিউজ > বায়োস্কোপ > ফজকে ভালোবাসায় আগলে রাখছেন সুশান্তের বাবা, ছবি সামনে আনলেন দিদি শ্বেতা

ফজকে ভালোবাসায় আগলে রাখছেন সুশান্তের বাবা, ছবি সামনে আনলেন দিদি শ্বেতা

কেমন আছে ফজ? (ছবি-ফেসবুক)

ছেলে চলে গিয়েছে, তবে ছেলের প্রাণের চেয়ে প্রিয় পোষ্য ফজের দেখভালের যাবতীয় দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন সুশান্তের বাবা।

 প্রভুর দেখা নেই তাই মনখারাপ সুশান্তের প্রাণের পোষ্য ফাজের। সুশান্তের মৃত্যুর পর তাঁর সর্বক্ষণের সঙ্গী, চারপেয়ে সন্তানের হৃদয়বিদারক ভিডিয়ো সামনে এসেছিল, যা দেখে চোখের জল ধরে রাখতে পারেননি অনেকেই। সুশান্তের পোষা ল্যাব্রাডরকে ফাঁকা ঘরে সারাক্ষণ প্রয়াত অভিনেতাকে খুঁজতে দেখেছিলাম আমরা। এমনকি ফজের মৃত্যুর ভুয়ো খবরও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। সুশান্তের প্রাণের এই বন্ধুর স্বাস্থ্য নিয়ে চিন্তায় ছিল সুশান্ত ভক্তরা। অবশেষে খবর মিলল তাঁর। সুশান্তের সারমেয়র খুব খেয়াল রাখছে পরিবার। বৃহস্পতিবার ফজের একটি ছবি পোস্ট করলেন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি। যেখানে সুশান্তের বাবা কেকে সিংয়ের সঙ্গে দেখা মিলল ফজের।

View this post on Instagram

Dad with Fudge ❤️

A post shared by Shweta Singh kirti (@shwetasinghkirti) on

View this post on Instagram

Miss you buddy #Sushantsinghrajput

A post shared by sushantsinghrajput (@sushantsinghrajput_f.c) on

ছবির ক্যাপশনে শ্বেতা লেখেন, ‘ফজের সঙ্গে বাবা’। ছবিতে দেখা যাচ্ছে চেয়ার বসে ফজকে আদর করছেন সদ্য ছেলে হারা কেকে সিং। দেখে মনে হচ্ছে ছবিটি সুশান্তের পাটনার বাড়িতে তোলা। অর্থাত্ মুম্বই থেকে ইতিমধ্যেই পটনায় নিজের কাছে নিয়ে গিয়ে রেখেছেন কেকে সিং। ফজের দেখা পেয়ে এই ছবিতে ভালোবাসা উজাড় করে দিয়েছেন সুশান্ত ভক্তরা। ফজ ও সুশান্তের পরিবার যেন ভালো থাকে এটাই একমাত্র প্রার্থনা অনুরাগীদের।

View this post on Instagram

Miss you buddy #Sushantsinghrajput

A post shared by sushantsinghrajput (@sushantsinghrajput_f.c) on

সুশান্তের মৃত্যুর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইকে নিয়ে একাধিক পোস্ট শেয়ার করেছেন তাঁর মার্কিন যুক্তরাষ্ট্রনিবাসী দিদি শ্বেতা সিং কীর্তি। আপতত পাটনাতে বাবার কাছেই রয়েছেন তিনি। দুদিন আগেই সুশান্তের সঙ্গে একটি ছবি শেয়ার করে শ্বেতা লিখেছিলেন ‘যদি আর একবার তোকে এভাবে ধরতে পারতাম…’।

View this post on Instagram

I wish I could hold you just one more time...

A post shared by Shweta Singh kirti (@shwetasinghkirti) on

গত ১৪ জুন সুশান্তের বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় সুশান্তের দেহ। ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট জানিয়েছে ‘ঝুলে পড়বার কারণে শ্বাসরোধ হয়ে মৃত্যু’ হয়েছে সুশান্ত সিং রাজপুতের। মুম্বই পুলিশের প্রাথমিক তদন্তের রিপোর্ট বলছে আত্মহত্যাই করেছেন অভিনেতা। এই মামলার তদন্তে ইতিমধ্যেই প্রায় ৪১ জনকে জেরা করেছে পুলিশ। উল্লেখ্য, আজ সন্ধ্যায় ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাচ্ছে সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’।

বন্ধ করুন