২০২০ সালের ১৪ জুন না ফেরার দেশে চলে যান সুশান্ত সিং রাজপুত। ঘটনার আড়াই বছর কেটে গিয়েছে। তবে যেই ফ্ল্যাটে অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার হয় তা এখনও খালিই পড়ে আছে। কোনও ভাড়াটে খুঁজে পাওয়া যায়নি। রিয়েল এস্টেট ব্রোকার রাফিক মার্চেন্ট সম্প্রতি এই সমুদ্রমুখী ফ্ল্যাটের ছবি পোস্ট করেছে। এবং জানিয়েছে ৫ লাখ প্রতি মাসের ভাড়ায় এটি দেওয়া হবে।
ব্রোকার আরও জানান, এই ফ্ল্যাটের মালিক যিনি একজন এনআরআই তিনি চান না এই ফ্ল্যাট আর কোনও বলিউড তারকাকে ভাড়া দেওয়া হোক। বর্তমানে তাঁরা কর্পোরেট জগত থেকে কাউকে খুঁজছেন ভাড়াটে হিসেবে। তবে কেউই রাজি হচ্ছেন না বলেই মনে হচ্ছে।
ব্রোকার রাফিক বলিউড হাঙ্গামাকে জানান, ‘মানুষ আসলে ভয় পাচ্ছে এই ফ্ল্যাটে আসতে। যখনই কোনও ভাড়াটে শুনত এই ফ্ল্যাটে সুশান্তকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে তাঁরা দেখতে আসতেও চাইত না। এখন অবশ্য ধীরে ধীরে লোক ফ্ল্যাট দেখতে আসছে। তবে ডিল ফাইনালাইজ হচ্ছে না। ফ্ল্যাটের মালিকও ভাড়া কমাতে রাজি নন। উনি ভাড়া কমালেও জলদি ডিল হয়ে যাবে। যেহেতু তিনি মার্কেট প্রাইজেই এই ফ্ল্যাট দিচ্ছেন তাই সবাই চাইছে ফ্রেশ কোনও ফ্ল্যাট কিনতে। কারণ এই ফ্ল্যাটের সঙ্গে বড় বিতর্কও আসবে তাঁদের জীবনে।’
খবর রয়েছে, সুশান্ত এই ফ্ল্যাটে ছিলেন ২০১৯ সাল থেকে ৪.৫ লাখ ভাড়ায়। তিনি এই ফ্ল্যাট শেয়ার করছিলেন প্রেমিকা রিয়া চক্রবর্তীর সঙ্গে। আপাতত ‘কেদারনাথ’ অভিনেতার রহস্যমৃত্যুর তদন্তের ভার রয়েছে ইডি, সিবিআই এবং এনসিবির হাতে।