বাংলা নিউজ > বায়োস্কোপ > সুশান্তের মৃত্যুর ৩ বছর পর মারা গেল পোষ্য ফাজ, ‘তোমার বন্ধুর সঙ্গে দেখা হবে’!

সুশান্তের মৃত্যুর ৩ বছর পর মারা গেল পোষ্য ফাজ, ‘তোমার বন্ধুর সঙ্গে দেখা হবে’!

মারা গেল সুশান্তের পোষ্য ফাজ। 

প্রয়াত সুশান্ত সিং রাজপুতের পোষ্য সারমেয় ফাজ। সুশান্তের দিদি টুইটারে সেই খবর শেয়ার করেছেন। ফের চোখ ভিজল অভিনেতার ভক্তদের। 

সন্তানস্নেহে নিজের পোষ্যকে সবসময় আগলে রাখতেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। অভিনেতা চলে যাওয়ার পর একরাশ মনখারাপ গ্রাস করেছিল ফাজ-কে। সুশান্তের পরিবারের কাছেই ছিলেন তিনি। মঙ্গলবার অভিনেতার দিদি প্রিয়াঙ্কা জানালেন সুশান্তের মতো সকলকে কাঁদিয়ে চলে গেল ফাজও।

মঙ্গলবার প্রিয়াঙ্কা টুইট করেন, ‘অবশেষে তোমার বন্ধুর সঙ্গে স্বর্গের সীমানায় মিলিত হচ্ছ ফাজ। শীঘ্রই আমরাও তোমাকে অনুসরণ করব। ততক্ষণ এই কষ্ট নিয়েই বেঁচে থাকা।’ ফাজের দুটো ছবিও শেয়ার করেছেন তিনি। একটি সুশান্তের সঙ্গে, একটি তাঁর সঙ্গে। আর এই খবর মিলতে ফের একবার চোখ ভিজল সুশান্ত অনুরাগীদের। ফাজ আর সুশান্তের নানা মুহূর্তের ছবি আর ভিডিয়ো শেয়ার করে এসএসআর-ভক্তরা শোকপ্রকাশ করছে সোশ্যাল মিডিয়াতে। 

কাকতালীয়ভাবে দিনকয়েক পরেই জন্মবার্ষীকি সুশান্তের। বেঁচে থাকলে বয়স হয় মাত্র ৩৭। ২০২০ সালের জুন মাসে অভিনেতার মুম্বইয়ের ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছিল তাঁর ঝুলন্ত দেহ। এভাবে আকষ্মিকভাবে চলে যাওয়া মানতে পারেননি এসএসআর-ভক্তরা। এখনও তদন্ত চলছে সেই ঘটনা নিয়ে। খুন না আত্মহত্যা তার দিশা মেলেনি ৩ বছর পরেও। ইডি থেকে সিবিআই, এনসিবি তদন্ত চালাচ্ছে এই ঘটনায়। সুশান্তের শেষ কাজ ‘দিল বেচারা’ মুক্তি পেয়েছিল ডিজনি প্লাস হটস্টারে তাঁর মৃত্যুর পর।

প্রসঙ্গত গত মাসেই সুশান্তের ময়নাতদন্তের সময় উপস্থিত থাকা এক ব্যক্তি মিডিয়ার সামনে দাবি জানান, যখন অভিনেতার দেহ তাঁদের কাছে আনা হয় তাতে ছিল আঘাতের চিহ্ন। তিনি দেখেই বুঝতে পেরেছিলেন এটা আত্মহত্যা নয় হত্যা। তিনি সেই ব্যাপারে নিজের উর্দ্ধতনকে জানিয়েওছিলেন। কিন্তু তাঁরা জলদি কাজ শেষ করে পুলিশের হাতে দেহ তুলে দেওয়ার নির্দেশ দেয়। আরও পড়ুন: বাজিরাও মাস্তানি, কাইটস-খ্যাত গীতিকার নাসির ফারাজ প্রয়াত, ভুগছিলেন হৃদরোগে

এদিকে প্রিয়ঙ্কার টুইট থেকে ফাজের চলে যাওয়ার খবর পেয়ে চোখ ভিজল নেটপাড়ার। একজন কমেন্টে লিখেছেন, ‘খুব দু:খিত দি। জানি তোমরা কীসের মধ্যে দিয়ে যাচ্ছ। তাও বলব মনকে শান্ত করো।’ অপরজন লিখলেন, ‘বেদনাদায়ক। সুশান্তের পর ফাজও আমাদের মধ্যে নেই। ভাবতে পারছি না আমি।’ তৃতীয়জন লিখলেন, ‘সবাই ছেড়ে চলে যাবে দিদি। তাও এসএসআর-এর সঙ্গে সেদিন ঠিক কী হয়েছিল কেউ জানতে পারবে না। এই তো আমাদের দেশের আইন ও বিচারব্যবস্থার হাল।’

 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বায়োস্কোপ খবর

Latest News

TRP: আনন্দীর আগমনে চাপে গীতা! পুজোর আবহে কথার বাজিমাত, কমল ফুলকি-পর্ণার নম্বর মহিলা T20 বিশ্বকাপে আজ ভারত-নিউজিল্যান্ড লড়াই! ট্র্যাক রেকর্ডে চিন্তা স্মৃতিদের সায়ন্ত অতীত, ‘বন্ধন’ শুভ্রজিতের সঙ্গে বাগদান সারলেন ‘মাধবীলতা’ প্রিয়াঙ্কা রোহিতরা বিশ্বকাপ জিতেছেন, হরমনপ্রীতরা পারবেন? দেখুন ভারতের গ্রুপ, সূচি ও স্কোয়াড বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় প্রয়োজনে আর একটি যুদ্ধ হবে, বিবৃতি দিল আওয়ামি লিগ স্টার্ক-কামিনসদের স্লো পিচ দিলেই বিশ্বকাপ জিততাম! এখনও আক্ষেপ যাচ্ছে না কাইফের… দুর্গাপুজোয় শাক–সবজির মূল্যবৃদ্ধি ঠেকাতে উদ্যোগী রাজ্য, টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক দেবদাসের 'কাহে ছেড়'-এর সুরে নাচছে শিব-পার্বতী! কাণ্ড দেখে হেসে খুন নেটপাড়া দুর্গাপুজোর প্রাক্কালেই হাতে এল নতুন চাকরি, এবার উৎসবে ফিরলেন চাকরিপ্রার্থীরা কোন মন্ত্রে শতশত বছর ধরে টিঁকে ভারতের মন্দিরগুলি? 'বিস্ময়' ফুটিয়ে তুলবে এই পুজো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.