প্রায় এক বছর আগে জুন মাসের একটি রবিবার সামনে আসে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর। মুম্বইতে অভিনেতার ফ্ল্যাটেই তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। তরুণ অভিনেতার এভাবে চলে যাওয়া মেনে নিতে পারেননি তাঁর পরিবার থেকে শুরু করে অনুরাগীরা। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয় ধোয়াঁশা। ‘জাস্টিস ফর সুশান্ত’ হ্যাশট্য়াগে অভিনেতার রহস্য মৃত্যুর বিচার চাইতে থাকেন সকলে।
এবার অভিনেতা জায়গা করে নিলেন পাঠ্য বইতেও। কখনও পরিবার বোঝাতে আবার কখনও মানুষ বোঝাতে স্কুলের বাংলা পাঠ্য বইতে ব্যবহার করা হয়েছে অভিনেতার ছবি। প্রথম বিষয়টি সামনে আনেন অভিনেতার কাছের বন্ধু ও ‘Justice 4 SSR’-এর অন্যতম মুখ স্মিতা পারিখ। স্মিতা লিখেছেন, ‘আরেক বাংলা বইতে পরিবারে বাবার গুরুত্ব বোঝাতে সুশান্তের ছবি ব্যবহার করা হয়ছে। আমি গর্বিত। পরিষ্কার বোঝা যাচ্ছে আমাদের শিক্ষা দফতরও মনে করে ওঁ সেরা।’ নিজের টুইটে সুশান্তের দুই বোন প্রিয়াঙ্কা ও মিঠু সিং-কে ট্যাগ করেছেন স্মিতা। সুশান্ত অভিনীত বিখ্যাত ধারাবাহিক ‘পবিত্র রিস্তা’র একটি ছবি ব্যবহার করা হয়েছে সেখানে। যেখানে বাবা হিসেবে সুশান্ত ও মা হিসেবে অঙ্কিতা লোখান্ডকে দেখানো হয়েছে।
আরেক বইতে আবার মানুষ ও জন্তুর মধ্যে ফারাক বোঝাতে ব্যবহার করা হয়েছে সুশান্তের ছবি। টুইটারে সুশান্তের আরেক ভক্ত স্যান্ডি একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমার ছোট বোনের স্কুলের বিজ্ঞান বই এটা। ও তৃতীয় শ্রেণীতে পড়ে। এই অধ্যায়ে মানুষ কোনটা, জন্তু কোনটা শেখানো হয়েছে। আর সুশান্তের ছবি ব্যবহৃত হয়েছে মানুষের উদাহরণ হিসেবে।’
সুশান্তের ভক্তরা বাংলা পাঠ্য বইতে এভাবে অভিনেতার ছবি ব্যবহারে বেশ খুশি। সকলেই নিজেদের সেই উচ্ছ্বাস তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। বিচার মিলবেই এই আশাতে সকলে আরও একবার মনে করেছেন তাঁদের অন্যতম প্রিয় অভিনেতাকে।