বাংলা নিউজ > বায়োস্কোপ > Sushant Singh Rajput: ‘ত্রিশূলটা ভেঙে গিয়েছে’, ভাই সুশান্তকে স্মরণ করে আবেগঘন পোস্ট দিদি প্রিয়াঙ্কার

Sushant Singh Rajput: ‘ত্রিশূলটা ভেঙে গিয়েছে’, ভাই সুশান্তকে স্মরণ করে আবেগঘন পোস্ট দিদি প্রিয়াঙ্কার

দিদি প্রিয়াঙ্কা সিংয়ের বিয়ের অনুষ্ঠানে সুশান্ত সিং রাজপুত

Sushant Singh Rajput: তিন দিদির একমাত্র আদুরে ছিলেন সুশান্ত সিং রাজপুত। যে কোনও বিশেষ দিনেই প্রয়াত অভিনেতাকে স্মরণ করেন তাঁর দিদিরা। দিদি প্রিয়াঙ্কা সিংয়ের বিয়ের অনুষ্ঠানের কোনও রীতিতে কালো কুর্তা-পাজামা পরে দাঁড়িয়ে অভিনেতা। সেই ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা-

মানুষ চলে যায়, শুধু স্মৃতিটুকু রয়ে যায়। আজ ২১ জানুয়ারি। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের জন্মবার্ষিকী। জীবিত থাকলে ৩৭ বছরে পা দিলেন অভিনেতা। ভাইয়ের মৃত্যবার্ষিকীর দিন দুই আগে নেটমাধ্যমের পাতায় সুশান্তের পুরনো একটি ছবি পোস্ট করেছিলিলেন দিদি প্রিয়াঙ্কা সিং। তিন দিদির একমাত্র আদুরে ছিলেন সুশান্ত। যে কোনও বিশেষ দিনেই প্রয়াত অভিনেতাকে স্মরণ করেন তাঁর দিদিরা।

সুশান্তের দিদি প্রিয়াঙ্কার শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, দিদি বিয়ের অনুষ্ঠানের কোনও রীতিতে কালো কুর্তা-পাজামা পরে দাঁড়িয়ে অভিনেতা। দিদি প্রিয়াঙ্কা এবং জামাইবাবুর পাশে দাঁড়িয়ে সুশান্ত। অভিনেতার হাতে একটি থালা।

ছবিটি শেয়ার করে প্রিয়াঙ্কা সিং লেখেন, ‘ছবিটি ১১ বছর আগের। আমার এবং সিডের (সুশান্ত) একসঙ্গে ছবি। সবসময় আমাদের পাশে… এখনও তোমাকে এতটা অনুভব করি যেন আমাদের চারপাশে রয়েছ তুমি, প্রতিদিন, আমার চিরন্তন সানশাইন সুশান্ত। আমরা ত্রিশূলের মতো যেমনটা তুমি বলতে, ভেঙে গিয়েছে!’ আরও পড়ুন: ইশার চোখে চোখ রেখে ‘মিথ্যে প্রেমের গান’ অনির্বাণের, হয়ে গেল ছবির মিউজিক লঞ্চ

প্রিয়াঙ্কার সিংয়ের শেয়ার করা ছবি দেখে আবেগপ্রবণ সুশান্ত ভক্তরা। এক নেটিজেনের মন্তব্য, ‘ভালু থাকুন। সুশান্ত ভাই সবসময় আপনার পাশে থাকবেন এবং যারা তাঁকে ভালোবাসে তারা সবাই থাকবেন’। অপর এক নেটিজেন লেখেন, ‘তিনি সর্বদা আপনার সঙ্গে রয়েছেন আপনার হৃদয়ে, আপনার চিন্তার মাধ্যমে, পদক্ষেপে। হাসতে থাকুন। আপনার গালের টোল আমাদের সুশান্তের অজস্র ভালোবাসা এবং শক্তি'। কারও মন্তব্য, ‘আমাদের চিরন্তন সানশাইন সুশান্তের আরেকটি রত্ন শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। তিনি পথপ্রদর্শক নক্ষত্রের মতো আমাদের মাঝে চিরকাল আছেন। অনেক বাচ্চারা তাঁকে তাদের রোল মডেল হিসাবে বেছে নিয়েছে।’

সন্তানস্নেহে নিজের পোষ্যকে সবসময় আগলে রাখতেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। অভিনেতা চলে যাওয়ার পর একরাশ মনখারাপ গ্রাস করেছিল ফাজ-কে। সুশান্তের পরিবারের কাছেই ছিলেন তিনি। কয়েক দিন আগে অভিনেতার দিদি প্রিয়াঙ্কা জানিয়েছেন, সুশান্তের মতো সকলকে কাঁদিয়ে চলে গিয়েছে ফাজও।

অভিনেতার দিদি প্রিয়াঙ্কা টুইট করে জানিয়েছেন, ‘অবশেষে তোমার বন্ধুর সঙ্গে স্বর্গের সীমানায় মিলিত হচ্ছ ফাজ। শীঘ্রই আমরাও তোমাকে অনুসরণ করব। ততক্ষণ এই কষ্ট নিয়েই বেঁচে থাকা।’ ফাজের দুটো ছবিও শেয়ার করেছেন তিনি। একটি সুশান্তের সঙ্গে, একটি তাঁর সঙ্গে।

২০২০ সালের জুন মাসে মৃত্যু হয়েছে সুশান্ত সিং রাজপুতের। তাঁর মৃত্যুর কারণ কী, তিনি কি আত্মহত্যা করেছেন, নাকি তাঁকে হত্যা করা হয়েছে— এসব প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি। ২০২০ সালের ১৪ জুন উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের দেহ তাঁর মুম্বইয়ের ফ্ল্যাট থেকে। প্রাথমিকভাবে ময়নাতদন্তের রিপোর্টে দাবি করা হয়েছিল, আত্মহত্যাই করেছেন তিনি। তবে এরপর একাধিক দাবি উঠতে থাকে। ময়নাতদন্তের রিপোর্টের সত্যতা নিয়েও প্রশ্ন তোলে একাংশ। মাদক-কাণ্ডে নাম জড়ায় অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীর। প্রায় এক মাস জেল খাটতে হয় তাঁকে। এরপরই তদন্তভার ওঠে সিবিআই-এর হাতে। সঙ্গে সুশান্তের কেসে মাদক ও আর্থিক তছরুপ জড়িত থাকায় ইডি ও এনসিবি যৌথভাবে এই মামলায় তদন্ত চালাচ্ছেন।

 

বন্ধ করুন