বাংলা নিউজ > বায়োস্কোপ > সুশান্তের ডান্স মুভস ও রহমান ম্যাজিকে ভরপুর দিল বেচারার টাইটেল ট্র্যাক

সুশান্তের ডান্স মুভস ও রহমান ম্যাজিকে ভরপুর দিল বেচারার টাইটেল ট্র্যাক

সুশান্তের দিল বেচারার টাইটেল ট্রাক প্রকাশ্যে (ছবি-ইউটিউব)

শুক্রবার মুক্তি পেল দিল বেচারার টাইটেল ট্র্যাক।

ট্রেলারের পর সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারার টাইটেল ট্র্যাক প্রকাশ্যে এল শুক্রবার। ‘দিল বেচারা..ফ্রেন্ডজোন কা মারা’ এই গানটি কম্পোজ করার পাশাপাশি গেয়েছেন এ আর রহামান। গানের কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। কোরিওগ্রাফ করেছেন ফারহা খান। 

সুশান্ত সিং রাজপুত নিজের ডান্সিং স্কিল দিয়ে বহুবার দর্শকদের মন জিতে নিয়েছেন,এই ছবিটাও তার থেকে আলাদা নয়। গোটা গান জুড়ে সুশান্তের ডান্স মুভস এবং মন মাতানো হাসির ঝলক মন ভরিয়ে দেয় দর্শকের। এই গান রিলিজের আগেই গানের ভিডিয়োয় লাইক পড়েছে প্রায় তিন লক্ষ। সুতরাং এই গানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সুশান্ত ভক্তরা তা পরিষ্কার।

 দেখুন এই গানের ভিডিয়ো-

৩১ নম্বর স্পোর্টস জার্সি, সোয়েটপ্যান্ট,স্নিকারে ডান্স ফ্লোর থেকে দর্শকাসন-সর্বত্রই ম্যাজিক ছড়ালেন সুশান্ত।  ম্যানির প্রাণবন্ত ঝলক অবাক করে দিল কিজিকে। অবাক বিস্ময়ে সে তাকিয়ে দেখল তাঁর স্বপ্নের পুরুষটিকে। দিল বেচারার টাইটেল ট্র্যাক সম্পর্কে রহমান জানান, 'এই গান ম্যানির প্রাণবন্ত আত্মার প্রতিফলন মাত্র, যেভাবে কিজির জীবনে আশা ও ভালোবাসা নিয়ে আসবে তাই ধরা পড়বে'।

উল্লেখ্য এই গানটির শ্যুটিং হয়েছে একটা শটে। অর্থাত্ লাইভ ডান্স পারফরম্যান্সের মতোই,অ্যাকশন শুরু পর নাচ স্টার্ট করেছেন সুশান্ত এবং কাট হয়েছে একদম গানের শেষে। পরিচালক মুকেশ ছাবরা জানান, ‘এটা আমার অন্যতম ফেবারিট গান এই ছবির অ্যালবাম থেকে, এটাই সুশান্তের শ্যুট করা শেষ গান,খুব স্পেশ্যাল আমার কাছে’। তিনি আরও যোগ করেন ‘ ফারহা খানের সঙ্গে গোটা একটা দিন সুশান্ত রিহার্সাল করেছিল। ব্যাস, তারপর একটা শটেই শ্যুটিং। এই গানের চিত্রায়ণ করাটা খুব সহজ কারণ সুশান্ত দুর্দান্ত ডান্সার, ও সবকিছুকে খব সহজ করে দিত, মনে হল এফর্টলেস’।

এই গান নিয়ে স্মৃতিমেদুর কোরিওগ্রাফার ফারহা খানও। ফারহার কথায়, ‘এই গানটা আমার কাছে খুব স্পেশ্যাল কারণ এই প্রথম আমি সুশান্তকে কোরওগ্রাফ করেছিলাম। আমরা দীর্ঘদিনের বন্ধু,তবে একসঙ্গে কাজ করা হয়ে উঠেনি কোনওদিন।

দিল বেচারা অ্যালবামে থাকছে মোট ৯টি গান। ২৪ জুলাই ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিমিং শুরু হবে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিলবেচারার। সুশান্তের প্রতি শ্রদ্ধার্ঘ হিসাবে সাবস্ক্রাইবারদের পাশাপাশি নন-সাবস্ক্রাইবারদের জন্য উপলব্ধ করা হবে এই ছবির স্ট্রিমিং।

বায়োস্কোপ খবর

Latest News

ফের খলনায়ক হচ্ছেন 'আব্রার'! যশরাজ স্পাইভার্সে আলিয়ার প্রতিপক্ষ ববি? হঠাৎ আসবে টাকা, চাকরি, ব্যবসায় উন্নতি! কুম্ভ সহ বহু রাশি লাকি মঙ্গল বুধ যুতিতে নবীনবরণকে কেন্দ্র করে মামলা গড়াল হাইকোর্টে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সরগরম ২২-এ পা! মায়ের হাত ধরে কেক কাটলেন সারেগামাপা খ্যাত অঙ্কিতা, পেলেন কী কী উপহার? মন্নত ছাড়াও লন্ডন, দুবাইয়ে আছে শাহরুখের বাড়ি, আর কোন কোন Kingdom-এর মালিক তিনি সিগারেট-মদে ডুবে থাকে, বাঙালিদের তোপ মোদীর উপদেষ্টার, ‘অপমান’ মৃণাল সেনকে ‘আপকে পিষে দেওয়ার চেষ্টা’, অভিযোগ কেজরিওয়ালের, ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজত ভিডিয়ো: RR vs DC ম্য়াচের আগে নেটের পিছন থেকে পন্তকে তাতালেন বোলার অশ্বিন Skin Care: আপনার মুখ দাগে ভর্তি হয়ে গিয়েছে! এইভাবে বেসন দিয়ে মুখের দাগ দূর করুন শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.