সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর আড়াই বছর পার হয়েছে। তবুও তাঁর মৃত্যু ঘিরে ধোঁয়াশা এখনও কাটেনি। সম্প্রতি কুপার হাসপাতালের মর্গের কর্মী দাবি করেছেন, এটা আত্মহত্যা ছিল না কোনওভাবেই, অভিনেতাকে খুন করা হয়েছিল। তাঁর এই দাবির পর বিষয়টা নিয়ে আরও চাঞ্চল্য ছড়িয়েছে। ২১ জানুয়ারি, শনিবার প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ৩৭তম জন্মবার্ষিকী। এই বিশেষ দিনে সুশান্ত সিং রাজপুতকে নিয়ে অদ্ভুত দাবি করলেন তাঁর সহ অভিনেত্রী, অনস্ক্রিন স্ত্রী কিয়ারা আডবাণী। অভিনেতাকে নিয়ে এক বিশেষ তথ্য ফাঁস করেছেন 'এম এস ধোনি: দ্যা আনটোল্ড স্টোরি' ছবির নায়িকা।
ঠিক কী বলেছেন কিয়ারা?
কিয়ারা আডবাণীর কথায়, সুশান্ত মাত্র ২ঘণ্টা ঘুমত।কাজ নিয়ে বড় বেশি ফ্যাশিনেটিং ছিলেন সুশান্ত। কিয়ারা আডবাণী বলেন, ‘সুশান্ত আসলে অনিদ্রা রোগে ভুগতেন। শ্যুটিং চলাকালীন দেখেছি আমি যখন ঘুমোতে যেতাম, ও জেগে থাকত। সুশান্তের কথা মতে, তুমি ৭ ঘণ্টা, কি ৮ ঘণ্টা যত সময়ই ঘুমাও না কেন, মানুষের মস্তিষ্ক প্রকৃতপক্ষে মাত্র ২ ঘণ্টা ঘুমিয়ে থাকে। ওটাই প্রয়োজন। বাকি সময় আপনি ঘুমিয়ে থাকুন, কিংবা অজ্ঞান থাকুন, মন সক্রিয় থাকে। তাই ওঁর কাছে নাকি দু’ঘণ্টা ঘুমই যথেষ্ট। আমি তো অবাক হয়ে যেতাম, কীভাবে এটা সম্ভব! অথচ সেটে ও বিন্দুমাত্র ক্লান্ত থাকত না। ও সবসময়ই কাজ নিয়ে উৎসাহী থাকত।'

কিয়ারা ও সুশান্ত
প্রসঙ্গত, ২০২০-র ১৪ জুন বান্দ্রার আবাসনে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের দেহ। আপাতত অভিনেতার মৃত্যুর তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI-এর হাতে রয়েছে।
শনিবার প্রয়াত অভিনেতা সুশান্তের ৩৭তম জন্মবার্ষিকী। সম্প্রতি, অভিনেতার দিদি প্রিয়াঙ্কা সিং নিজের বিয়ের দিনে অ্যালবাম থেকে ছবি পোস্ট করেছেন, যাতে সুশান্তকেও দেখা গিয়েছে। লিখেছেন, ‘১১ বছর আগে এই দিনে তুমি আমাদের পাশে ছিলেন, তারপর থেকে সবসময়ই তুমি আমাদের পাশে থেকেছ। … এখনও তোমাকে একইভাবে আমরাা অনুভব করি। আমার চিরন্তন সূর্যালোক, তবে তুমি আমাদের সেই ইউনিয়ন আজ ভেঙে গেছে।’