বাংলা নিউজ > বায়োস্কোপ > Sushant Singh Rajput: ফের বড় পর্দায় সুশান্ত! প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি

Sushant Singh Rajput: ফের বড় পর্দায় সুশান্ত! প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি

এমএস ধোনি’র বায়োপিকে সুশান্ত

MS Dhoni: the untold story: প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ভক্তদের জন্য সুখবর। আবারও বড়পর্দায় প্রিয় তারকার ম্যাজিক দেখবার সুযোগ পেতে চলেছেন তাঁরা। আগামী ১২ই মে ফের একবার থিয়েটারে মুক্তি পাবে ধোনির বায়োপিক। 

দেখতে দেখতে প্রায় তিন বছর হতে চলল। চলে গিয়েছেন বলিউডের অন্যতম সম্ভাবনাময় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তাঁর মৃত্যু আজও রহস্যে মোড়া। ২০২০ সালের ১৪ই জুন বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় অভিনেতার ঝুলন্ত দেহ। তাঁর মৃত্যু তদন্তের চার্জশিটও আজ পর্যন্ত জমা দেয়নি সিবিআই। তদন্ত নিয়ে মেলেনি কোনও সদুত্তোর। এর মাঝেই সুশান্ত ভক্তদের মুখে হাসি ফোটালো এই সংবাদ। আবারও রুপোলি পর্দায় জীবন্ত হয়ে উঠবেন প্রয়াত অভিনেতা। 

সুশান্তের কেরিয়ারের সবচেয়ে সফল ছবি ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। চেহারায় একবিন্দু মিল না থাকা সত্ত্বেও মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে মুগ্ধ করেছিলেন সুশান্ত। ২০১৬ সালে মুক্তি পাওয়া সেই ছবি ফের মুক্তি পেতে চলেছে আগামী ১২ই মে। হিন্দির পাশাপাশি তামিল ও তেলুগু ভাষাতেও মুক্তি পাবে এই ছবি। সেই বছরের সবচেয়ে বড় ব্লকবাস্টারগুলির মধ্যে অন্যতম ছিল এই ছবি, সুশান্তের কেরিয়ারেও সবচেয়ে চর্চিত ছবি এটি। 

ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক (পরিসংখ্যান তাই বলে) মহেন্দ্র সিং ধোনির জীবনের চড়াই-উতরাইকে ঘিরে এই ছবি। রাঁচির বিস্ময় বালকের ক্রিকেট জীবনের গল্প টিভির পর্দায় বা ওটিটি প্ল্যাটফর্মে হামেশাই দেখা যায়। তবে সিলভার স্ক্রিনে সেই ম্যাজিক ফের দেখা যাবে। ডিজনি স্টারের তরফে বিক্রম দুগ্গল জানান, ‘স্টার স্টুডিওর অত্যন্ত খাস ছবি এটি। দেশের সবচেয়ে সফল ক্রিকেট ক্যাপ্টেনের অবিশ্বাস্য জার্নি উঠে এসেছে এই ছবি। ধোনির ক্য়ারিশ্মা বড়পর্দায় আরেকবার চাক্ষুস করার সুযোগ করে দিতেই এই ছবি আবারও মুক্তি পাচ্ছে’। 

ধোনির ২২ গজের কারনামাই নয়, তাঁর ব্যক্তিগত জীবনও উঠে এসেছে এই ছবি। স্ত্রী সাক্ষীর সঙ্গে তাঁর প্রেম। সাক্ষী তাঁর জীবনে আসার আগে প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর ভালোবাসার অসম্পূর্ণ কাহিনিও উঠে এসেছে পরিচালক নীরজ পাণ্ডের এই ছবিতে। সুশান্ত ছাড়াও এই ছবিতে দেখা মিলেছে কিয়ারা আডবানি (সাক্ষী ধোনি) ও দিশা পাটানি (প্রিয়াঙ্কা সিং)। 

ধোনির ম্যানারিজম থেকে তাঁর হেলিকপ্টার শট-নিঁখুতভাবে ফুটিয়ে তুলেছিলেন সুশান্ত সিং রাজপুত! যে ছেলেটা স্কুলের ক্রিকেট টিমেও নিয়মিত জায়গা পেত না-তাঁর পক্ষে ধোনির প্রতিবিম্ব হয়ে উঠা সহজ কাজ ছিল না। কিন্তু সহজ পথের পথিক ছিলেন না সুশান্ত সিং রাজপুত। তাঁর মাত্র সাত বছর দীর্ঘ ফিল্ম কেরিয়ার সেকথাই বলে। ধোনি হয়ে উঠতে কড়া প্রশিক্ষণ নিয়েছিলেন সুশান্ত।

এম এস ধোনি:দ্য আনটোল্ড স্টোরির এক প্রোমোশন্যাল ইভেন্টে ধোনি জানিয়েছিলেন, ‘আমাকে জ্বালিয়ে খেয়েছে সুশান্ত। আমি ওই সময় কী ভাবছিলাম, ওই মুহূর্তটায় কী ফিল করছিলাম..বাপ রে! আমি তো বলেই ফেলেছিলাম.. ভাই তুই এত প্রশ্ন কেন করিস? বাস্তবকে কিন্তু আমরা প্রয়োজনের চেয়ে কম সময় কাটিয়েছি’। 

সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’ মুক্তি পায়নি বড় পর্দায়। সেই আক্ষেপ রয়ে গিয়েছে ভক্তদের। তবে ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’র হাত ধরে আবারও একবার প্রিয় তারকাকে সিলভার স্ক্রিনে দেখবার সুযোগ থাকছে ভক্তদের কাছে। 

বন্ধ করুন