বাংলা নিউজ > বায়োস্কোপ > Sushant-Rhea: মৃত্যুর আগে এ কী দশা হয়েছিল সুশান্তের! রিয়াকেই দুষছে নেটপাড়া, ভাইরাল ভিডিয়ো

Sushant-Rhea: মৃত্যুর আগে এ কী দশা হয়েছিল সুশান্তের! রিয়াকেই দুষছে নেটপাড়া, ভাইরাল ভিডিয়ো

সুশান্তের মৃত্যু মামলা নতুন করে চর্চায়

Sushant Singh Rajput: মর্গকর্মীর চাঞ্চল্যকর দাবির পর থেকে নতুন করে চর্চায় সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলা। এর মাঝেই ভাইরাল প্রয়াত অভিনেতার মৃত্যুর দিন কয়েক আগের একটি ভিডিয়ো। 

আড়াই বছর আগে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা তোলপাড় তৈরি করেছিল গোটা দেশে। নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই মামলা। সৌজন্যে কুপার হাসপাতালের মর্গকর্মীর চাঞ্চল্যকর বয়ান। মর্গকর্মী রূপকুমার শাহ সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেছেন, প্রথমদিন থেকেই তাঁর ধারণা ‘খুন করা হয়েছে’ সুশান্ত সিং রাজপুতকে। সুশান্তের চোখের উপর খুব জোরে ঘুষি মেরেছেন কেউ, এমনটাও দাবি করেন ওই মর্গকর্মী। মর্গকর্মীর আরও দাবি, সুশান্তের মৃতদেহে একাধিক ক্ষতচিহ্ন মিলেছিল। এমনকি অভিনেতার পা ছিল বাঁকা এবং ভাঙা। স্বভাবতই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই মামলা।

এর মাঝেই ভাইরাল হয়েছে সুশান্তের অদেখা এক ভিডিয়ো। যেখানে সুশান্তকে দেখলেই অসুস্থ বলে মনে হবে, অভিনেতাকে দেখে যেন চেনা দায়! কথা বলতেই অসুবিধা হচ্ছে তাঁর, এমনটাই মনে হবে। সেই ভিডিয়োটি রেকর্ড করেছেন রিয়া চক্রবর্তী। সেই ভিডিয়োতে রিয়ার কন্ঠস্বরও স্পষ্ট।

কেন এমন দশা হয়েছিল সুশান্তের? ভিডিয়ো দেখে অনুরাগীদের মনে ঘোরপাক খাচ্ছে এই প্রশ্ন। ভিডিয়োতে রিয়াকে প্রশ্ন করতে দেখা গেল, ‘তুমি দিনে খাচ্ছো না?’ জবাবে মাথা নেড়ে ‘না’ বোঝান সুশান্ত। কথা বলতে গিয়ে আটকে যান প্রয়াত অভিনেতা।

সুশান্তের এমন বেহাল দশার জন্য রিয়াকে দায়ী করেছেন নেটিজেনরা। সেইসময় সুশান্তের সঙ্গে কার্টার রোডের সেই অ্যাপার্টমেন্টেই থাকতেন রিয়া, যেখান থেকে ২০২০ সালের ১৪ জুন দুপুরে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সুশান্তের মৃত্যুর মাত্র ৬ দিন আগে ওই ফ্ল্যাট ছেড়ে নিজের বাড়ি ফিরে গিয়েছিলেন রিয়া। একজন নেটিজেন লেখেন, ‘কী অবস্থা করে দিয়েছিল সুশান্তের… ঠিক করে কথাও বলতে পারছে না’। অপর একজন লেখেন, ‘আমি জানি না কেন, নিজেকে বড্ড অসহায় লাগছে এই ভিডিয়োটা দেখবার পর… ওর চোখের মধ্যে যন্ত্রণা স্পষ্ট’। অপর এক এসএসআর ভক্ত লেখেন, ‘সুশান্তের জীবনের একটাই ভুল ছিল, অঙ্কিতাকে ছেড়ে ওই রিয়ার মতো মেয়ের প্রেমের ফাঁদে পা দেওয়া’।

শুরু থেকেই সুশান্তের পরিবার ও অনুরাগীরা দাবি করে আসছেন, সুশান্ত আত্মহত্যা করেননি। শুরুতে এই মৃত্যু মামালকে আত্মহত্যা বলেই দাবি করেছিল মুম্বই পুলিশ। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। যদিও আড়াই বছর পরেও এই মৃত্যু মামলা নিয়ে নিশ্চুপ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই নিয়ে বারেবারে ক্ষোভ উগরে দিয়েছেন সুশান্তের চারদিদি, মর্গকর্মী রূপকুমারের চাঞ্চল্যকর দাবি সুশান্তের পরিবারের অসন্তোষের আগুনে ঘি ঢেলেছে।

সম্প্রতি সুশান্তের দিদি প্রিয়াঙ্কা সিং জানান, ‘সে দিন থেকে চিৎকার করে বলে যাচ্ছি, এটা আত্মহত্যা নয়, জড়িয়ে রয়েছে বড় কোনও ষড়যন্ত্র।’ সিবিআইয়ের তরফে সদুত্তোরের আশায় প্রয়াত অভিনেতার পরিবার।

বন্ধ করুন