টিআরপি তালিকায় ফিকশন জঁর-এ এখন পাল্লা বেশ ভারী স্টার জলসার। চ্যানেলে আসছে একের পর এক নতুন সিরিয়াল। সবে শুরু হয়েছে ‘সাহেবের চিঠি’। সোনামণি-সপ্তর্ষি জুটির ‘এক্কা-দোক্কা’র সম্প্রচার সময় জানিয়ে দেওয়া হয়েছে। রিজওয়ান-ইন্দ্রাণীর ‘নবাব নন্দিনী’র প্রোমো দেখেই এক্সাইটেড ভক্তরা। এর মাঝেই চলে এল সুস্মিত মুখোপাধ্যায় ও শ্রাবণী ভুঁইয়ার আসন্ন সিরিয়ালের ঝলক। স্টার জলসার এই সিরিয়ালের নাম ‘মাধবীলতা’।
সিরিয়ালের প্রথম ঝলক বলছে, আদিবাসী মেয়ের গাছ বাঁচানোর গল্প উঠে আসবে এই ধারাবাহিকে। ব্লুজ প্রোডাকশনের এই নয়া ধারাবাহিকে নাম ভূমিকায় রয়েছেন ‘জীবন সাথী’ খ্যাত শ্রাবণী ভুঁইয়া। এবং নায়কের চরিত্রে ‘বরণ’-এর রুদ্রিক।
সিরিয়ালের প্রেক্ষাপট জঙ্গলমহল। প্রভাবশালী পুষ্পরঞ্জন চৌধুরী (কুশল চক্রবর্তী) এলাকার জঙ্গল কেটে সাফ করে দিচ্ছেন অথচ আদিবাসীদের সামনে বৃক্ষ রোপণের নাটক করছেন। তার ছেলে সুস্মিত মুখার্জি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। জঙ্গলে ঘুরে ফটো তুলতে গিয়ে সে দেখে গাছ কাটতে এসেছে একদল চোরাশিকারি। আদিবাসী মেয়ে মাধবীলতা রুখে দাঁড়ায় লাঠি আর দাঁ নিয়ে, জানিয়ে দেয়-'এই জঙ্গল আমার প্রাণ আছে, আর গাছ আমার মা। আর যে গাছ কাটতে আসবে, তার হাত আমি কেটে নেব'।
প্রোমো দেখেই ‘মাধবীলতা’ নিয়ে সমালোচনা শুরু সোশ্যাল মিডিয়ায়। কেউ বলছেন, ‘এটা তো যমুনা ঢাকির নতুন ভার্সন’। কেউ লিখছেন, ‘ঝিলাম যে দা নিয়ে বিপিনের পিছনে দৌড়াতো সেটা নিয়ে এবার জলসায় এসে গেছে’। কেউ আবার বলছেন, ‘যে গল্প ই আসুক না কেন…শেষমেষ ঐ দুই বৌ এক স্বামী বা এক বৌ দুই স্বামীতে গিয়েই ভিড়বে গল্প।’
‘নবাব-নন্দিনী’ এবং ‘মাধবীলতা’ কোন স্লটে আসবে সেটা বড় প্রশ্ন। এর পাশাপাশি তিয়াসা রায়ের নতুন সিরিয়ালও স্টার জলসায় আসবে বলেই জানা যাচ্ছে।