কথা ধারাবাহিকে প্রথমবার জুটি বেঁধেছেন তাঁরা। আর তাঁদের পর্দার জুটি এতটাই জনপ্রিয় হয়েছে যে তাঁদের অনুরাগীরা হামেশাই দুই তারকার ছবি দেখলে জিজ্ঞেস করেন যে তাঁরা বাস্তবেও প্রেম করছেন কিনা। এই নিয়ে কম কানাঘুষো, চর্চা চলে না। এরই মাঝে সেই জল্পনা বাড়িয়ে কী করলেন সুস্মিতা?
আরও পড়ুন: ২০০৯ সালে যৌন নিগ্রহের শিকার হন, ১৫ বছর পর ইমেল মারফত রণজিতের নামে পুলিশে অভিযোগ দায়ের শ্রীলেখার
কী পোস্ট করলেন সুস্মিতা দে?
এদিন সুস্মিতা দে ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করেন তাঁর এবং সাহেব ভট্টাচার্যর। সেখানে দেখা যাচ্ছে তাঁর কথা ধারাবাহিকের চরিত্রের লুকেই রয়েছেন। সুস্মিতার পরনে গোলাপি শাড়ি এবং সাদা ব্লাউজ। গা ভর্তি গয়না। অন্যদিকে সাহেবের পরনে গোলাপি শার্ট এবং সাদা প্যান্ট। তাঁরা দুজনেই এই লুকে লাভ সাইন দেখাচ্ছেন।
আরও পড়ুন: 'আপনার দাড়িটা একটু ধরতে দিন' কৌন বনেগা ক্রোড়পতিতে প্রতিযোগীর বিটকেল আবদার শুনে হতভম্ব বিগ বি!
কে কী বলছেন?
অনেকেই তাঁদের এই পোস্টে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'পর্দার প্রেম কি তবে বাস্তবে গড়াল?' আরেকজন লেখেন, 'হে ঈশ্বর! তোমরাই দায়ী গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'ভীষণ সুন্দর মানায় তোমাদের একসঙ্গে।'
প্রসঙ্গত কিছুদিন আগে সাহেব ভট্টাচার্য কথা ধারাবাহিকের শ্যুট সেরে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েন। তাঁর গাড়ি উল্টে যায়। বেশ ভালোই জখম হন অভিনেতা
কথা ধারাবাহিক প্রসঙ্গে
কথা ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় দেখা যায়। এখানে মুখ্য ভূমিকায় আছেন সুস্মিতা দে এবং সাহেব ভট্টাচার্য। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে সম্প্রচারিত হয় এই মেগা।