বাংলা নিউজ > বায়োস্কোপ > Googled Most Searched Personality: সেরা ১০ ব্যক্তিত্বের তালিকায় বলিউডের কেবল একজন! সবাইকে পিছনে ফেললেন এই বঙ্গতনয়া

Googled Most Searched Personality: সেরা ১০ ব্যক্তিত্বের তালিকায় বলিউডের কেবল একজন! সবাইকে পিছনে ফেললেন এই বঙ্গতনয়া

সেরা দশ ব্যক্তিত্বের অন্যতম হলেন সুস্মিতা

Googled Most Searched Personality: বলিউডের একমাত্র তারকা হিসেবে গুগলের প্রকাশ করা ইয়ার ইন সার্চ ২০২২-এ জায়গা করে নিয়েছেন সুস্মিতা। রয়েছেন আর কোন ভারতীয়? দেখুন তালিকা।

বলিউডের অন্যতম ট্যালেন্টেড এবং জনপ্রিয় তারকা হলেন সুস্মিতা সেন। গোটা ইন্ডাস্ট্রির সকলেই তাঁকে পছন্দ করেন। আর সম্প্রতি তিনি এটা প্রমাণ করে দিলেন নে কেবল বলিউড নয়, গোটা পৃথিবী জুড়েই দারুন জনপ্রিয়, সকলেই তাঁর বিষয়ে নানান জিনিস জানতে চায়। তাঁর বিষয় নানান জিনিস গুগলে সার্চ করেন। আর সেই কারণে পৃথিবী জুড়ে যে সব বিখ্যাত মানুষদের বিষয় সাধারণ মানুষ আগ্রহ প্রকাশ করেন, তাঁদের বিষয় জানতে গুগলের সাহায্যে নেন তাঁদের মধ্যে একমাত্র বলিউডের তারকা হিসেবে জায়গা করে নিয়েছেন সুস্মিতা সেন।

সূত্রের রিপোর্ট অনুযায়ী গুগলের প্রকাশ করা ইয়ার ইন সার্চ ২০২২ এর তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন সুস্মিতা সেন। তবে ভারতীয় হিসেবে তিনি একা নন। ললিত মোদীও আছেন এই তালিকায়। চতুর্থ স্থানে রয়েছেন তিনি। এখান থেকে অবশ্য একটা বিষয় স্পষ্ট, তাঁদের নিয়ে যে কথা ছড়িয়েছিল, যে তাঁরা প্রেমের সম্পর্কে রয়েছেন সেই কারণেই মানুষ তাঁদের বিষয় আগ্রহ প্রকাশ করেছে। এবং বারংবার সার্চ করেছে।

তাঁর এবং সুস্মিতার সম্পর্কের কথা চলতি বছরে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন ললিত মোদী। ইনস্টাগ্রামে একটি পোস্ট করে ললিত মোদী সেই সম্পর্কের কথা ঘোষণা করেন। আর এর পর থেকেই তাঁরা খবরের শিরোনামে উঠে আসেন। এই বিষয়ে যদি বহুদিন সুস্মিতা কোনও কথা বলেননি, তবে তাঁকে যখন কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করা হয়, তখন তাঁর উত্তরে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। তিনি সেই পোস্টে লেখেন 'আমি সোনার থেকে হিরে বেশি পছন্দ করি। এবং নিজের জন্য হিরে আমিই কিনি।' এছাড়া তাঁরা বিয়ে করেছেন এমন গুজবও ছড়ায়। কিন্তু তিনি সেই কথা অস্বীকার করেন। এবং মিথ্যে বলে উড়িয়ে দেন।

এর আগে তিনি মডেল রহমান শলের সঙ্গে সম্পর্কে ছিলেন। যদিও তাঁরা ২০২১ সালে আলাদা হয়ে যান। আগামীতে সুস্মিতাকে তালি ছবিতে দেখা যাবে। সেখানে তিনি তৃতীয় লিঙ্গের মানুষ এবং সমাজসেবিকা গৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় করবেন। অন্যদিকে তাঁর হাতে আর্য ৩ ছবিরও কাজ আছে।

বন্ধ করুন