বাংলা নিউজ > বায়োস্কোপ > Sushmita Sen-Rohman Shawl: বিদেশ গিয়েছিলেন প্রেমিক মোদীর সঙ্গে, দেশে ফিরে আবার ‘প্রাক্তন’-এর কাছে সুস্মিতা

Sushmita Sen-Rohman Shawl: বিদেশ গিয়েছিলেন প্রেমিক মোদীর সঙ্গে, দেশে ফিরে আবার ‘প্রাক্তন’-এর কাছে সুস্মিতা

প্রাক্তন প্রেমিক রোমান শলের সঙ্গে এক পার্টিতে সুস্মিতা সেন

সদ্য প্রেমিক তথা ব্যবসায়ী ললিত মোদীর সঙ্গে বিদেশ থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন অভিনেত্রী সুস্মিতা সেন। সোমবার রাতে ইনস্টাগ্রামে সুস্মিতা একটি ছোট্ট লাইভ করেছিলেন। সেখানে দেখা গিয়েছে, মা শুভ্রা সেন এবং বন্ধু প্রীতম শিকারের জন্মদিন উদযাপন করছেন অভিনেত্রী। সেই ভিডিয়োতেই সুস্মিতার প্রাক্তন প্রেমিক রোমান শলের দেখা মিলেছে। রোমানও ওই একই পার্টিতে হাজির ছিলেন।

ভিডিয়োতে সুস্মিতা ভক্তদের সঙ্গে আলাপচারিতার সময় প্রীতমের পাশে বসেছিলেন। অভিনেত্রী মেয়ে রেনে সেন, আলিশা সেন এবং পরিবারের অন্যান্য সদস্যদেরও দেখা গিয়েছে। ভিডিয়োতে অভিনেত্রী বলেন, ‘ঠাকুমার জন্মদিন পার্টি। নাতি-নাতনিদের সঙ্গে এবং গ্যাং এবং সমস্ত বন্ধু এবং শুভাকাঙ্খীরা হাজির। তাই আপনাদের জানাতে চাই, আমিও এখানে হাজির। তাঁদের জন্য অনেক ভালোবাসা, প্রার্থনা করুন।’

আরও পড়ুন: Aamir Khan on Mahabharat: 'মহাভারত' নিয়ে ছবি করতে ভয় পাচ্ছেন আমির খান, বললেন 'আমি এখনও প্রস্তুত নই'

এক পর্যায়ে সুস্মিতা রোমানকে জিজ্ঞেস করেন, ‘তুমি হ্যালো বলেছ?’ তিনি তার আশেপাশের সবাইকে লাইভ সেশনে যোগ দেওয়ার জন্য ডাকেন। রোমান বলেন, 'হ্যাঁ, হ্যাঁ'। তাঁকে বলতেও শোনা গিয়েছে, ‘সবাই এত ভালো আচরণ করছে, ঠিক আছে’ এবং হাততালি দেন। এখানেই ভিডিয়ো শেষ হয়।

আরও পড়ুন: KBC 14: 'অনেক আপত্তিকর মন্তব্য পাই, পোস্ট করার আগে অনেক ভাবতে হয়', ট্রোলিং নিয়ে অমিতাভ

পরে ইনস্টাগ্রাম স্টোরিতে সুস্মিতা প্রাক্তন প্রেমিক রোমান, মেয়ে রেনে এবং প্রীতমের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। ইনস্টাগ্রামে জন্মদিনের নোট লিখে মা শুভ্রাকে শুভেচ্ছাও জানিয়েছেন সুস্মিতা।

সুস্মিতা সেনের ইনস্টাগ্রাম স্টোরি
সুস্মিতা সেনের ইনস্টাগ্রাম স্টোরি

সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খবরের শিরোনামে সুস্মিতা সেন। প্রেমে পড়েছেন প্রাক্তন ব্রক্ষ্মাণ্ড সুন্দরী। প্রাক্তন আইপিএল কমিশনার ললিত মোদীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে চর্চার শেষ নেই। সুস্মিতাকে গত মাসেই নিজের প্রেমিকা হিসাবে পরিচয় করিয়ে দিয়েছেন মোদী। ললিত-সুস্মিতার জুটি নিয়ে গত কয়েক সপ্তাহে চর্চার শেষ নেই।

‘পলাতক’ এবং ‘আর্থিক দুর্নীতির দায়ে অভিযুক্ত’ ললিত মোদীর সঙ্গে প্রেম নিয়ে সরাসরি মুখ খোলেননি সুস্মিতা। তবে তাঁকে ‘গোল্ড ডিগার’ বলবার প্রতিবাদ জানিয়েছেন। এমনটাও বলেছেন, তিনি ভালোবাসায় পরিপূর্ণ

আরও পড়ুন: Kareena Kapoor Khan-Alia Bhatt: ২৯ বছরে কেরিয়ারের শীর্ষে থেকে মা হচ্ছেন আলিয়া, সিদ্ধান্তকে ‘সাহসী’ বললেন করিনা

ললিত মোদীর ভাইরাল পোস্টের কয়েক ঘণ্টা পর সুস্মিতা লিখেছিলেন, ‘আমি খুব আনন্দের জায়গায় আছি!!! বিয়ে হয়নি, আংটিও পরিনি। নিঃশর্ত ভালোবাসায় ঘিরে আছি। যথেষ্ট স্পষ্ট করে বলে দিয়েছি। এবার নিজের জীবনে আর কাজে ফিরি।’ এখনও পর্যন্ত নিজের সোশ্যাল মিডিয়ায় ললিতের সঙ্গে একটাও ছবি পোস্ট করেননি সুস্মিতা।

২০২১ সালের ডিসেম্বরেই বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন সুস্মিতা সেন এবং রোমান শলের। ২০১৮ সালের জুলাই মাস থেকে শুরু হয়েছিল এই সম্পর্ক। বিচ্ছেদের খবর জানাতে নিজেদের একটা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রাক্তন মিস ইউনিভার্স লিখেছিলেন, ‘আমরা বন্ধু হিসেবে শুরু করেছিলাম। এখনও বন্ধুই আছি। সম্পর্ক অনেকদিন চলল… ভালোবাসা এখনও আছে।’ মোদীর সঙ্গে সম্পর্কে জড়ানোর পরও রোমানের সঙ্গে বন্ধুত্ব অটুট রয়েছে নায়িকার।

সুস্মিতা 'আর্য'র তৃতীয় সিজন নিয়ে আসতে চলেছেন। ডিজনি হটস্টার ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন রাম মাধবানি।

 

বায়োস্কোপ খবর

Latest News

দুর্গা পুজো ২০২৪ এ দেবীর আগমন দোলায়, গমন কীসে? ফলাফল চমকে দেবে, রইল পঞ্জিকামত কন্যা সংক্রান্তি কবে? এই সংক্রান্তিতে দানের কেন বিশেষ গুরুত্ব রয়েছে জেনে নিন ‘অলিম্পিক্সে নিজের দমেই গেছি! খালি বড় বড় বাতেলা দেন’! ব্রিজভূষণকে খোঁচা ফোগটের ডাক্তারদের আন্দোলনে '২৩ জনের মৃত্যু', বলল রাজ্য, কাজে ফেরার নির্দেশ SC-র ফের অক্ষয়-প্রিয়দর্শন জুটি, ফিরছেন হরর কমেডি নিয়ে! কুণালকে সরাসরি চড় মারার হুঁশিয়ারি দিলেন প্রাক্তন অভিনেত্রী, জবাব দিলেন নেতা ২০৩০ যুব অলিম্পিক গেমস আয়োজনের জন্য বিড করবে ভারত! জানালেন মনসুখ মাণ্ডভিয়া… এটা রাজনীতির মঞ্চ নয়!প্যারা জ্যাভলিন থ্রোয়ার নভদীপের পদকের রঙ বদলানোয় বললেন কোচ RG কর-কাণ্ডের বিচার মিলিয়ে দিল ময়দানকে! ফের রাস্তায় তিন প্রধানের সমর্থকরা… আত্মতুষ্টি চলে আসলে আর কিছু শিখব না! বাংলাদেশ সিরিজে ডাক পেয়ে মন্তব্য আকাশ দীপের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.