সম্প্রতি, গাড়ি চেপে রাতের মুম্বই ঘুরতে বেরিয়েছিলেন সুস্মিতা সেন। বলি-সুন্দরীর নৈশ সফরের সঙ্গী ছিল ছোট মেয়ে আলিশা। সেই মুহূর্তের একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এই প্রাক্তন মিস ইউনিভার্স। ভিডিয়োর আবহসঙ্গীত হিসেবে শোনা যাচ্ছে পাকিস্তানি গায়ক দানিয়েল জাফর-এর গাওয়া 'উড় চলিয়ে' গানখানা। উল্লেখ্য, পাকিস্তানি গায়ক-অভিনেতা আলি জাফরের ছোট ভাই দানিয়েল। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে মা-মেয়ে দু'জনেই ওই গানের ছন্দে দিব্যি মেতে উঠেছেন।
পোস্টের ক্যাপশনে গানটির দারুণ সুখ্যাতি করে গায়ক দানিয়েল-এরও খোলা গলায় তারিফ করেছেন সুস্মিতা। ছোট্ট করে লিখেছেন খোলা আকাশের নীচে রাতের মায়াময় মুম্বই নগরীর আলোর সঙ্গে এরকম মনমাতানো গানের সুরের আমেজ এককথায় দারুণ। পাশাপাশি আরও জানিয়েছেন তাঁর ছোট মেয়েরও এই গানখানি ভারি পছন্দ।
সুমিতার এই পোস্টটি চোখে পড়ামাত্রই আনন্দে আপ্লুত হয়ে কমেন্ট করেছেন 'উড় চলিয়ে' গানের গায়ক দানিয়েল নিজেই। জানিয়েছেন, সুস্মিতার যে এই গান ভালো লেগেছে তা জেনেই তাঁর দারুণ ভালো লাগছে। পাশাপাশি প্রাক্তন মিস ইউনিভার্সকে আন্তরিক ধন্যবাদ জানাতেও ভোলেননি তিনি। ওদিকে গায়কের তরফে এহেন প্রতিক্রিয়া পেয়ে মোটেই চুপ করে থাকেননি সুস্মিতা। মিষ্টি করে দানিয়েলকে 'জান' বলে সম্বোধন করে বলি-অভিনেত্রী জানিয়েছেন সুর ও গান সবসময় দেশের সীমানা ছাড়িয়ে মানুষের হৃদয় ছুঁয়ে যায়।
প্রসঙ্গত, গত ডিসেম্বরেই প্রেমিক রোমান শলের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘোষণা করেছেন অভিনেত্রী সুস্মিতা সেন। গত কয়েকদিন ধরেই সুস্মিতা সেন আর রোমান শলের সম্পর্ক ভাঙার খবর ঘুরে বেরাচ্ছিল টিনসেল টাউনে। তাতে সিলমোহর দিয়েছেন খোদ অভিনেত্রী।
রোমানের সঙ্গে একটি সেলফি পোস্ট করে সুস্মিতা জানিয়েছেন, 'আমরা বন্ধু হিসেবে শুরু করেছিলাম। এখনও বন্ধুই আছি। সম্পর্ক অনেকদিন চলল… ভালোবাসা এখনও আছে।’ সঙ্গে আবার হ্যাশট্যাগে no more speculations, live and let live, cherished memories জুড়ে দিয়েছেন তিনি।
২০১৮ সালের জুলাই মাস থেকে শুরু হয়েছিল তাঁদের প্রেমপর্ব। জানা যাচ্ছে, বেশ কয়েকদিন ধরেই ছোটখাটো বিষয় নিয়ে তিক্ততা বাড়ছিল তাঁদের মধ্যে। সুস্মিতাই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। নায়িকার কথাতে নাকি বাড়ি ছাড়েন রোমান শল।