সুস্মিতা সেনের হার্ট অ্যাটাকের খবর শুনে সেদিন সকলেই চমকে উঠেছিলেন। ফিটনেস নিয়ে সচেতন সুস্মিতা সঙ্গে এটা কীভাবে সম্ভব! এমন খবরে বিস্মিত সকলেই। বৃহস্পতিবার, অভিনেত্রীর বাবা সুবীর সেনের সঙ্গে একটি ছবি শেয়ার করে হার্ট অ্যাটাকের খবর শেয়ার করে নেন। কিছুক্ষণের মধ্যেই সেটা ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। কিন্তু ঠিক কী ঘটেছিল সেদিন?
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, গত ২৭ ফেব্রুয়ারী নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় সুস্মিতা সেনকে। ওইদিনই তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। ১ মার্চ অভিনেত্রীকে ছেড়ে দেওয়া হয়। সূত্রের খবর, ওইদিন শহরে শ্যুটিং করছিলেন সুস্মিতা। সেসময়ই বুকে অস্বস্তি বোধ করেন। পরে, শ্যুটিং সেটে উপস্থিত এক চিকিৎসক তাঁকে দেখেন, বিষয়টি ঠিক ভালো ঠেকেনি চিকিৎসকের। তখনই তাঁকে সেখান থেকে সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা অ্যাঞ্জিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেন। স্টেইন্ট বসানো হয়। পরে কিছুদন চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখার পর অভিনেত্রীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ১ মার্চ, অর্থাৎ বুধবার।
সময়মতো চিকিৎসা হওয়ায় সকলকে ধন্যবাদ জানাতে ভোলেননি সুস্মিতা। অসুস্থতার মাঝেও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মজা করে লিখেছেন, ‘কয়েকদিন আগে আমার হার্ট অ্যাটাক হয়েছিল…অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে…স্টেন্ট বসেছে…J সবচেয়ে বড় কথা, আমার কার্ডিওলজিস্ট আবার নিশ্চিত করেছেন ‘আমার হৃদয় অনেক বড়। সময়মতো সাহায্যের জন্য সকলকে ধন্যবাদ।’
সুস্মিতা আরও লিখেছেন, ‘আমার শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের এই সুসংবাদ জানাতে চাই যে সব ঠিক আছে এবং আমি আবারও কিছুদিন নতুন জীবনের জন্য প্রস্তুত।’ বাবা সুবীর সেনের কতা টেনে সুস্মিতা জানান, বাবা তাঁকে বলেছেন, ‘নিজের হৃদয়কে খুশি রাখো, সে তখন তোমার পাশে থাকবে, যখন তাঁকে তোমার দরকার সোনা।’
প্রসঙ্গত, বরবরই জীবনে নিজের শর্তে বেঁচেছেন সুস্মিতা। দুই মেয়েকে নিয়ে সুখেই জীবনযাপন করতে দেখা যায় তাঁকে। সবসময়ই সুন্দর ও সুস্থ জীবনের বার্তা দেন তিনি। নিয়েও ফিট থাকার চেষ্টা করেন। নিজের জীবনযাপনের জন্যই বহু মহিলার কাজে তিনি অন্যতম উদাহরণ, সেই সুস্মিতা কীভাবে হৃদরোগে আক্রান্ত হলেন, তাতে সকলেই স্তম্ভিত। তবে অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।