এ যেন ‘শেষ হয়েও হইল না শেষ’… ডিসেম্বরেই আলাদা হওয়ার কথা ঘোষণা করেন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন ও তাঁর তৎকালীন প্রেমিক ও মডেল রোমান শল। বয়সের ফারাক থাকা সত্ত্বেও দু'জনের কেমিস্ট্রি মনে ধরেছিল সকলের। সুস্মিতার বাড়িতেই তাঁর দুই কন্যা সন্তানের সাথে থাকতেন রোমন। তবে, বিচ্ছেদের দিনকয়েক আগে থেকে আলাদা থাকতে শুরু করেছিলেন।
তবে চলতি সপ্তাহে হঠাৎই রোমনকে সুস্মিতার বাড়ির তলায় দেখতে পাওয়া গেল। আধ ঘণ্টা বাড়ির নীচে দাঁড়িয়েই তিনি কথা বলেন। আর তারপর সোজা ঢুকে যান সুস্মিতার বাড়ির ভিতরে। এর কিছু সময় পর সুস্মিতা আর রোমনকে একসাথে বাড়ি থেকে বের হতে দেখা যায়।
২৩ ডিসেম্বর এই বিচ্ছেদের খবরটা সামনে আসে। অভিনেত্রী নিজেই তাঁর আর রোমনের একটি ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। আর ক্যাপশনে লেখেন, ‘আমরা বন্ধু হিসেবে শুরু করেছিলাম। এখনও বন্ধুই আছি। সম্পর্ক অনেকদিন চলল… ভালোবাসা এখনও আছে।’
আসলে সুস্মিতার দুই দত্তক-কন্যা রেনে এবং আলিশার সাথে খুব ভালো বন্ডিং ছিল রোমনের। এমনকী, নায়িকার পরিবারেরও ঘনিষ্ঠ ছিলেন এই মডেল-অভিনেতা। তাই প্রেমের সম্পর্ক ভাঙলেও যোগাযোগ হয়তো সারা জীবন থাকবে!
আপাতত প্রাক্তন জুটির একসাথে সময় কাটানো মনে একটা প্রশ্ন উসকে দিচ্ছে, সত্যি কি সব শেষ? নাকি আবার জোড়া লাগার সম্ভাবনা দেখাচ্ছে দু'জনের বিচ্ছেদের এক মাসের মধ্যে একসাথে সময় কাটানো?