সুস্মিতা সেনকে রোল মডেল মানেন অনেক মহিলারাই! সুস্মিতার সদাহাস্য মুখ, খোলামেলা কথা বলা, নির্ভীক মনোভাব মন কাড়ে সকলের। সম্প্রতি সুস্মিতার একটা পুরনো সাক্ষাৎকারের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে তাঁকে একইসাথে ‘নিখুঁত’ আর ‘ব্যর্থতা’ নিয়ে কথা বলতে শোনা গিয়েছে।
সুস্মিতার এক অনুরাগী সেই ভিডিয়ো শেয়ার করেছিলেন নিজের ইনস্টা ওয়ালে। আর তারপর সেটা নিজের স্টোরিতে শেয়ার করেন অভিনেত্রী।
বছরকয়েক আগে সিমি গরেওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে সুস্মিতাকে বলতে শোনা যাচ্ছে, ‘আমার ব্যর্থতা নিয়ে কোনও ভয়ই নেই। এই ভয়ই কিন্তু মানুষকে আরও বেশি ভীতু বানিয়ে দেয়।’
সিমির প্রশ্নের উত্তরে সুস্মিতাকে আরও বলতে শোনা যায়, ‘কারণ আমি জীবনে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার মেনে নিয়েছি। আর তা হল, আমি নিখুঁত নই। এটা যত তাড়াতাড়ি তুমি মেনে নেবে যে জীবনের একটা না একটা পর্যায়ে হার আসবেই, তত তাড়াতাড়ি তুমি ভয়ডর ছেড়ে জীবনে এগিয়ে যেতে পারবে।’
প্রসঙ্গত, সপ্তাহখানেক আগেই প্রেমিক রোমান শলের সাথে বিচ্ছেদের কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। ২০১৮ সালের জুলাই মাসে প্রথম সম্পর্ক সামনে আনেন অভিনেত্রী। তবে দু'বছর পেরোতেই আলাদা হয়েছেন। ব্রেকআপের খবর জানাতে সুস্মিতা রোমনের সাথে তোলা একটি সেলফি পোস্ট করেছিলেন। যেখানে দেখা গিয়েছিল প্রাক্তন প্রেমিকের ঘাড়ে মাথা দিয়ে আছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘আমরা বন্ধু হিসেবে শুরু করেছিলাম। এখনও বন্ধুই আছি। সম্পর্ক অনেকদিন চলল… ভালোবাসা এখনও আছে।’