সুস্মিতা সেনের বড় মেয়ে রেনে তাঁর মায়ের দেখানো পথেই হাঁটতে চলেছেন। জানা গিয়েছে তিনিও নাকি শীঘ্রই বলিউডে ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী হিসেবে। রবিবার অভিনেত্রী নিজেই জানিয়েছেন সেই কথা। তাঁর মতে তাঁর মেয়ে রেনে নাকি একেবারে প্রস্তুত অভিনেত্রী হওয়ার জন্য, চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য।
মেয়ে রেনেকে নিয়ে কী বললেন সুস্মিতা?
মেয়ে রেনের অভিনয়ের দক্ষতার প্রসঙ্গে তারিফ করে এদিন সুস্মিতা সেন ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, 'রেনে অভিনেতা হতে চায়। ও অভিনেতা হলে খুব ভালো অভিনেতা হবে। ইতিমধ্যেই ও সেই বিষয়ে প্রস্তুতি চালু করে দিয়েছে।'
আরও পড়ুন: দীপঙ্কর দের সঙ্গে শারীরিক সম্পর্ক নিয়ে 'তৃপ্ত' নন দোলন! বললেন, 'মানিয়ে নিয়েছি, নইলেই অশান্তি...'
আরও পড়ুন: 'যা বলেছে ঠিক নয়', প্রাক্তন প্রেমিকা মিথ্যেবাদী! সুরাকে বিয়ের পর জর্জিয়ার বিষয়ে কী জানালেন আরবাজ?
অভিনয় নিয়ে কী জানিয়েছেন রেনে?
প্রসঙ্গত রেনে যে কতটা প্রতিভাবান সেটার পরিচয় সে আগেও দিয়েছে। ২০২৩ সালে মুক্তি পেয়েছে তালি। সেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন সুস্মিতা সেন। এই ছবিতে থাকা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেছিলেন রেনে। এমনকি অভিনয়ের হাতেখড়ি হয়ে গিয়েছে তাঁর। ২০২১ সালে একটি শর্ট ফিল্ম, সুট্টাবাজীতে দেখা গিয়েছিল তাঁকে। আর সেই ছবিতে তিনি সম্পূর্ণ নিজের দক্ষতাতেই সুযোগ পেয়েছিলেন।
সেই সময় অর্থাৎ ২০২১ সালে ভগ ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে রেনে নিজেই জানিয়েছিলেন , 'আমি আমার নিজের পথ নিজেই তৈরি করব এবং ভরব। আমি আমার মায়ের ক্লোন নই, আমি ওঁর মতো একেবারেই হতে চাই না। আমরা এক একজন আলাদা মানুষ। উনি সবসময় আমায় আলাদা ব্যক্তি হিসেবে গড়ে উঠতেই উৎসাহ দিয়েছেন যাঁর আলাদা মত আছে।' তিনি একই সঙ্গে জানিয়েছিলেন সুস্মিতা সেন ভীষণ খুশি এবং গর্বিত যে তিনি স্বাধীন ভাবেই, একাকী মায়ের সাহায্য ছাড়া অভিনয় জগতে পা রেখেছেন।
আরও পড়ুন: 'এই বসন্তে প্রেম নেই, তবে...', হাত ছেড়েছেন নবনীতা, এবার কার সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে কাটাচ্ছেন জিতু?
আরও পড়ুন: 'অত ক্যালকুলেটিভ নই...' লোকসভা নির্বাচনের আগে পর্দায় কামব্যাক করেও কেন এমন বললেন দেবশ্রী?
রেনে চান বিভিন্ন ধরনের ছবিতে কাজ করতে। অ্যাকশনে ভরপুর ছবি হোক বা রোম্যান্টিক কমেডি, বা থ্রিলিং কিছু তিনি সবেতেই অংশ নিতে চান বলেই জানিয়েছেন সুস্মিতা কন্যা।
সুস্মিতা কন্যা রেনের অন্যান্য গুণ
তবে কেবল অভিনয় নয়। রেনের কিন্তু আরও গুণ আছে। তিনি একজন ক্লাসিক্যাল গায়িকা। এমনকি একজন কথক নৃত্যশিল্পীও বটে। সাইকোলজি এবং সামাজিকবিদ্যা নিয়ে পড়েছেন তিনি।