গত মাসেই হৃদরোগে আক্রান্ত হন সুস্মিতা সেন। কিন্তু তিনি এখন সুস্থ আছেন বলেই জানালেন অভিনেত্রী ভাই রাজীব সেন। একটি নতুন সাক্ষাৎকারে তিনি জানালেন অভিনেত্রী এখন একদম ঠিক আছেন। তিনি বলেন তাঁর দিদি মানসিক এবং শারীরিক ভাবে ভীষণই শক্ত। এক হাতে দুই সন্তানকে মানুষ করার জন্যও তিনি তাঁর দিদিকে বাহবা দেন।
মার্চের ২ তারিখ সুস্মিতা সেনের হার্ট অ্যাটাকের খবর প্রকাশ্যে আসে। তিনি তাঁর ইনস্টাগ্রাম পোস্টে জানান তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। একই সঙ্গে তিনি একটি লাইভ ভিডিয়ো করে ভক্তদের জানান তাঁর একটি ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। তাঁর ধমনীর ৯৫ শতাংশ নাকি ব্লক হয়ে গিয়েছিল। তবে সার্জারির পর তিনি সুস্থ আছেন এখন। বর্তমানে অভিনেত্রী আরিয়া ৩ সিরিজের শ্যুটিং করছেন।
ইটাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে রাজীব বলেন, 'ঈশ্বরের আশীর্বাদে ও এখন একদম ঠিক আছে। যা হয়েছিল সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আসলে স্বাস্থ্য এমন একটা বিষয় যেটা নিয়ে আগে থেকে কিছুই বলা যায় না। কিন্তু এখন ও ঠিক আছে। কাজে ফিরেছে।' তিনি আরও বলেন, 'ও মানসিক এবং শারীরিক ভাবে ভীষণই শক্ত। আসলে এটা না হয়ে ওর কাছে কোনও উপায় নেই কারণ একা হাতে দুটো মেয়েকে সমলানো মুখের কথা নয়। আমার বোন মাসের পর মাস পরিশ্রম করে চলেছে। শ্যুটিং করে চলেছে। এটা সহজ নয়।'
আরিয়া ৩ সিরিজে সুস্মিতার সহ অভিনেতা বিকাশ কুমার তাঁর হার্ট অ্যাটাকের বিষয়ে বলেছেন 'আমাদের আরিয়া ৩ -এর অধিকাংশ শ্যুটিং হয়ে গিয়েছে। কিন্তু এই সিরিজ যেহেতু রাজস্থানের উপর ভিত্তি করে বানানো হয়েছে সেহেতু কিছু আউটডোর শুট ছিল। সেটা করতেই আমরা যেদিন জয়পুর যাই সেদিনই সুস্মিতা হৃদরোগে আক্রান্ত হন।'
২০১৪ সালে অভিনেত্রীর অটোইমিউন রোগ, অ্যাডিসন্স ধরা পড়ে। তারপর আবার গত মাসে হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাঁর ভক্তরা তাঁকে নিয়ে চিন্তিত হয়ে পড়েন। কিন্তু সবাইকে চমকে দিয়ে কিছুদিনের মধ্যেও তাঁকে স্টেজে ফিরতে দেখা যায়। ফ্যাশন শোতে হাঁটেন তিনি। ফেরেন আরিয়া ৩ -এর শ্যুটিংয়েও।