অতীতের কৃতিত্বের জন্য কলকাতা জেলা সাঁতার সমিতির তরফে সংবর্ধনা দেওয়া হল সুস্মিতা সেনের বাবা সুবীর সেনকে। তাঁর হাতে তুলে দেওয়া হল স্মারক। সেই মুহূর্তটি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বঙ্গ তনয়া তথা প্রাক্তন মিস ইউনিভার্স।
বাবা সুবীর সেনের হাতে স্মারক তুলে দেওয়ার ছবি দিয়ে সুস্মিতা লিখেছেন, ‘এই সম্মান অনেকদিন ধরে পাওনা ছিল। উনি সত্যিই এই সম্মান পাওয়ার অধিকারী। সাঁতার, ওয়াটারপোলো এবং ডাইভিংয়ে ওঁর অতীতের কৃতিত্বের জন্য আমার বাবাকে কলকাতা জেলা সাঁতার সমিতির দ্বারা সম্মানিত করা হচ্ছে। গর্বিত। আমি তোমাকে ভালোবাসি!!’ সবশেষে চিরাচরিত বাঙালির অভ্যাসে দুর্গা নাম নিয়ে লিখেছেন 'দুগ্গাদুগ্গা'। সুস্মিতার এই পোস্টে সর্বপ্রথম যিনি কমেন্ট করেছেন তিনি হলেন ‘আরিয়া’ ওয়েব সিরিজে তাঁর সহ-অভিনেতা বিক্রমজিৎ প্রধান। লিখেছেন, আর্য সহ-অভিনেতা বিক্রমজিৎ প্রধান ‘আরআরআরের পর ..এখন এসএসএস..স্যার সুবীর সেন!! শ্রদ্ধা।’ সুস্মিতা বিক্রমজিতকে উত্তরে লিখেছেন, ‘বিশ্বজিৎ প্রধান আপনি সেরা! ধন্যবাদ স্যার জি।’
আরও পড়ুন-বদলে যাচ্ছে 'ইন্দু'? ইশা নন, এবার এই চরিত্রে দেখা যাবে ‘বালিকা বধূ’র আনন্দীকে…
এছাড়াও সুস্মিতা সেনের এই পোস্টে কমেন্ট করেছেন তাঁর বহু অনুরাগী। একজন বর্ষীয়ান মহিলা লিখেছেন, ‘বাহ! সুবীর কী সম্মান! অভিনন্দন! আপনি ক্লাবকে আর হ্যাঁ বাঙালি জাতিকেও আপনার পরিষেবা দিয়ে গর্বিত করেছেন! ধন্যবাদ!! সুস্মিতা আপনাওর গর্বিত হওয়ার অধিকার আছে!’
কাজের ক্ষেত্রে 'আরিয়া-৩' ছাড়াও সুস্মিতা সেনের হাতে আরও বেশ কয়েকটি ওয়েব সিরিজের কাজ রয়েছে। যার মধ্যে রয়েছে 'তালি'। যেটি কিনা রূপান্তরকামী শ্রীগৌরী সাওয়ান্তের জীবনের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে। প্রসঙ্গত শ্রীগৌরী সাওয়ান্ত হলেন ২০১৩ সালের ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি (NALSA)র মামলার একজন আবেদনকারী। যে রূপান্তরকামী ব্যক্তিকে সুপ্রিম কোর্ট তৃতীয় লিঙ্গ হিসাবে স্বীকৃতি দিয়েছে বলে জানা যায়।