গত ২ মার্চ সুস্মিতা সেন সোশ্যাল মিডিয়ায় প্রথমবার জানান দিন কয়েক আগেই হার্ট অ্যাটাক হয়েছিল তাঁর, অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে, স্টেন্ট বসেছে। আচমকা এমন খবর শুনে সকলেই হতবাক। সুস্মিতা জানিয়েছিলেন তাঁর প্রধান ধমনীগুলির একটিতে ৯৫ শতাংশ ব্লকেজ ছিল। সে তো নায় হয়, ঘটনার পর মাত্র ১৫দিনও পার হয়নি, প্রাক্তন মিস ইউনিভার্স যা করলে তা দেখে চোখ কপালে উঠেছে নেটপাড়ার।
কিন্তু কী এমন করলেন সুস্মিতা?
মুম্বই-এ আয়োজিত ল্যাকমে ফ্যাশন উইকের র্যাম্পে হাঁটলেন সুস্মিতা। পরনে অনুশ্রী রেড্ডির ডিজাইন করা হলুদ লেহেঙ্গা, নামমাত্র গয়না, আর খোলা চুল, এভাবেই ফ্যাশান উইকে তৃতীয় দিনের র্যাম্পে শো স্টাপার হিসাবে দেখা গেল প্রাক্তন মিস ইউনিভার্সকে। হাতে ফুলের তোড়া নিয়ে র্যাম্পে হাঁটতে হাঁটতেই দর্শকাসনে বসে থাকা এক যুবকের হাতে সেটি তুলে দিলেন। অসুস্থতাকে দূরে সরিয়ে রেখে সুস্মিতাকে এভাবে আগের রূপে দেখে সকলেই বিস্মিত! নেটনাগরিকদের কেউ লিখেছেন, ‘উনি সত্যিই উদাহরণ! ওঁকে দেখে অনুপ্রাণিত হওয়া যায়’। কারোর কথায়, ‘উনি সবসময়ই মুগ্ধ করেন, ওঁর মধ্য়ে অদ্ভুত একটা শক্তি আছে, যা সত্যিই অবিশ্বাস্য,’ কারোর মন্তব্য, ‘ওঁর মুখের ওই হাসি যেন সামনে বসে থাকে সমস্ত হৃদয়ে ছড়িয়ে পড়ে, যেন দেবী, ওঁর জন্য কোনও শব্দই যথেষ্ঠ নয়।’
এদিকে অ্যাঞ্জিওপ্লাস্টি হওয়ার মাত্র ১ সপ্তাহ পর শরীরচর্চা করতে দেখা গিয়েছে সুস্মিতা সেনকে। তিনি জানান, চিকিৎসকরা অনুমতি দিয়েছেন, সেকারণেই ফের শরীরচর্চা শুরু করেছেন অভিনেত্রী। হার্ট অ্যাটাকে পর সুস্থ হয়ে ওঠার বিষয়ে বাবা সুবীর সেনের কথার প্রসঙ্গ টেনে সুস্মিতা বলেছিলেন, তাঁর বাবাই তাঁকে হৃদয়কে খুশি রাখার শিক্ষা দিয়েছেন, বলেছেন, হৃদয়রে খুশি রাখলে সেও প্রয়োজনে পাশে থাকবে। তবে এতবড় ঘটনা কাউকে টের না পেতে দেওয়া প্রসঙ্গে অভিনেত্রী বলেন, তিনি গোপনীয়তা পছন্দ করেন, তাই সেটাই হাসপাতালকে জানিয়েছিলেন। সকলকে ভালোবাাসা দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতেও ভোলেননি সুস্মিতা।