বাংলা নিউজ > বায়োস্কোপ > Sushmita Sen with her kids: মা মেয়েদের যুগলবন্দি! সোশ্যাল মিডিয়ায় কী পোস্ট করলেন প্রাক্তন মিস ইউনিভার্স

Sushmita Sen with her kids: মা মেয়েদের যুগলবন্দি! সোশ্যাল মিডিয়ায় কী পোস্ট করলেন প্রাক্তন মিস ইউনিভার্স

ক্যামেরার সামনে দুই সন্তানকে নিয়ে একদম অন্য রূপে ধরা দিলেন সুস্মিতা সেন

Sushmita Sen with her kids: ক্যামেরার সামনে দুই সন্তানকে নিয়ে একদম অন্য রূপে ধরা দিলেন সুস্মিতা সেন।

সুস্মিতা সেনকে মাঝে মধ্যেই তাঁর ব্যক্তিগত জীবনের কিছু মুহূর্তের ছবি বা ভিডিয়ো শেয়ার করতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। তাঁর এবং তাঁর দুই সন্তানের মধ্যে একটা সুমধুর সম্পর্ক রয়েছে সেটা এই ছবিগুলো থেকেই ধরা পড়ে। সুস্মিতার দুই সন্তানের নাম রেনে এবং আলিসা সেন। এঁদের সঙ্গেই সুস্মিতা মাঝে মধ্যে ছবি পোস্ট করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। দেখুন সুস্মিতা তাঁর সন্তানদের সঙ্গে কী ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।

সুস্মিতার ছোট মেয়ে আলিসা সেন কিছুদিন আগেই ১৩ বছরে পা দিল। সেদিন অভিনেত্রী তাঁর সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন। প্রাক্তন মিস ইউনিভার্স একটি মিষ্টি ক্যাপশন সহ সেই ছবিটি শেয়ার করেছিলেন।

অন্যদিকে সুস্মিতার বড় মেয়ে, রেনে সেন ২৩ বছরে পা দিলেন। সেদিনও মা মেয়েকে একটি আদুরে ছবি পোস্ট করতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়।

এছাড়াও মাঝে মধ্যে অভিনেত্রীকে তাঁর দুই কন্যার সঙ্গে হাসিখুশি মুহূর্তের ছবি ভাগ করে নিতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। এছাড়া রেনে, আলিসার সঙ্গে হাসি মুখে সেলফি তুলে সেটা ইনস্টাগ্রামে কখনও সখনও পোস্ট করেছেন সুস্মিতা সেন।

শুধুই কি আনন্দের মুহূর্ত? দৈনন্দিন জীবনের নানান মুহূর্তই দেখা যায় অভিনেত্রীর ইনস্টাগ্রামে চোখ রাখলে। কখনও এই বলিউড স্টারকে হেয়ার স্টাইলিস্ট হয়ে দেখা যায় তো কখনও অন্য কিছু। সম্প্রতি অভিনেত্রীকে তাঁর ছোট কন্যা, আলিসার চুল কাটতে দেখা যায়। আর সেই ছবি তাঁর বড় মেয়ে রেনে তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

সুস্মিতা এবং তাঁর দুই কন্যার একটি বিমূর্ত ছবি ইনস্টাগ্রামে বেশ নজর কেড়েছিল। সেখানে তাঁরা তিনজন একটি কাচের সামনে পোজ দিয়েছিলেন। আর অভিনেত্রী নিজেই সেই মুহূর্তের ছবি তুলেছিলেন।

বেড়াতে গিয়েও সন্তানদের সঙ্গে নানান মুহূর্তের ছবি তোলেন সুস্মিতা, আর সেগুলো ইনস্টাগ্রামে পোস্ট করতেও ভোলেন না। কখনও হাসিমুখে সেলফি তোলেন, তো কখনও নৌকার উপর মজার পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায় তাঁদের। কিছুদিন আগেই সুস্মিতা সেন একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে অভিনেত্রীকে তাঁর ছোট কন্যার সঙ্গে গান গাইতে দেখা যায়। তাঁরা গাড়ি করে কোথাও যাচ্ছিলেন তখনই দুজন মিলে সেখানে গান গাইতে গাইতে যান।

বন্ধ করুন