ভিকি কৌশল, তৃপ্তি দিমরি এবং অ্যামি ভির্ক অভিনীত কমেডি ফিল্ম 'ব্যাড নিউজ' ১৯ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ধর্মা প্রোডাকশন, অ্যামাজন প্রাইম এবং লিও মিডিয়া কালেক্টিভ প্রযোজিত আনন্দ তিওয়ারি পরিচালিত এই ছবিটি ইতিমধ্যেই ভিন্ন স্বাদের গল্প ও বিশাল স্টারকাস্টের জন্য সকলের মন কেড়েছে। কিন্তু জানলে অবাক হবে এই ছবির সঙ্গে রয়েছে অভিনেত্রী সুস্মিতা সেনের বিশেষ যোগ! তাঁর মেয়ে রেনি সেন এই ছবিতে ইন্টার্ন সহকারী পরিচালক (এডি) হিসাবে কাজ করেছেন।
রেনি সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট করে ছবির নির্মাতাদের আন্তরিক কৃতজ্ঞতা জানান, ভাগ করে নেন এই ছবিতে কাজ করার অভিজ্ঞতাও। তাছাড়াও তিনি পোস্টে ছবির নেপথ্যের কাহিনী এবং সেটে কাটানো নানা মুহূর্ততের কথাও শেয়ার করেন। রেনি জানান, ছবিতে ক্রেডিট দেখানোর সময় যখন তাঁর নাম আসে তখন তা দেখে তিনি আপ্লুত হয়ে পড়েন, একজন ইন্টার্ন এডি হিসাবে তাঁর নাম তালিকাভুক্ত দেখে তিনি খুব আনন্দিত হন৷ তাছাড়াও তিনি ছবির প্রধান অভিনেতা ভিকি কৌশল এবং তৃপ্তি দিমরির সঙ্গে দৃশ্য পরিচালনার সময় কেমন অভিজ্ঞতা হয় তাও জানান।
আরও পড়ুন: ভিকির গানে হুক স্টেপ করল করণের ছেলে! এদিকে কোরিওগ্রাফার রেগে কাঁই
রেনি তাঁর ইনস্টাগ্রামে যে ছবিটি পোস্ট করেছেন সেখানে তাঁকে ছবির পরিচালক আনন্দ তিওয়ারির সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে। ছবিটি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, 'ব্যাড নিউজ- এ কাজ করা আমার জন্য অতন্ত বড় একটা ব্যাপার। এটা বড় ফিল্ম স্কুলে যাওয়ার মতোই ছিল অভিজ্ঞতা বা হয়তো আরও ভালো। আমাদের চমৎকার ক্রু আমাকে অনেক কিছু শিখিয়েছেন, আর সঙ্গে আমার অনেক বন্ধুও তৈরি হয়েছে, যারা সারাজীবন আমার সঙ্গে থেকে যাবে।' তিনি নির্মাতাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রসঙ্গত, আনন্দ তিওয়ারি পরিচালিত সিনেমা 'ব্যাড নিউজ' ২০১৯ সালের ছবি 'গুড নিউজ'-এর একটি সিক্যুয়েল। পাশাপাশি এই ছবি একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে। ছবিতে ভিকি কৌশল, তৃপ্তি দিমরি এবং অ্যামি ভির্ক প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। এখানে হেটেরোপ্যাটারনাল সুপারফেকন্ডেশনের বিরল প্রজনন ঘটনাটি তুলে ধরা হয়েছে। অর্থাৎ যমজ সন্তান একই মায়ের গর্ভে বড় হয়ে জন্মগ্রহণ করবে কিন্তু তাদের বিভিন্ন বায়োলজিক্যাল বাবা আলাদা আলাদা। ছবিতে গান গেয়েছেন রোচক কোহলি, বিশাল মিশ্র, লিজো জর্জ- ডিজে চেতাস, প্রেম- হরদীপ, করণ আউজলা এবং অভিজিৎ শ্রীবাস্তব। এই ছবির 'তৌবা তৌবা' এবং 'জানাম' দুটি গানই ইতিমধ্যেই দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে।