অনন্ত রাধিকার রিসেপশনের সাক্ষী থাকতে দেশ বিদেশের বহু আমন্ত্রিত উপস্থিত ছিলেন। ১৪ জুলাই সেই গ্র্যান্ড রিসেপশন আমন্ত্রিত ছিলেন টলিউডের একাধিক তারকারা। ব্যাড যাননি সুস্মিতা চট্টোপাধ্যায়ও। সেদিন তিনি কেমন সেজেছিলেন থেকে শুরু করে ওখানে গিয়ে কী কী করলেন সেটাই এদিন এই ভিডিয়োতে সকলের সঙ্গে ভাগ করে নিলেন।
আরও পড়ুন: 'ভালো বা খারাপ হয়, কিন্তু...' আবারও কি নবনীতার কাছে ফিরবেন কখনও জিতু? কী জানালেন?
আরও পড়ুন: 'কাউকে দোষ দিচ্ছি না', শোভনের সঙ্গে বিয়ে সারা, সোহিনীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে হঠাৎ কী বললেন রণজয়?
অনন্ত রাধিকার রিসেপশনে সুস্মিতা
সুস্মিতা চট্টোপাধ্যায় অনন্ত রাধিকার রিসেপশনের সাক্ষী থাকতে পৌঁছে গিয়েছিলেন মুম্বই। তিনি এদিন একটি সোনালি রঙের ভরাট কাজের লেহেঙ্গা পরেছিলেন। সঙ্গে মানানসই হীরের নেকলেস, কানের এবং চুরি পরেছিলেন। হাতে নিয়েছিলেন একটি ব্যাগ। রিসেপশনের জায়গাটি কেমন সাজানো হয়েছিল, কী কী ঘটেছিল সেটাও এখানেও একটি ছোট ভিডিয়ো পোস্ট করে তুলে ধরেন সুস্মিতা।
এদিন কেবল সুস্মিতা নন, রাইমা সেন, রিয়া সেন, শ্বাশত চট্টোপাধ্যায়, যশ দাশগুপ্ত, নুসরত জাহান, রুক্মিণী মৈত্র, সহ বাংলা ইন্ডাস্ট্রির একাধিক তাবড় তাবড় অভিনেতা, অভিনেত্রীকে দেখা গিয়েছিল।
অনন্ত রাধিকার বিয়ে
অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্ট গত ১২ জুলাই বিয়ে করলেন। গত শুক্রবার মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছিল তাঁদের বিয়ের আসর। তিন দিন ধরে চলল বিয়ে। শুভ বিবাহ দিয়ে অনুষ্ঠান শুরু হওয়ার পর ১৩ জুলাই অনুষ্ঠিত হয় শুভ আশীর্বাদ অনুষ্ঠান। এবং মঙ্গল উৎসব বা রিসেপশন অনুষ্ঠিত হয় ১৪ জুলাই।
আরও পড়ুন: আম্বানিদের বিয়েতে এসে 'গো - মাতা'র সেবা শ্রেয়ার! আদর করে নিজের হাতে খাইয়ে দিলেন ২ বাছুরকে
এর আগে তাঁদের দুটো প্রিওয়েডিং আয়োজিত হয়েছে। একটি গুজরাটের জামনগরে অনুষ্ঠিত হয়েছে এক সপ্তাহ ধরে। আরেকটি ইতালির আলিশান ক্রুজে। সমস্ত অনুষ্ঠানের ছবি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল। বিয়ের আগে সঙ্গীত থেকে শুরু করে গায়ে হলুদ, গরবা অনুষ্ঠান, গ্রহ শান্তির পুজো সবই অনুষ্ঠিত হয়ে গিয়েছে। রিপোর্ট অনুযায়ী আন্তর্জাতিক গায়ক যেমন অ্যাডেলে, ড্রেক, লানা ডেল রে পারফর্ম করছেন অনন্ত রাধিকার বিয়েতে। এছাড়া বেশ কিছু ভারতীয় সঙ্গীত শিল্পীরাও ছিলেন। শ্রেয়া ঘোষাল প্রিওয়েডিংয়ের পর অনন্ত রাধিকার বিয়েতেও পারফর্ম করেছেন। এছাড়া ছিলেন সোনু নিগম, শঙ্কর মহা দেবন, হরিহরণ, কৌশিকী চক্রবর্তী, প্রমুখ।