টলিপাড়ায় গুঞ্জন, এক উঠতি পরিচালকের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই একসঙ্গে কাজ সারা। সেই ছবি যদিও এখনও পর্দায় আসেনি। শ্যুটের ফাঁকেই নাকি একে অপরের 'কাছের মানুষ' হয়ে ওঠেন তাঁরা।
কী ভাবছেন? এখানেই শেষ? নাহ। শোনা গিয়েছে, সম্প্রতি চুপিচুপি মলদ্বীপ ঘুরে এসেছেন দু'জন। পরিচালকের ইনস্টাগ্রাম জুড়ে গুচ্ছ গুচ্ছ বিদেশ ভ্রমণের ছবি। কিন্তু সুস্মিতার অ্যাকাউন্টে সে সব কোথায়! সম্পর্ক লোকাতেই কি বাড়তি সতর্কতা? প্রশ্ন ছুড়তেই হেসে উঠলেন 'প্রেম টেম'-এর নায়িকা। বললেন, 'আমি এ সব কথা পাত্তা দিই না। অনেক জায়গায় ভিত্তিহীন অনেক কিছুই লেখা হচ্ছে। তাতে আমার কিছু করার নেই। এটুকু বলতে পারি, আমি এখনও পর্যন্ত বিদেশ যায়নি। আমার পাসপোর্টে কোনও স্ট্যাম্প নেই। মলদ্বীপ কী করে চলে গেলাম জানি না!'
সুস্মিতার দাবি, এপ্রিল মাসে শেষ বেড়াতে যান তিনি। মুন্নারে। তার পর আর শহর ছাড়েননি অভিনেত্রী। পরিচালক যে দিনগুলিতে মলদ্বীপের ছবি পোস্ট করেছেন, সে দিনগুলিতে শহরেই ছিলেন সুস্মিতা। একটি বড় ইভেন্টেও গিয়েছিলেন। ইন্ডাস্ট্রির আরও অনেকেই ছিলেন সেখানে। তাঁর যুক্তি, 'মলদ্বীপ বেড়াতে গেলে ওই একই সময় সেই ইভেন্টে গেলাম কী করে? ওখানে তো অনেকেই আমাকে দেখেছেন। ধরে নেওয়া যাক, তার আগেই ঘুরে এসেছি। ছবিগুলো পরে দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে যাদের সঙ্গে শ্যুট করেছি, তাদের জিজ্ঞাসা করলেই জানা যাবে আমি শহরে ছিলাম কি না।'
এই প্রথম নয়। অতীতেও এক পরিচালকের সঙ্গে নাম জড়ায় সুস্মিতার। তবে এ সব নিয়ে ভাবিত নন টলিউডের উঠতি নায়িকা। কাজে মন দিতে চান তিনি।