অভিনেত্রী সুস্মিতা সেন আবারও শিরোনামে। যার কারণ হল, ইনস্টাগ্রাম বায়ো-তে জুড়েছেন বিশ্ব সুন্দরী নতুন ডেট অফ বার্থ। আর তারপর থেকেই ধন্দে। সবাইকে অবাক করেছে সুস্মিতার এই সিদ্ধান্ত। কারও সন্দেহ, এর সঙ্গে সুস্মিতার ২০২৩ সালে হওয়া হার্ট অ্যাটাকের কোনও সম্পর্ক নেই তো?
বায়োতে পরিবর্তন
সুস্মিতা সেন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘দ্বিতীয় জন্ম তারিখ’ উল্লেখ করেছেন। লিখেছেন, ‘দ্বিতীয় ডিওবি: ২৭/০২/২০২৩’।
কিছু ভক্ত বিভ্রান্ত হলেও, অনেকেই বুঝে নেন, দ্বিতীয় জন্ম তারিখটি গত বছর তার হার্ট অ্যাটাকের সঙ্গে যুক্ত। অতীতেও তাঁকে বলতে শোনা গিয়েছিল যে, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে একটি বিশাল হার্ট অ্যাটাকের হাত থেকে বেঁচে মৃত্যু মুখ থেকে ফিরে আসেন তিনি। তবে এবারই প্রথম তারিখ উল্লেখ করলেন।
আরও পড়ুন: নীতা আম্বানির সমস্যা ছিল গর্ভধারণে, ইশাও পারেননি স্বাভাবিক ভাবে অন্তঃসত্ত্বা হতে

সুস্মিতার হার্ট অ্যাটাক সম্পর্কে আরও
জয়পুরে ডিজনি + হটস্টার শো ‘আরিয়া’-র শুটিং চলাকালীন সুস্মিতার হার্ট অ্যাটাক হয়। যা নিয়ে এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘আমি এমন একজন ব্যক্তি, যে সব সময়ে জীবনকে উদযাপন করে। আমি সব সময় সুখী ছিলাম। এটি সত্যিই আমাকে এই সমস্যাটি মোকাবেলা করতে সাহায্য করেছে। কারণ আমি অপারেশন টেবিলেও হাসছিলাম।’
শুটিং সেটেই অসুস্থ হয়ে পড়েন সুস্মিতা। নানাবতী হাসপাতালে নিয়ে গেলে স্টেইন বসানো হয়। ১ মার্চ সুস্মিতা সেন তাঁর ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন, ম্যাসিভ হার্ট অ্যাটাক ছিল সেটা। মূল আর্টারির প্রায় ৯৫ শতাংশ ব্লকেজ ছিল। লাইভে এসে নিজের মুখে সেই কথা জানিয়েছেন অভিনেত্রী।
সুস্মিতার মতো ফিট, স্বাস্থ্য সচেতন মানুষের সঙ্গেও যে এমন হয়েছে সেই সময় বিশ্বাস করতে পারেননি অনেকেই। সব অনুরাগীদের চিন্তার অবসান ঘটিয়েছিলেন নিজে লাইভে এসে। কেউ যাতে ভয়ে জিমে যাওয়া না ছেড়ে দেয়, তা নিয়েও কথা বলেছিলেন। সুস্মিতাকে বলতে শোনা গিয়েছিল, ‘মূল আর্টারির ৯৫ শতাংশ ব্লকেজ হওয়া মানেই তো সেটা ম্যাসিভ হার্ট অ্যাটাক। আমার সুস্থ ও নিয়মিত লাইফস্টাইলের জন্যই কিন্তু, এত বড় বিপদেের হাত থেকে রক্ষা পেয়েছি’।
‘ম্যাসিভ হার্ট অ্যাটাকের ঘটনা কিন্তু, আমাকে মোটেই ভয় দেখাতে পারেনি। কারণ, এখন আমার মনে হচ্ছে, আগামী দিনে আমি অনেক কিছু করতে পারব।’, জুড়ে দেন সঙ্গে।