ধুমধাম করে বিয়েটা করেই ফেলেছেন সাহেব ভট্টাচার্য আর সুস্মিতা দে। যদিও বিয়েটা বাস্তবে হয়নি, হয়েছে স্টার জলসার সিরিয়াল কথা-তে। তবুও দর্শকদের উন্মাদনা যেন কমার নামই নিচ্ছে না। এমনিতেই জল্পনা, সাহেব আর সুস্মিতা নাকি বাস্তবেও প্রেম করছেন। বিয়ের এপিসোডগুলো সুপার-ডুপার হিট। এবার সদ্য বিবাহিতা বউয়ের দেখা মিলল সমুদ্র সৈকতে। হানিমুন নাকি?
সুস্মিতা দে-র সোশ্যাল মিডিয়াতে দেখা গেল সমুদ্রের ধারের ঝলক। সমুদ্রকে ব্যাকগ্রাউন্ডে রেখে একটি ডাবের ছবি শেয়ার করলেন কথা। লোকেশে তাজপুর। আরেকটি ছবিতে সুস্মিতার সঙ্গে দেখা গেল, রাইমা সেনগুপ্ত। যিনি কথা সিরিয়ালের পার্শ্ব অভিনেত্রী, কথা-র গ্রামের মেয়ে, বান্ধবী। আর তাই প্রশ্ন উঠছে, তাহলে কি এবার হানিমুনের ট্র্যাক আসতে চলেছে সিরিয়ালে?
আরও পড়ুন: বক্স অফিসে দেশপ্রেমই বাঁচাল অক্ষয়কে, বুধেও টিকে স্কাই ফোর্স! শাহিদের দেবা-র আয় বেশি না কম
ইতিমধ্যেই বিয়ের সম্প্রচার দেখনো হয়ে গিয়েছে। ফের একবার কথা-কে বাড়ির বউ হিসেবে বরণ করে নিয়েছে গুহ পরিবার। এবার ভাত কাপড়-বউভাত-ফুলশয্যা শেষে, কথা ও এভির হানিমুন দেখার অপেক্ষায় বুক দুরুদুরু সাহেব ও সুস্মিতার ভক্তদের।
দেখুন কথা ওরফে সুস্মিতার ইনস্টাগ্রাম স্টোরি-

সাহেব ও সুস্মিতার প্রেম-জল্পনা:
কথা-য় কাজ শুরু করার পরপরই সম্পর্ক ভাঙে সুস্মিতার। প্রেমিক অনির্বাণ রায়ের সঙ্গে হয়ে গিয়েছিল বাগদান। এমনকী, দুজনে একসঙ্গে থাকবেন বলে ফ্ল্যাটও কিনে ফেলেছিলেন। কিন্তু বিপত্তি! এরপরই শোনা যেতে শুরু করে, কথা-র সেটে ক্রমাগত কাছাকাছি আসছেন সাহেব ও সুস্মিতা। তাই নাকি বিচ্ছেদ।
যদিও ইতিমধ্যেই এই নিয়ে নীরাবতা ভেঙেছেন সুস্মিতা। কেন বিচ্ছেদ, তা নিয়ে মুখে কুলুপ আঁটলেও, তাঁর উপর ওঠা অভিযোগ নিয়ে সরব হয়েছেন। স্পষ্ট করেছেন যে, 'কোনও সম্পর্ক কোনও তৃতীয় ব্যক্তির জন্য নষ্ট হয় না। ওই মানুষ দুটোর বোঝাপড়া, পরিস্থিতি এইগুলোর জন্য়ই নষ্ট হয়। এর চেয়ে বেশি কিছু বলতে চাই না'।
আরও পড়ুন: ওঁকে ছাড়া ১ বছর পার! কার ছবি এখনও আগলে বসে রয়েছেন নীলাঞ্জনা?
এদিকে, যতবার সুস্মিতার সঙ্গে প্রেম নিয়ে প্রশ্ন করা হয় সাহেবকে, তিনি একপ্রকার হেসেই উড়িয়ে দেন। অভিনেতার যুক্তি, এভাবে যদি ধারাবাহিকের নায়িকাদের বিয়ে করতে হয় অনুরাগীদের দাবিতে, তাহলে হয়তো ৬০ পেরনোর আগে, ৪-৫বার ছাদনাতলায় যেতে হবে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় আজকাল হামেশাই দেখা যায় সাহেব ভট্টাচার্যের সঙ্গে মডেল স্বাগতা দাসের ঘনিষ্ঠতা, এমনকী জন্মদিনে কথা নায়ককে নিজের ‘হিরো’ বলেও উল্লেখ করেছিলেন এই সুন্দরী।