হৃতিক রোশন এবং সুজান খান বহুবছর আগেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর এখন তো তাঁরা আলাদা আলদা ভাবে সংসরে জড়ানোর কথাও ভাবছেন। সুজনের সঙ্গে সম্পর্ক রয়েছে আর্সলান গোনির। অন্যদিকে, চুটিয়ে চলছে হৃতিক ও সাবার প্রেমকাহিনি। তবে এরই মাঝে ভাইরাল হল তাঁদের দুই সন্তান। সুজানের একটি নতুন ছবিতে দেখা গেল হৃহান ও হৃদানকে। বাবা-মায়ের বিচ্ছেদের সময়ও বেশ ছোট ছিলেন তাঁরা, তবে এখন উচ্চতায় ছুঁয়ে ফেলছেন মা-কে।
সুজান খানের সঙ্গে তাঁর ২ ছেলে
বুধবার রাতে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিয়ে গিয়ে হৃহান এবং হৃধানের সঙ্গে একটি ছবি শেয়ার করে নিলেন সুজন খান। ম্যাচিং বুট, চোকার এবং জাঙ্ক জুয়েলারির সঙ্গে পরেছিলেন একটি কালো টপ। তার ছেলেরা গাঢ় ধূসর টি-শার্ট, ধূসর কার্গো প্যান্ট, কালো চামড়ার জ্যাকেট এবং সাদা স্নিকার্স পরে তাঁর দুই পাশে দাঁড়িয়েছিল। বড় রেহানের চুলের স্টাইল, গোঁফ এবং দাড়ি, সবকিছুর সঙ্গেই নেটপাড়া খুঁজে পেল হৃতিকের মিল।
আরও পড়ুন: কাওকে বলা হয় ‘হাতি’, তো কেউ পাননি কাজ! ইন্দ্রাণীর মতো কারা ওজন নিয়ে হন ট্রোল
ক্যাপশনে সুজান লিখেছেন, ‘আমি অবাক হয়ে তাকিয়ে দেখি… তোমরা দুজন আমাক দু পাশে। 'সানশাইন'-এর চেয়ে উজ্জ্বল আর কিছুই নেই’।ক্যাপশনে 'ব্লেসড মামা' হ্যাশট্যাগও জুড়ে দিয়েছেন তিনি। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আপনার ছেলেরা চমৎকার দেখতে হয়েছে। কত বড়় হয়ে গেছে ওরা’! আরেকজন লেখেন, ‘নিসন্দেহে তুমি গর্বিত মা সুজন’। তৃতীয়জনের মন্তব্য, ‘আমার তো মনে হচ্ছে তরুণ হৃতিককেই দেখছি’।
আরও পড়ুন: আরজি কর আবহে কনসার্ট বাতিল, নভেম্বরেই একসঙ্গে গাইবেন লোপা-জয়! কত দাম টিকিটের
হৃতিক-সুজানের সম্পর্ক
২০০০ সালে বাবা রাকেশ রোশনের রোমান্টিক সিনেমা কহো না প্যায়ার হ্যায় দিয়ে বলিউডে পা রাখেন হৃতিক। আর ছবি মুক্তির আগেই বিয়ে করে নেন। ২০০৬ এবং ২০০৮ সালে যথাক্রমে দুই পুত্র হৃহান ও হৃদানের বাবা-মা হন তাঁরা। ২০১৪ সালে বিবাহবিচ্ছেদ হয়। এরপর হৃতিক অভিনেতা সাবা আজাদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, অন্যদিকে সুজান আর্সেলান গোনির সঙ্গে সম্পর্কে রয়েছেন।
আরও পড়ুন: সলমন খানকে খুনের হুমকি, রাজস্থান থেকে গ্রেফতার ৩২ বছরের যুবক, যিনি আবার লরেন্স বিষ্ণোইয়ের ভক্ত
কাজের ফ্রন্টে, হৃতিককে আগামীতে সিদ্ধার্থ আনন্দের ২০১৯ সালের ব্লকবাস্টার ছবির সিক্যুয়েল ,অয়ন মুখার্জির অ্যাকশন থ্রিলার ওয়ার ২-এ সুপারস্পাই কবীরের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। আদিত্য চোপড়ার যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের পরবর্তী কিস্তি 'ওয়ার ২'।