হৃতিক রোশন ও সুজন খান ১৩ বছরের বেশি সময় বিবাহিত থাকার পর ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ করেন। বলিউডের পাওয়ার কাপল হিসেবে ধরা হত হৃতিক-সুজনকে। তাই তাঁদের বিচ্ছেদের সম্পর্ক নাড়িয়ে দিয়েছিল সকলকে। কেন আলাদা হলেন তাঁরা, তা এখনও বড় রহস্য। তবে দুই ছেলের অভিভাবকত্ব একসঙ্গে পালন করেন দুজনে। করোনা লকডাউন চলাকালীন ছিলেন একসঙ্গে। বেশ কিছু ভ্যাকেশনেও গিয়েছেন ডিভোর্সের পর। আপাতত আরসালান গোনির সঙ্গে প্রেম করছেন সুজন। আর হৃতিকের সম্পর্ক সাবা আজাদের সঙ্গে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেয়ের প্রেম নিয়ে মুখ খুললেন ইন্টেরিয়র ডিজাইনারের মা জারিন খান।
আরও পড়ুন: রোজ ১৬ ঘণ্টা উপোস! ঘরের খাবার খেয়েই, কীভাবে ২৫ কেজি ওজন কমালেন নেহা ধুপিয়া?
আরসালানের ব্যাপারে কী বললেন সুজনের মা?
টিভি অভিনেতা আলি গনির ভাই অভিনেতা আরসলান গনির সঙ্গে সুজনের প্রেম চলছে বেশ কয়েক বছর ধরে। মেয়ের সঙ্গে আরসালানের সম্পর্কের ব্যাপারে বলতে গিয়ে মা জারিন বলেন, ‘আরসালান আইন নিয়ে পড়াশোনা করেছেন এবং জম্মুর একটি নামকরা রাজনৈতিক পরিবারের সন্তান। তিনিও অভিনয়ে আগ্রহী, তাই তার জন্য শুভকামনা রইল। তার পরিবার খুব ভালো এবং আমি আনন্দিত যে সুজন ও আরসালান একসঙ্গে সুখে আছে।’
আরও পড়ুন: দেশে ফিরেই ভাই-বোনদের কাছে বিরাট! গোসা হল নাকি অনুষ্কার, ননদের পোস্টে কী লিখলেন
বিয়ের প্ল্যান?
আরসলান এবং সুজান কি শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন? জারিন জানান, তাঁরা দুজনেই 'ক্যারিয়ারে ফোকাসড'। তিনি বলেন, 'আজ যদি আপনি কারও সঙ্গে সুখ খুঁজে পান, তাহলে আপনি ভাগ্যবান। ভবিষ্যতে কী অপেক্ষা করছে তা কেউ জানে না। সুখী ও স্থায়ী হতে হলে বিয়ে করতে হবে, পুরনো এই ধারণা এখন আর ঠিক নয়। নারীরা স্বাধীনচেতা, কর্মজীবনে প্রতিষ্ঠিত, নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে চায়। আর বিয়ে এমন একটি বন্ধন, যা সবসময় আপনাকে সারাজীবনের বন্ধনে আবদ্ধ রাখে না। তাই আরসলান ও সুজান একসঙ্গে সুখে আছেন এবং কেরিয়ারে মনোনিবেশ করেছেন দেখে আমি খুশি।
আরও পড়ুন: অনন্ত-রাধিকার বিয়েতে গাইতে মুম্বইতে জাস্টিন বিবার! কত টাকা নিলেন আম্বানিদের থেকে
হৃতিক রোশন এবং সুজান খান ২০০০ সালের ডিসেম্বরে বিয়ে করেছিলেন এবং তাদের দুটি পুত্র রয়েছে - হৃহান ২০০৬ সালে জন্মগ্রহণ করেছিলেন এবং ২০০৮ সালে জন্ম নেন হৃদান।