২০২০ সালে একদিকে গোটা বিশ্ব যখন প্রায় গৃহবন্দি সেই সময়ই অগুনতি ভক্তকে কাঁদিয়ে, স্ত্রী, ২ ছেলেকে রেখে অন্য জগতে পাড়ি দেন ইরফান খান। তাঁর মৃত্যুর পর কেটে গিয়েছে প্রায় সাড়ে ৪ বছর। এখনও সেই শোক কাটিয়ে উঠতে পারেননি তাঁর স্ত্রী তথা লেখক প্রযোজক সুতপা সিকদার। কী জানালেন এদিন?
আরও পড়ুন: খালি দ্বিতীয় ভাগ নয়, আসবে অ্যানিম্যাল ৩-ও! 'ট্রিলজি' জল্পনায় সিলমোহর রণবীরের
ইরফানকে নিয়ে কী জানালেন সুতপা?
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে এদিন সুতপা সিকদার জানিয়েছেন ইরফান খানের মৃত্যুর পর রোজকার জীবনটাই এখন লড়াই হয়ে দাঁড়িয়েছে। ইরফানের মৃত্যুর সাড়ে চার বছর পরও তাঁকে নিয়ে কথা বলা কঠিন সুতপার কাছে। তিনি এদিন জানিয়েছেন, 'আমি একটা বই লেখার চেষ্টা করছি এবং একই সঙ্গে একটা ছবির স্ক্রিপ্ট লেখার চেষ্টা করছি। বইটা ইরফানকে নিয়ে, কিন্তু ছবিটা ওকে নিয়ে নয়। বইটা কোনও স্মৃতিচারণ নয়, বরং আমাদের, ওর জীবনের কিছু মজার ঘটনা নিয়ে। এখন আমি তাই দুটো একেবারে আলাদা জিনিস করছি। মনসুন এবং অনুভূতির দিক দিয়ে আমায় অনেক কিছু সইতে হয়েছে। আমি ভাবতেও পারিনি ওর চলে যাওয়ার আঘাত থেকে বেরোতে আমার এতটা সময় লেগে যাবে। আমার আগের যে জেদ, প্রাণ শক্তি ছিল এই সাড়ে চার বছর পর আমি এখনও সেটা আগের মতো পাইনি।'
এদিন সুতপা এও জানান লেখালিখি তাঁর একমাত্র প্যাশন। কিন্তু তিনি মানসিক ভাবে এতটাই বিধ্বস্থ ছিলেন যে সেটা করতে গিয়েও তাঁকে বেশ বেগ পেতে হচ্ছে। তিনি জানিয়েছেন প্রায় ৩ বছর তিনি কিছুই লিখতে পারেননি। তাঁর কথায়, 'আমার সেই মানসিক অবস্থাই ছিল না যে আমি কিছু লিখব। ওঁর মৃত্যুতে আমার গোটা জীবন ৩৬০ ডিগ্রি ঘুরে গিয়েছিল। সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম। আমার জন্য বিষয়টা খুব খুবই কঠিন ছিল। ওঁর মৃত্যু খালি আমার কাছে স্বামীর চলে যাওয়া ছিল না। ৩৪ বছরের সঙ্গীর বিয়োগ ছিল। আমরা একে অন্যের বন্ধু ছিল। যার সঙ্গে চব্বিশ ঘণ্টা থাকতাম, তাঁর হঠাৎ করে না থাকাটা খুব কঠিন ছিল।'
আরও পড়ুন: 'এবার মনে পার্মানেন্ট জায়গা চাই', হঠাৎ কার জন্য প্রকাশ্যে এমনটা লিখলেন ওয়ামিকা?
আরও পড়ুন: তুঙ্গে শুভমনের সঙ্গে বিয়ের জল্পনা! ঋদ্ধিমা বললেন, 'ভরে ভরে শুভেচ্ছা পেয়েছি'