ইরফান খান আর নেই। ২০২০-তেই ইরফানকে হারিয়েছেন, তবে বারবার তিনি ফিরে আসেন সুতপা সিকদারের স্মৃতিতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইরফানের সঙ্গে কাটানো NSD-(ন্য়াশনাল স্কুল অফ ড্রামা)র দিনগুলিতে ফিরে গিয়েছিলেন সুতপা। তিনি বলেন, NSD--তেই ইরফানের সঙ্গে তাঁর আলাপ। শুরুর দিকে ইরফান খানকে নাকি র্যাগিং করতেও ছাড়েননি সুতপা, পরিচয় দিয়েছিলেন সিনিয়ার হিসাবে।
সুতপা বলেন, প্রথম যেদিন ইরফানের সঙ্গে তাঁর দেখা হল, সেদিন তিনি শুধু অভিনেতাকে NSD নিয়ে বিভ্রান্ত করেই খান্ত হননি, নিজেকে 'সিনিয়ার' বলে মিথ্যে পরিচয়ও দিয়েছিলেন। সুতপা বলেন, ‘আমি দিল্লিতে বড় হয়েছি, আর NSD-তে পড়াশোনা করেছি। আর ইরফান জয়পুরের একটি সাধারণ পরিবার থেকে দিল্লিতে এসেছিলেন। তাই NSD-তে আসা ইরফানের কাছে একটা বড় বিষয় ছিল, খানিকটা তীর্থের মতো। আর আমি সেটা জেনেই তাঁকে মজা করে র্যাগিং করেছিলাম।’
আরও পড়ুন-সেদিন আমি কেঁদে ফেলি, ইরফানও কেঁদেছিল…, ভয় পেত যদি ওকে ছেড়ে চলে যাই: সুতপা সিকদার
সুতপা জানান, ইরফান প্রথম দেখায় তাঁকে আপনি, আজ্ঞে করেই কথা বলেছিলেন, দিকনির্দেশ জিগ্গাসা করেছিলেন। তবে সুতপা যখন NSD-র কোর্স থেকে তাঁকে বিরত করার চেষ্টা করেছিলেন, ইরফান নাকি ভীষণ রেগে যান। কারণ, ইরফানের কাছে সততার দাম ছিল অনেক বেশি। সুতপা শিকদারের কথায়, ‘প্রথম দেখায় আমি ওকে জিগ্গেস করেছিলাম, তোমার কেন মনে হচ্ছে, যে এখানে পড়ার সুযোগ পাবে? ইরফান উত্তরে বলেছিলেন, কারণ, তিনিও থিয়েটার করেছেন। পরে আবার ও প্রশ্ন করেন, আপনার কি মনে হচ্ছে, আমার এখানে সুযোগ হবে না? আমি ওকে সিনিয়ার হিসাবে পরিচয় দিয়েছিলাম। কিন্তু পরে যখন ও আমাকে ওর সঙ্গেই দ্বিতীয় পরীক্ষা দিতে দেখল, তখন বিষয়টা ফাঁস হয়। আর ও আমার উপর খুব রেগে যায়। কারণ, ওর কাছে সততা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমার, কাছে এগুলো খুবই সাধারণ বিষয় ছিল। ইরফান আমায় বলল, তুমি থার্ড ইয়ারের নও? উত্তরে আমি কিছুই বলিনি, শুধু বলি, তুমি বিশ্বাস করেছিলে যে আমি তৃতীয় বর্ষের? ’
ইরফান খান কীভাবে ছবির জন্য চিত্রনাট্য বাছতেন, তাঁর সঙ্গে চিত্রনাট্য নিয়ে আলোচনা করতেন, এই সব বিষয়েই কথা বলেন সুতপা শিকদার। জানান, নেটফ্লিক্সের ‘রাত আকেলি হ্যায়’ ছবিটি প্রথম ইরফানকে প্রস্তাব করা হয়েছিল। ইরফানের ওই ছবির চিত্রনাট্য খারাপ লাগেনি, তবে দারুণ কিছুও মনে হয়নি। তবে সুতপা জানান, অসুস্থতার কারণেই ওই ছবিটি করতে পারেননি ইরফান। পরে ওই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।