হরগৌরী সিরিয়ালের মাধ্যমে অল্প দিনেই নজর কেড়েছিলেন তিনি। সদ্যই শেষ হয়েছে তাঁর সেই প্রথম সিরিয়াল। তাই মন খারাপ যে সেটা বলার অপেক্ষা রাখে না। রয়েছে শূন্যতা। আর সেই শূন্যতা কাটাতে এদিন পার্ক স্ট্রিট গিয়েছিলেন শুভস্মিতা মুখোপাধ্যায় ওরফে হরগৌরী পাইস হোটেলের ঐশানি। আর সেখানে গিয়েই কী কাণ্ড ঘটালেন তিনি?
কী জানালেন শুভস্মিতা?
এদিন শুভস্মিতা মুখোপাধ্যায় তাঁর ইনস্টাগ্রামে তিনটি ভিডিয়ো পোস্ট করেন । সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি পার্ক স্ট্রিটের রাস্তায় গান গাইছিলেন। সেই ব্যক্তির সঙ্গে গিয়ে গলা মেলালেন হরগৌরী পাইস হোটেলের ঐশানি। জানতেন কি অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি ভীষণ ভালো গানও গান? হ্যাঁ, এদিন তাঁকে শাহাজাহান রিজেন্সি থেকে কিচ্ছু চাইনি আমি গানটি গাইতে শোনা যায়। সঙ্গে অঞ্জন দত্তের বেলা বোস এবং বীর ছবি থেকে সুরিলি আঁখিয়ো ওয়ালে গান দুটোও গান।
এদিন অভিনেত্রী এই ভিডিয়ো তিনটি পোস্ট করে লেখেন, 'এখন সবাই জানেন আমাদের হরগৌরী পাইস হোটেলের শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। সত্যি এই শূন্যতাটার সঙ্গে মানি নেওয়াটা খুবই কঠিন। গতকাল আমার এক বন্ধু আমায় ওর সঙ্গে পার্ক স্ট্রিট নিয়ে যায়। আর যখন আমরা আমাদের গাড়ির জন্য অপেক্ষা করছিলাম তখন আমরা গান গাইতে শুরু করি। আর আমরা যখন থামি তখন এই ছেলেটি সেই গানটাই গাইতে শুরু করে। আর কী ভীষণ ভালো গাইল! এভাবেই ওর সঙ্গে আলাপ হল।' শুভস্মিতা জানিয়েছেন এই ব্যক্তির নাম ঋষভ।
আরও পড়ুন: কলকাতার গায়িকা, ছিল প্রাইভেট ট্রেন, ভারতের প্রথম রেকর্ড করা শিল্পীকে চেনেন?
তিনি এদিন তাঁর পোস্টে আরও লেখেন, 'পার্ক স্ট্রিট চমকে ভরা।' অনেকেই অভিনেত্রীর পোস্টে মন্তব্য করেছেন। কেউ এই পোস্টে সেই ব্যক্তির গানের প্রশংসা করেছেন তো কেউ আবার জানিয়েছেন অভিনেত্রীকে খুব মিস করবেন। এতদিন স্টার জলসার পর্দায় রাত ১০ টায় সম্প্রচারিত হয় হরগৌরী পাইস হোটেল। প্রায় দুই বছর চলার পর সদ্যই শেষ হয়েছে এই মেগার শ্যুটিং।