বাংলা নিউজ > বায়োস্কোপ > SVF: ‘ফাঁদে পড়বেন না!’ সংস্থার নাম নিয়ে বড়সর প্রতারণা চক্র, মৌমিতা পণ্ডিতের ঘটনার জেরে সতর্ক করল এসভিএফ

SVF: ‘ফাঁদে পড়বেন না!’ সংস্থার নাম নিয়ে বড়সর প্রতারণা চক্র, মৌমিতা পণ্ডিতের ঘটনার জেরে সতর্ক করল এসভিএফ

'ফাঁদে পড়বেন না' বলছে svf

‘ফাঁদে পড়বেন না! প্রতারণা থেকে নিজেকে সুরক্ষিত রাখুন।’ বড়সর জালিয়াতি চক্র নিয়ে সতর্ক করল এসভিএফ। ঠিক কী ঘটেছে?

শ্রীকান্ত মোহতা ও SVF- এর নাম ভাঙিয় চলছে জালিয়াতি, প্রতারণা চক্র। সম্প্রতি সেই প্রতারণা চক্রের ফাঁদেই পড়েছিলেন অভিনেত্রী মৌমিতা পণ্ডিত। SVF ও শ্রীকান্ত মোহতার নাম নিয়ে অডিশনের নামে হোটেলে ডাকা হয় অভিনেত্রীকে, আর্টিস্ট ফোরামের কার্ড করিয়ে দেওয়ার নাম করে চাওয়া হয় টাকা। পুরোটাই যে জালিয়াতি, সেটা নিজের অভিজ্ঞতা থেকে বুঝে যান মৌমিতা।

পুরো ঘটনায় সংবাদমাধ্যমের কাছে সরব হন অভিনেত্রী। সাইবার ক্রাইম ও জালিয়াতি নিয়ে সোনারপুর থানায় অভিযোগও দায়ের করেন। এমনকি মৌমিতা প্রযোজনা সংস্থাকেও জালিয়াতির বিষয়ে সতর্ক করে। এরপরই এই প্রতারণা চক্র নিয়ে সতর্কতা মূলক বিবৃতি জারি করল SVF।

বিবৃতিতে প্রযোজনা সংস্থার তরফে লেখা হয়, ‘আমাদের নজরে এসেছে, কিছু অজানা ব্যক্তি নিজেদের SVF এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের প্রতিনিধি দাবি করে মানুষের সঙ্গে যোগাযোগ করছেন, ব্র্যান্ডের নাম ভাঙিয়ে অর্থের বিনিময়ে প্রোজেক্টে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। অনুগ্রহ করে জেনে রাখুন, SVF-এর কোনও প্রতিনিধি কাস্টিং বা অডিশনের বিনিময়ে অর্থ বা অন্যকোনও অনুগ্রহ দাবি করে না। SVF বা তাঁর কোনও প্রতিনিধি, সদস্য এই ধরনের প্রতারণার কারণে ক্ষতির জন্য দায়ী নয়…’।

এখানেই শেষ নয় কেউ এধরনের প্রতারণা করার চেষ্টা করছেন কিনা তা যাচাইয়ের জন্য সংস্থার ফোন নম্বরে যোগাযোগ করে প্রকৃত সত্য জেনে নেওয়ার কথাও জানানো হয়েছে। কেউ যাতে ফাঁদে না পড়েন, সেজন্য সরসরি সংস্থার সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যার্টফর্ম গুলির লিঙ্ক ও ইমেল আইডি এবং ফোন নম্বরও শেয়ার করা হয়েছে। SVF-এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে এই বিবৃতি। যার ক্যাপশানে লেখা হয়, ‘ফাঁদে পড়বেন না! প্রতারণা থেকে নিজেকে সুরক্ষিত রাখুন।’

আরও পড়ুন-যেন অশ্বমেধের ঘোড়া! দেশব্যাপী কত আয় করল ‘বহুরূপী’? কোথায় দাঁড়িয়ে ‘টেক্কা’ ও ‘শাস্ত্রী’?

আরও পড়ুন-নীতিনের মৃত্যুতেও সুশান্ত কাণ্ডের ছায়া! কী কারণে এমন কঠিন পদক্ষেপ! কী বলছে মুম্বই পুলিশ?

প্রসঙ্গত শুক্রবারই তাঁর সঙ্গে হওয়া প্রতারণা ও জালিয়াতি নিয়ে Hindustan Times Bangla-র কাছে মুখ খুলেছিলেন অভিনেত্রী মৌমিতা পণ্ডিত। অভিনেত্রী জানিয়েছিলেন, সৌভাগ্যক্রমে তিনি পুরো জালিয়াতির বিষয়টাই বুঝে গিয়েছেন। তবে দীর্ঘদিন ধরেই যে এই জালিয়াতি চক্র চলছে, তেমনই অনুমান করছেন তিনি। মৌমিতা জানিয়েছিলেন, তাঁর সঙ্গে যে ফেসবুক প্রোফাইলের মাধ্যমে যোগাযোগ করা হয়েছিল, সেটা শ্রীকান্ত মোহতার প্রোফাইল বলেই দাবি করা হয়। এমনকি সেই প্রোফাইলের ফ্রেন্ডলিস্টে তাঁর ২৯২ জন কমন ফ্রেন্ড রয়েছেন বলেও জানান অভিনেত্রী। সেটা দেখেই তিনিও ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছিলেন। এরপর সেখানকার মেসেঞ্জার থেকে শ্রীকান্ত মোহতার গলা নকল করে ফোন করা হয়। জানানো হয় কাস্টিং ডিরেক্টর ফোন করবেন।

আরও পড়ুন-টলিপাড়ার নামী প্রযোজকের নাম নিয়ে জালিয়াতি, হোটেলে ডাকা হয়, টাকাও চাওয়া হয়, FIR দায়ের মৌমিতা পণ্ডিতের

এরপর যথারীতি SVF-এর নাম নিয়ে মৌমিতাকে সিড ওরফে সিদ্ধার্থ নামে কেউ একজন ফোন করেন। অডিশন ও স্ক্রিপ্ট রিডিং-এর জন্য অভিনেত্রীকে একটা হোটেলে ডেকে নিয়ে যাওয়া হয়। যদিও পরিস্থিতি বেগতিক দেখে অভিনেত্রী সেখান থেকে বের হয়ে এসেছিলেন। পরে আর্টিস্ট ফোরামের কার্ড করিয়ে দেওয়ার নামে টাকা চাওয়া হয় মৌমিতা পণ্ডিতের কাছ থেকে। অভিনেত্রী টাকা দিতে রাজি না হলে হুমকি দেওয়া হয়। এরপরই বিষয়টি প্রতারণা বুঝতে পেরে সোনারপুর থানায় অভিযোগ জানান অভিনেত্রী। SVF-কেও বিষয়টি নিয়ে সতর্ক করেন তিনি।

বায়োস্কোপ খবর

Latest News

স্বাভাবিকের থেকে ৯ ডিগ্রি নীচে নামল কলকাতার পারদ! আজও কি বাংলায় হবে বৃষ্টি? স্ট্রেস থেকে মুক্তি নিমেষে, গোলাপ ফুলের চায়ের ‘ভালোবাসা’য় দূর হয় আরও ৫ সমস্য়া বছরের প্রথম সূর্যগ্রহণ চৈত্র অমাবস্যায়, পিতৃদোষ থেকে মুক্তি পেতে করুন এই কাজ ‘তোমায় দেখব বলে’-তে মুগ্ধ লগ্নজিতা! ইমনের সঙ্গে নাচের তালে শো জমালেন দেবলীনা ১৩৫০০ কোটির জালিয়াতি করে বেলজিয়ামে বসে মেহুল চোকসি, যেতে পারেন সুইৎজারল্যান্ডে পুরানো খবরের কাগজ কিলো দরে বিক্রি না করে বাড়িতে এভাবে কাজে লাগান! রইল টিপস এখনই ধোনির শেষ দেখছেন না রুতুরাজ! প্রশংসা করে বলছেন, ‘সচিন পারলে, ধোনিও পারবে…’ ‘আমি আমার মুখ নিয়ে…’, প্লাস্টিক সার্জারির গুজব নিয়ে এবার মুখ খুললেন অবনীত রিনার সঙ্গে বিচ্ছেদের পর ডিপ্রেশনে ডুবে যান আমির! বললেন, ‘দেবদাস হয়ে গেছিলাম…’ মত্ত অবস্থায় গিয়ে কীর্তন বন্ধ করে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

IPL 2025 News in Bangla

এখনই ধোনির শেষ দেখছেন না রুতুরাজ! প্রশংসা করে বলছেন, ‘সচিন পারলে, ধোনিও পারবে…’ তিন বিদেশির দখলে ছিল রেকর্ড, IPL-এ প্রথম ভারতীয় হিসেবে বিরাট নজির রাহানের MI vs CSK- ভারতীয় দলে তিলকের জন্য ব্যাটিং পজিশন ছেড়েছেন! IPLএও কি আত্মত্যাগ? ‘SAR’ লেখা গ্লাভস পরে IPL 2025-এর সব ম্যাচ খেলবেন রোহিত শর্মা, জানেন এর মানে কী? IPL-এ আজ ধোনি বনাম রোহিতের দ্বৈরথ,কোন চ্যানেলে ও মোবাইলে কীভাবে দেখবেন ২টি ম্যাচ KKR vs RCB: ইডেনের নিরাপত্তা ভেঙে মাঠে ঢুকে কোহলিকে প্রণাম নাছোড় ভক্তের- ভিডিয়ো IPL 2025- KKR vs RCB ম্যাচ দেখতে ইডেনে হাজির মোহনবাগান ফুটবলাররা! সঙ্গী কর্ণধার KKR বধ করে নিজের স্ট্র্যাটেজি ফাঁস ক্রুণালের! বললেন, ‘সব অস্ত্র সময় মতো বের…’ প্রতিটি দলের জন্য আলাদা আলাদা গান! আইপিএলের উদ্বোধনে ছুটল শ্রেয়া ম্যাজিকের ছররা KKR কেন বাংলা গান চালায়? চটে লাল নেটপাড়ার একাংশ, দাবি তুলল হিন্দি ব্যবহারের

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.