চারিদিকে কান পাতলেই এখন ভাঙনের শব্দ শোনা যায়। একে অপরের ভালো মন্দ সবটা নিয়ে, ভালোবেসে কান্না-হাসিতে কাটিয়ে দেওয়ার মতো মানসিকতা কমছে। অল্পতেই সকলে অষহিষ্ণু হয়ে পড়ছেন। আজকের প্রজন্মের মধ্যে আজীবন ভালবাসার প্রতিশ্রুতি ম্লান হয়ে যাচ্ছে। একসঙ্গে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে পথ চলতে শুরু করা মানুষগুলো, পথের বাঁকেই জীবন থেকে হারিয়ে যাচ্ছে। তাই এই সময় দাঁড়িয়ে প্রয়োজন ভালোবাসার উদযাপনের। যারা আজীবন ভালোবাসায় বেঁধে বেঁধে রয়েছেন তাঁদের সম্পর্কের মিষ্টত্বকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এবার নতুন করে সুর বাঁধল SVF মিউজিক। এসে গেল তাদের নতুন গান 'বকুল ফুলের মালা'।
'বকুল ফুলের মালা' সম্পর্কে
এসে গেল SVF মিউজিকের নতুন মিউজিক্যাল ভিডিয়ো 'বকুল ফুলের মালা'। এটি স্থায়ী ভালোবাসা এবং প্রতিশ্রুতির প্রতীক। যারা আজও ভালোবেসে একসঙ্গে রয়ে গিয়েছেন তাঁদের জীবনের গান। এই 'বকুল ফুলের মালা' গানটিতে একটি বয়স্ক দম্পতির মন ছুঁয়ে যাওয়া গল্প বলা হয়েছে। যারা আজীবন ভালোবাসায় প্রেমে বাঁধা থেকে গিয়েছেন। শুরু থেকে তাঁদের পথ চলা, আদরে যত্নে একটা সংসারকে লালন করার গল্প ফুটে উঠেছে এই মিউজিক ভিডিয়োতে। তাঁদের এই গল্প এক-দু'মাসের বা এক-দু'বছরের নয় কয়েক দশকের। সেখানে তাদের জীবনে এসেছে বহু উত্থান-পতন কিন্তু তাতেও তারা একে অপরের হাত ছেড়ে যায়নি। সব সময়, সব পরিস্থিতিতে তাঁরা একে অপরের পাশে থেকেছে।
আরও পড়ুন: 'আমাকে এই চরিত্রটা…' করণ জোহরের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন শ্বেতা
উল্লেখ্য, বেশ কিছু হিট মিউজিক ভিডিয়োর পর এবার 'বকুল ফুলের মালা' নিয়ে হাজির প্রলয়। তিনি এই মিউজিক ভিডিয়োর সুরকার এবং গীতিকার। তিনি 'শ্রীকান্ত' এবং 'বাংলার গান ইন্ডিজ'-এরও গীতিকার ছিলেন। তাঁর গানের কথা দিয়ে সব সময় তিনি শ্রোতাদের মন ছুঁয়েছিলেন। আর এবার তিনিই 'বকুল ফুলের মালা' গানটিরও কথা লিখেছেন। এই গানটির সুরের মধ্যে তিনি নস্টালজিক সাউন্ডস্কেপ তৈরি করার চেষ্টা করেছেন।
আরও পড়ুন: ‘এখন আমায় শূলে চড়ানো হত..’, অল্প বয়সের কোন ভুলের জন্য এখন হাত কামড়ান সোনম?
পাশাপাশি এই মিউজিক ভিডিয়োয় গান গেয়েছেন উৎস। প্রসঙ্গত, SVF মিউজিক সব সময়ই নতুন প্রতিভাকে প্রচারের আলোয় আনার চেষ্টা করে। এই কাজে উৎসকে লাইমলাইটে এনেছেন তাঁরা। ভিডিয়োতে জয়শ্রী বোস এবং পঙ্কজ কুমার মুন্সীকে নীলিমা এবং ফণিভূষণের চরিত্রতে দেখা যাবে। তাঁদের সুন্দর উপস্থাপনা এই গল্পটিকে আরও আবেগপূর্ণ এবং আকর্ষকণীয় করে তুলেছেন। গানটি SVF মিউজিক ইউটিউব চ্যানেলে ২৬ জুলাই সকাল ১১ টায় মুক্তি পাবে।