বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘ফেলুদা’ কি শুধুই SVF-এর? রায় জানাল আদালত

‘ফেলুদা’ কি শুধুই SVF-এর? রায় জানাল আদালত

'সত্যজিতের রেখায় 'বাদশাহী আংটি' বইয়ে ফেলুদা ও তোপসে। (ছবি সৌজন্যে - ফেসবুক)

ফেলুদাকে নিয়ে সিনেমা বা ওয়েব সিরিজ বানানোর স্বত্বাধিকার প্রসঙ্গে রায় শোনালো আলিপুর কমার্শিয়াল কোর্ট।

কাল্পনিক হলেও পঞ্চাশ বছর পেরিয়েও এই বাঙালি গোয়েন্দা যে কিংবদন্তির চৌকাঠ পেরিয়ে গেছে কয়েক দশক আগেই তা নিয়ে কোনও সন্দেহ নেই। বইয়ের পাতা থেকে পর্দায়, এমনকি ওটিটি প্ল্যাটফর্মেও যে বেশ জনপ্রিয় 'ফেলু মিত্তির' সেকথা প্রতিবারই তাঁর আবির্ভাবের সঙ্গে হাতেকলমে প্রমাণিত হয়েছে। বাঙালির প্রিয় গোয়েন্দা যতবারই হাজির হয়েছে পর্দায়, তাঁকে সাদরে গ্রহণ করেছে দর্শকরা। তবে সেই ছবির গল্প কিংবা শিল্পীর অভিনয়ের একচুলও এদিক ওদিক দেখলেই খড়গহস্ত হয়ে উঠতে দ্বিধা করে না দর্শক। সত্যজিৎ রায়ের সৃষ্টি 'ফেলুদা'-কে নিয়ে সামান্যতম কাঁটাছেড়া করলেই পাল্লা দিয়ে শুরু হয় নিন্দা এবং বিতর্ক। আসলে 'ফেলুদা' মানেই বাঙালির অহঙ্কারের সঙ্গে কয়েক প্রজন্মের কাছে তাঁদের ছোটবেলাও। তবে ইতিমধ্যেই যেমন 'ফেলুদা' নিয়ে অসংখ্য ছবি তৈরি হয়েছে তেমন বিভিন্ন অভিনেতারাও বাঙালির প্রিয় ডিটেক্টিভের জুতোয় পা গলিয়েছেন।

তবে ২১, রজনী সেন রোডের এই কিংবদন্তি বাসিন্দাকে আপাতত এসভিএফ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড ছাড়া আর কেউ হাজির করতে পারবে না পর্দায়। এসভিএফ এন্টারটেনমেন্টের তরফে দায়ের করা মামলার প্রেক্ষিতে আলিপুর ডিভিশনের কমার্শিয়াল কোর্ট এই রায় জানিয়েছে। এ দিন ফেলুদাকে নিয়ে সিনেমা বা ওয়েবসিরিজ বানানোর স্বত্বাধিকার প্রসঙ্গে রায় শোনালো আলিপুর কমার্শিয়াল কোর্ট। এসভিএফ এন্টারটেনমেন্টের তরফে দায়ের করা মামলার প্রেক্ষিতে আদালত জানিয়ে দিল, এই গোয়েন্দা চরিত্র নিয়ে কোনও সিনেমা বা ওয়েবসিরিজ বানানো এবং তার প্রকাশ করার কোনও অধিকার এসভিএফ ব্যতিরেকে অন্য কারও থাকবে না। এই প্রসঙ্গে অন্য তিনটি প্রযোজনা সংস্থার ফেলুদা-সম্পর্কিত নির্মাণের ওপর স্থগিতাদেশ জারি করা হল আদালতের তরফে।

কিছুদিন আগে জানা গেছিল 'গ্যাংটকে গন্ডগোল' এর মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মেই ফিরছে 'ফেলুদা'। জি ফাইভ -এর জন্য এই ফেলুদা সিরিজ পরিচালনা করতে চলেছেন অরিন্দম শীল। প্রযোজনা করছেন অশোক ধানুকা। শোনা গেছে, তাঁর কাছে নাকি ফেলুদার গল্পের কয়েকটি স্বত্ব রয়েছে।নামভূমিকায় ঘোষণা করা হয়েছিল পরমব্রত চট্টোপাধ্যায়-এর নাম। তোপসের ভূমিকায় ঋতব্রত মুখোপাধ্যায়কে। 

আপাতত 'ফেলুদা' ও 'তোপসে' সাজা হচ্ছে না পরমব্রত ও ঋতব্রতর।
আপাতত 'ফেলুদা' ও 'তোপসে' সাজা হচ্ছে না পরমব্রত ও ঋতব্রতর।

অবশ্য এর আগেও 'ফেলুদা'-র চরিত্রে অভিনয় করেছেন পরম। আড্ডাটাইমসে ফেলুদা নিয়ে হওয়া ওই সিরিজের পরিচালকের দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিয়েছিলেন তিনি।তপেশ রঞ্জন মিত্র ওরফে তোপসের ভূমিকায় দেখা গেছিল ঋদ্ধি সেন-কে। তবে সেবার কিন্তু যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছিল পরমকে। বেশ স্মার্টভাবে তৈরি হলেও শিল্পীদের অভিনয় এবং ওই সিরিজটি যেভাবে পেশ করা হয়েছিল তার সঙ্গে 'শার্লক' সিরিজের বেশ সাদৃশ্য খুঁজে পেয়েছিল দর্শকের দল। তবে আপাতত আদালতের নির্দেশে এই তদন্তে নামা আটকে গেল ফেলুদার।

'গ্যাংটকে গন্ডগোল' বইয়ের প্রচ্ছদ। (ছবি সৌজন্যে - ফেসবুক)
'গ্যাংটকে গন্ডগোল' বইয়ের প্রচ্ছদ। (ছবি সৌজন্যে - ফেসবুক)

তবে বড়পর্দায় ফিরছে দারুণভাবে ফিরছে 'ফেলুদা'। বড়দিনে বাঙালি এবং আপামর ফেলুদাপ্রেমীদের জন্য তাই 'ক্রিসমাস গিফট' হিসেবে একেবারে টাটকা ফেলুদা ছবির কথা ঘোষণা করল এসভিএফ।

সন্দীপ রায়ের পরিচালনায় আগামী বছর অর্থাৎ ২০২২য়ে 'হত্যাপুরী' ছবির মাধ্যমে বড়পর্দায় ফের দর্শন দেবেন বাঙালির প্রিয় গোয়েন্দা প্রদোষ চন্দ্র মিত্র। তবে এবারে তাঁর সঙ্গে শুধু তোপসে নয়, থাকবেন জটায়ু। অর্থাৎ এক দশক পেরিয়ে ফের একবার বড়পর্দায় একসঙ্গে হাজির হবেন এই 'থ্রি মাস্কেটিয়ার্স'। তবে ফেলুদা, তোপসে এবং জটায়ুর চরিত্রে করা থাকছেন সে ব্যাপারে এখনও কিছু ঘোষণা করা হয়নি প্রযোজনা সংস্থার তরফে।অন্যদিকে, এসভিএফ এর ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই'য়ে টোটারূপী ফেলুদাকে আরও একবার হাজির করছেন সৃজিত।

বায়োস্কোপ খবর

Latest News

২৭ বছরের সুখী দাম্পত্যে সৌরভ না ডোনা, কার চলে? দাদাগিরিতে বললেন, ‘এর মজা আলাদা…’ যাদবপুর কেন্দ্রে রাহুলের ফেভারিট সৃজনই! স্ত্রী প্রিয়াঙ্কার সমর্থন কাকে? অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের ঢাল করেছেন মমতা, আমরা যোগ্যদের পাশে আছি: সুকান্ত গতবছর ODI বিশ্বকাপ খেলা এই ৬ ভারতীয় তারকা ২০২৪ T20 বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারেন চাকরিহারাদের কি ভোটের ডিউটি করতে হবে? জানিয়ে দিল নির্বাচন কমিশন 'সব ক্ষেত্রে নিলাম না করলে হয় না?' ২জি রায়ে বদল চেয়ে সুপ্রিম কোর্টে মোদী সরকার নিজ্জর হত্যা নিয়ে ‘ডকু’র পর বিদেশি সাংবাদিককে ভারত ছাড়াতে বাধ্য করার অভিযোগ বাতিল ধাক্কায় ছাত্র-শিক্ষক অনুপাতে ফারাক,মেটাতে স্বেচ্ছাসেবী চায় বাঁকুড়ার স্কুল ৩১ মে পর্যন্ত অঙ্গারক যোগ, সতর্ক থাকতে হবে এই ৩ রাশিকে, হতে পারে দুর্ঘটনা গোটা সেটের সামনেই দুর্জয়কে চুমু 'টিনএজার' রাণীর! অভিজ্ঞতা জানিয়ে বললেন…

Latest IPL News

IPL 2024 CSK vs LSG: রাহুলের এই সাহসী সিদ্ধান্তই বদলে দিল ম্যাচের রঙ! চুক্তি থেকে বাদ, আইপিএলে শতরানের পর জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন স্টইনিস সারাক্ষণ ধোনি, ধোনি কী! ক্যামেরাম্যান ফোকাস করতেই বোতল ছোড়ার ভয় দেখালেন মাহি চলতি আইপিএলে অভিষেক পোড়েলের খেলাই হত না এবার! দাবি DC-র তারকা অজি ওপেনারের IPL-র ইতিহাসে রান তাড়া করে জয়ের ক্ষেত্রে সর্বোচ্চ রান করার নজির গড়লেন স্টইনিস জাতীয় দল নয়, IPL-এ খেলাকেই বেশি উপভোগ করেন মুস্তাফিজুর রহমান! দাবি সতীর্থদের রাহুল যখন ফ্লাইং ম্যান, CSK-র বিরুদ্ধে সুপার ক্যাচ নিয়ে অবাক করলেন LSG ক্যাপ্টেন LSG-র হাল না ছাড়ার মানসিকতার মধ্যে IPL 2024-এ প্রথমার্ধের সাফল্যের রহস্য লুকিয়ে দিল্লিতে ‘দাদাগিরি’র শ্যুটিং! সৌরভের জন্য বিশেষ বন্দোবস্ত, কবে শেষ হচ্ছে এই শো? গুহায় ঢুকে সিংহ শিকার LSG-র, স্টইনিসের দাপটে CSK-কে তাদের ঘরের মাঠে হারাল লখনউ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.