হিন্দুস্তান টাইমস বাংলার তরফে আগেই জানানো হয়েছিল যে নিয়মভঙ্গের অভিযোগে পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে তিন মাসের কর্ম বিরতি নেওয়ার আদেশ দিয়েছে ফেডারেশন। ফলে আশঙ্কার কালো মেঘ ঘনিয়েছিল সদ্য ঘোষিত হওয়া SVF এর এবারের পুজো রিলিজের উপর। কারণ সেই ছবির পরিচালক থাকার কথা ছিল রাহুলের। এবার এই বিষয়ে আপডেট পাওয়া গেল।
কী জানা গেল SVF এর আসন্ন ছবি নিয়ে?
আনন্দবাজারের তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে SVF চায় পুজোর সময়ই মুক্তি পাক এই ছবি। যেহেতু ঘোষণা হয়ে গিয়েছে তাই তাঁরা মোটেই প্রজেক্ট পিছিয়ে দিতে রাজি নয়। তাহলে এখানেই প্রশ্ন উঠছে তবে কি রাহুলের সঙ্গে ফেডারেশনের সমস্যার মিটমাট হয়ে গিয়েছে? না। প্রযোজনা সংস্থার তরফে চেষ্টা করা হয় সমস্যা মেটানোর, এমনকি রাহুল নিজেও ক্ষমা চেয়েছেন বলে জানা গিয়েছে। কিন্তু তাতে কাজ হয়নি। ফলে SVF এর এই আসন্ন ছবির পরিচালক হিসেবে দেখা যাবে অন্য কাউকে।
জানা গিয়েছে সিনেমাটোগ্রাফার সৌমিক হালদার এই ছবির পরিচালনা করতে পারেন। এই ছবির ডিওপি তিনিই। তাই সোমবার অর্থাৎ ২২ জুলাই থেকে ছবির কাজ শুরু না হলেও শীঘ্রই সেই কাজ শুরু হবে বলে জানা গিয়েছে।
কী ঘোষণা করল SVF?
SVF এর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে ক্রিয়েটিভ প্রযোজকের দায়িত্বে থাকবেন রাহুল মুখোপাধ্যায়। পরিচালক হিসেবে সৌমিক হালদার।
কী অভিযোগ উঠেছে রাহুলের নামে?
বাংলাদেশের OTT মাধ্যম চরকির জন্য লহু নামক সিরিজের কথা ছিল রাহুল মুখোপাধ্যায়ের। কলকাতায় শ্যুটিং হওয়ার কথা ছিল, কিন্তু চরকির সমস্যা ছিল এখানকার শর্ত মেনে কাজ করায়। তাই তাঁরা বাংলাদেশে শ্যুটিং করে। আর রাহুল এই সিরিজের পরিচালনা করেন বাংলদেশে গিয়েই ফেডারেশনকে কিছু না জানিয়েই। তাই তাঁকে শাস্তি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: গৌরব এবার 'কংসমামা'! তেঁতুলপাতায় কীভাবে ভাব জমবে ঋতব্রতার সঙ্গে?
কী শাস্তি দেওয়া হয়েছে রাহুলকে?
পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ তুলেছে FCTWEI। আর সেই কারণেই তাঁকে ফেডারেশনের তরফে কর্মবিরতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাও তিন মাসের জন্য যা ২০ জুলাই থেকে বহাল থাকবে ১৯ অক্টোবর পর্যন্ত।